Sunday 31 March 2019

দেশের প্রথা ভাঙা গদ্যসাহিত্য

https://www.bhorerkagoj.com/2019/02/16/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE-%E0%A6%97%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9/?fbclid=IwAR3Y4cnE01EgVf78lD9qyKb2XwqyjkWIuhBG8t6qsXUSu--u59qbwYMyW8A


বাংলাদেশের প্রথা ভাঙা গদ্যসাহিত্য
তানবীরা তালুকদার

স্বাধীনতা উত্তরকালে দেশের রাজনীতির নিদারুন পতন-উত্থান, বেল বটম প্যান্ট আর বড় ঘড়ি পরার ফ্যাশন, ফেরদৌস ওয়াহিদ, আজম খান, ফকির আলমগীর, পিলু মমতাজ এর আধুনিক ঢং এর  বাংলা গান, নায়ক রাজ রাজ্জাকের রংবাজ, সালাউদ্দিন জাকীর ঘুড্ডি, আলমগীর কবির এর সীমানা পেরিয়ে-নতুন নিরীক্ষায় ঢাকার বাংলা সিনেমা, পায়ের আওয়াজ পাওয়া যায়, দেওয়ান গাজীর কিসসা, কথা ৭১ এর মত সাড়া জাগানো মঞ্চ নাটক, সুর্বণা-আফজাল এর পারলে না রুমকী, বুলবুল আহমেদ অভিনীত ইডিয়ট, বরফ গলা নদীতে মিতা চৌধুরি, ফেরদৌসী মজুমদার এর কালো স্যুটকেস মত টিভি নাটকের আধুনিকতার ছোঁয়ায় চারদিকে প্রথা ভাঙার বা নতুনের জয় কেতনের ওড়ানোর সময় চলছিল। এর থেকে বাদ যায় নি বাংলা সাহিত্যও। সাহিত্যের শাখা অনেক বিস্তৃত, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ কি নয়। কবিতায় রাজত্ব করেছেন, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, হুমায়ূন আজাদ, শহীদ কাদরী প্রমুখ। জহির রায়হান, শহীদুল্লা কায়সার, আনোয়ার পাশা, মুনীর চৌধুরিদের অনুপস্থিতিতে বাংলা উপন্যাসকে সামনে এগিয়ে নিতে এসেছেন সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন, শওকত ওসমান, আহমদ ছফা, রাবেয়া খাতুন প্রমুখ। এখানে শুধু কয়েকটা গদ্য নিয়ে আলোচনা করবো, সাহিত্যের সব শাখা নিয়ে বিস্তারিত লিখতে গেলে একটা বড় উপন্যাসের চেয়েও বড় হয়ে যাবে লেখা।

