Thursday 29 October 2009

একটি জিজ্ঞাসা

আজকে আমাদের সময় একটি সংবাদ ছাপিয়েছে, http://www.amadershomoy.com/content/2009/10/29/news0878.htm

নিম্নবর্ণের হিন্দু হওয়ায় সমাজের সবার সাথে "দলিত"রা মিশতে পারতো না। মন্দিরে প্রবেশও নিষেধ ছিল। একশত বছর পর আজকে তারা মন্দিরে প্রবেশের সুযোগ পেলো।

এই খবরটি পড়ে কেউ কেনো আক্রান্ত বোধ করছেন না ? হিন্দু হিসেবে নাহোক, মুসলমান হিসেবে নহোক মানুষ হিসেবেতো আমরা আক্রান্ত বোধ করতে পারি। নাকি নিম্নবর্ণের মানুষদের জন্য আক্রান্ত হওয়ার কিছু নেই ?

তাহলে কি আক্রান্ত হতে হয় শুধু ভার্চুয়াল লাইফে? ভার্চুয়াল ওয়ার্ল্ড পরিস্কার রাখতে হবে, প্রকৃত পৃথিবী যেমন ইচ্ছে তেমন থাকুক।

তাইতো বলি ধর্মানুভূতি আজ "গরীবের সুন্দরী যুবতী বিধবা"। মওকামতো আক্রান্ত।

তানবীরা
২৯.১০.০৯

No comments:

Post a Comment