স্বাধীনতা উত্তরকালে প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের হাত ধরে সম্ভবত প্রথম নেতিবাচক চরিত্রের নায়কের আগমন ঘটে বাংলাদেশের বাংলা সাহিত্যে। খেলারাম খেলে যাউপন্যাসের নায়ক বাবর আলী টেলিভিশনের জনপ্রিয় একজন উপস্থাপক যিনি একা থাকেন ঢাকার একটি ফ্ল্যাটে। তিনি সদ্য কৈশোরত্তীর্ণ তরুণীদের সাথে সঙ্গমে প্রবল আগ্রহ বোধ করেন। বাংলা সাহিত্যে এই উপন্যাসটিকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করা হয়েছে বরাবর কিন্তু উপন্যাসে বাবর আলীর চরিত্রের অন্যান্য দিক গুলো কেমন করেই যেনো অনেক পাঠকের দৃষ্টি এড়িয়ে গেছে। আত্মদহন, মনের গভীর গোপন দুঃখ শরীরের উত্তাপে শীতল করে বেঁচে থাকতে চাইতো বাবর আলী। এই উপন্যাসটিই সম্ভবত বাংলাদেশের পাঠককূলের দ্বারা সবচেয়ে ভুল দৃষ্টিতে মূল্যায়ন করা উপন্যাস। লেখকের নিজের ভাষাতে,
রচনার প্রায় কুড়ি বছর পরও এর জন্যে আমাকে আমার অন্যান্য রচনার চেয়ে অনেক বেশি জবাবদিহি করতে হয়।আমি খুব কম পাঠককে জানি, যিনি উপন্যাসের একেবারে শেষ বাক্যটি লক্ষ্য করেছেন। আমার বিশ্বাস, এই শেষ বাক্যটিতে দাঁড়িয়ে কেউ এ উপন্যাসের জন্যে আমাকে তিরস্কার করতে পারবেন না।
সর্বদা অস্থিরতায় ভোগা এক মানুষ বাবর, যে মাঝে-মাঝেই আক্রান্ত হয় একাকীত্বে। উপন্যাসে সেই প্রসঙ্গ বারবার ফিরে ফিরে আসে। তাকে যেন ঠিক চেনা যায় না, জগৎ যে চেনে, যার নিজস্ব কিছু দার্শনিক চিন্তা মাঝে-মাঝে চমকে দিয়ে যাচ্ছে পাঠককে। বাবর আলীর কিছু ভাবনা যা আমাকে ছুঁয়ে গেছে,
তুমি আছ অতীত ভবিষ্যতের মাঝখানে, আগেও যেখানে ছিলে, পরেও সেখানে থাকবে।
কিংবা
যা ভাল লাগে তা ধরে রাখা বোকামি। মানুষ ধরে রাখতে চায় বলেই দুঃখ পায়। আসলে সব কিছুই একটা স্রোতের মত। সুখ, ঐর্শ্বয, জীবন, আকাশ, বিশ্ব, মহাবিশ্ব, ছায়াপথ, তারকাপুঞ্জ, সব কিছু। সমস্ত কিছু মিলে আমার কাছে প্রবল শুভ্র জ্বলন্ত একটা মহাস্রোত মনে হয়। দুঃসহ কষ্ট হয় তখন। আমার জীবনে যদি একটা কোন কষ্ট থাকে তাহলে তা এই। এই মহাস্রোতের সম্মুখে আমি অসহায় তুচ্ছ, আমার অপেক্ষা সে রাখেন না। তুমি আমি এই শহর, মহানগর, সভ্যতা সব অর্থহীন বলে মনে হয়। আমি কি করলাম, তুমি কি করলে, ন্যায়-অন্যায় পাপ-পূণ্য, মনে হয় সবই এক, সব ঠিক আছে কারণ সবই কত ক্ষুদ্র।
এসব ভাবনায় কি আমরা আসলে আলাদা বাবর আলীকে দেখতে পাই না? আমরা দেখি, বাবর আলী চট্টগ্রামে দুপুরে ঘুমিয়ে তার বাবাকে স্বপ্ন দেখেছে আর রাতে ফেরার পথে বিমানে বসে রাতের ঢাকাকে ছেলেবেলার জোনাক জ্বলা বনের মতলাগছে। জোনাক জ্বলা বনআর কাজলা দিদিযেন বাঙালির শৈশব-কৈশোরের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।  উপন্যাসের শেষে দেখি বাবর জাহেদা নয় হাসনুকেই উদ্ধার করেছে। কৈশোরে বোনকে রেখে পালিয়ে আসার ফলে তার মধ্যে জন্ম নিয়েছিল সীমাহীন গ্লানি, অপরাধবোধ, যন্ত্রণা ও অনুতাপ; এসব ভুলে থাকার জন্য সে বেছে নিয়েছিল প্রতারণা ও লাম্পট্যের পথ, আর নিজের পরস্পবিরোধী এই দুটো চরিত্র তাকে করে তুলেছিলো দ্বন্দ্ব-বিক্ষুব্ধ।

চিলেকোঠার সেপাইআখতারুজ্জামান ইলিয়াসের লেখা বাংলা সাহিত্যের আর একটি মাইলফলকমেদহীন লেখা, কল্পনার রামধনুতে ভর করে হেঁটেছেন তিনি ভিন্ন পথে। রাজনৈতিক উপন্যাস লিখতে চ্যালেঞ্জ অনেক বেশি থাকে। সমসাময়িক ঘটনার বাস্তবতা আর লেখাতে যদি অমিল থাকে তাহলে সাথে সাথে পাঠকের সমালোচনার ঝড় বয়ে যায়। খেঁটে খাওয়া শ্রমিক শ্রেণি, বস্তিবাসী, গ্রামের সাধারণ মানুষরাই তার উপন্যাসের চরিত্র, কোন নামকরা, বিখ্যাত মানুষজনদের তার উপন্যাসে রাখেন নি। উপন্যাসের নায়ক আসলে উনিশো উনসত্তর সাল। এ সময়টিকে ধারণ করে আছে তৎকালীন পূর্ববাংলার ঐতিহাসিক গণজাগরণ। ইতিহাসের এ সময়কে চিত্রিত করতে আন্দোলিত সমাজের বিভিন্ন স্তর থেকে অনেক চরিত্রকে তুলে ধরেছেন লেখক। তাই সে সময়ের অনুষঙ্গ হিসেবে দুটি বিষয় এসেছে এ উপন্যাসে- মিছিল ও রাজনীতি।গল্পের প্রধান চরিত্র রঞ্জু ওরফে ওসমান, ওসমানের বন্ধু আনোয়ার আর আলতাফ। সাথে আছে রিকশা চালক খিজির। আলতাফ ডানপন্থী আর আনোয়ার বামপন্থী। এই দুই বন্ধুর কথোপকথনের মধ্যে দিয়ে লেখক সে সময়ের মানুষের দুই ধরনের রাজনৈতক চিন্তা ভাবনার সাথে আমাদেরকে বিশদ ভাবে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন। ঢাকার এক সস্তার গলিতে ওসমানের বাসা, এক অফিসের সাধারণ চাকুরে সে, তার বাড়িওয়ালা পাকিস্তনাপ্রেমী রহমতউল্লাহ। রহমতউল্লার এর কাছে ছোটবেলা থেকে বড় হয়েছে খিজির, এখন তার রিকশা চালায়, তার গ্যারাজেই থাকে। 

উপন্যাসে চারিত্রিক বৈশিষ্ট্যের দুটি প্রধান আঙ্গিক হলো ব্যক্তি ও সমষ্টি। ওসমান যে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলে, আত্মকেন্দ্রিক চরিত্রের ভেতর দিয়ে উঠে এসেছে চিলেকোঠার ব্যক্তিমানস। সমষ্টি তথা শোষিত শ্রেণির মানুষরা এসেছে মিছিলের রূপে, সংগ্রামী ঐক্যতান নিয়ে। উনিশো উনসত্তরের মিছিল বর্ণনায় লেখকের  ভাবাবেগ, বাঙালি জাতীয়তাবাদী চেতনার উৎসারণ, পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিষ্পেষণ থেকে হাজার বছরের বাঙালি অস্তিত্ব রক্ষাই ছিল এ মিছিলের মূল উদ্দেশ্য। তাইতো এ মিছিলের উত্তাপ, অস্তিত্ব-বিচ্ছিন্ন ওসমান চরিত্রটিকেও কাছে টেনে নিতে পেরেছিলো। 
পুরান ঢাকার খিস্তি খেউড় তুলে ধরা আখতারুজ্জামানের লেখনীর প্রধান বৈশিষ্ট্য। অনেক পাঠক সাবলীল এ খিস্তি খেউড়কে অশালীন বলে মন্তব্য করেন। চরিত্রকে বিশ্বাসযোগ্য ভাবে তুলে ধরতে সাবলীল ভাষার ব্যবহার আর উপমার কোন বিকল্প নেই। আর এ দু জায়গাতেই তিনি ছিলেন অনায়াস।

আবু ইসহাকের সূর্য-দীঘল বাড়ীউপন্যাসটি বাংলা সাহিত্যে দিয়েছে নতুন মাত্রা। উপন্যাসটিতে দেখানো হয়েছে মানুষের আলো-অন্ধকার পথ। কুসংস্কারের ভেতর প্রবেশ করে নগ্ন করে দেখানো হয়েছে কুসংস্কারের প্রকৃত মূর্তি। উপন্যাসের মূল বিষয়বস্তু ছিল উনিশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষ,  উনিশো সাতচল্লিশ সালের দেশভাগ, নবগঠিত পাকিস্তান নিয়ে বাংলার মানুষের আশাভঙ্গ,  গ্রামীণ সমাজের কুসংস্কার, মোড়ল শ্রেণির মানুষের ষড়যন্ত্র, সর্বোপরি গ্রামীণ নারীর জীবন সংগ্রাম ও প্রতিবাদী চেতনা। বইটি স্বাধীনতার আগের প্রকাশনা হলেও সদ্য স্বাধীন বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতির সাথে সামান্য সূতা সম পার্থক্য ছিলো না। নিতান্ত বাঁচার আশায় স্বামী পরিত্যক্ত জয়গুন এক বুক আশা ও চোখভরা স্বপ্ন নিয়ে ছেলেমেয়েকে সঙ্গে করে শহরে যায় কাজ ও খাদ্যের সন্ধানে। শহরের মজুতদারের গুদামে চালের প্রাচুর্য, হোটেলে খাবারের সমারোহ তাদের আকৃষ্ট করেছিল শহরে যেতে।  শহরের অলীক বা মিথ্যা হাতছানি তাদের শহরের বুকে ঠাঁই দেয়নি, বরং দূর করে দিয়েছে গলাধাক্কা দিয়ে। অসহায়ের সহায় তখন একমাত্র থাকে গ্রামের পরিত্যক্ত অপয়া ভিটে সূর্য-দীঘল বাড়ীজীবিকার তাগিদে সে চাল ফেরি করার কাজ নেয়। গ্রামের মাতব্বর মৌলবিরা জয়গুনকে ধর্মের শৃঙ্খলে বন্দি করতে চেয়েও পারে না বলে প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকে সবসময়। জয়গুন তোবা না করলে মৌলবী তার মেয়ের বিয়ে পড়াতে পারবে না বলে গ্রামের মাতব্বর রায় দিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে সে বলে,
তোবা আমি করতাম না। আমি কোন গোনা করি নাই। মৌলবী সাব বিয়া না পড়াইলে না পড়াউক। আমার মায়মুনের বিয়া দিমু না।
কিন্তু প্রতিবাদকণ্ঠী জয়গুনকে বাস্তবতার কাছে পরাস্ত হতে হয়। পুরুষতান্ত্রিক বলয়ের ভেতর দাঁড়িয়ে একজন প্রতিবাদী নারীকে তার মেয়ের ভবিষ্যৎ-জীবনের কথা ভেবে মিথ্যে অপবাদ গায়ে মেখে হার স্বীকার করে নিতে হয়। জয়গুন সকলের সামনে তওবা করে। এত কিছুর পরও অভাবের তাড়নায় গ্রামে আর টিকতে পারে না জয়গুন। বিভিন্ন ঘটনা পরস্পরায় আবার জয়গুনের প্রতি মমতা জাগে প্রাক্তন স্বামী করিম বকশের। জয়গুনকে রক্ষা করতে যেয়ে নিহত হয় সে সূর্য-দীঘল বাড়ীর তালগাছের তলায়। গ্রামের লোক ছুটে আসে দেখতে। সকলেইএকমত,‘সূর্য-দীঘল বাড়ীর ভূত তার গলা টিপে মেরেছে।
এ ঘটনার পর জয়গুন আর এক মুহূর্ত থাকতে চায়নি সেখানে। তার ভেতরের সকল শক্তি যেন খান খান হয়ে যায় এক দমকায়। আবার সেই অজানার পথে পা বাড়ায় জয়গুন। ছেলেমেয়ের হাত ধরে জয়গুন ও শফির মা বেড়িয়ে পড়ে। তাদের একমাত্র ভরসা এই আল্লাহর বিশাল দুনিয়ায় কোথাও না কোথাও একটু জায়গা তাদের ঠিকঠাক মিলে যাবে।
অত্যন্ত সহজ ভাষায় লেখা এই বইটি ধরে রেখেছে অনেক গভীরতা।

বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় লেখক হুয়ামূন আহমেদ। প্রথম উপন্যাসেই নজর কেড়েছিলেন সুধীজনদের।
ড. আহমদ শরীফ বলেছিলেন, “হুমায়ুন আহমেদ বয়সে তরুন, মনে প্রাচীন দ্রষ্টা, মেজাজে জীবন রসিক,স্বভাবে রূপদর্শী, যোগ্যতায় দক্ষ রূপকায়। ভবিষ্যতে তিনি বিশিষ্ট জীবনশিল্পী হবেন-এই বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করব।
আমাদের নিরাশ করেন নি তিনি। জীবন্ত কিংবদন্তি ছিলেন তিনি, তরুণ সমাজের ক্রেজ। নন্দিত নরকেঢাকার মধ্যবিত্ত জনগনের আশা, নিরাশা, প্রেম, হতাশার যেনো এক শিল্পিত প্রামান্যচিত্র। উত্তম পুরুষে লেখা এই উপন্যাসে প্রথা মেনে কোন নায়ক নায়িকা নেই। বুদ্ধিপ্রতিবন্ধী সুন্দরী মেয়ে রাবেয়া বড়, তার এক বছরের ছোট খোকা, বাবার প্রথম পক্ষের সন্তান মন্টু,আর পরিবারের সবচেয়ে ছোট কিশোরী রুনু। এছাড়া পরিবারটির সাথে থাকে ছেলে-মেয়েদের গৃহশিক্ষক মাস্টার।
একদিন চৈত্র মাসের দুপুরে রাবেয়া হারিয়ে যায়, অবশেষে মাস্টার কাকা তাকে খুঁজে  আনে, এবং বলে সে নাকি তার স্কুলের পাশে গিয়েছিলো। তার কিছুদিন পরেই রাবেয়ার প্রেগনেন্সি ধরা পড়ে। মা,খোকা সবাই রাবেয়ার কাছে জানতে চায় দুর্ঘটনার কারণ কিন্তু মানসিক ভাবে অসুস্থ রাবেয়া কিছুই বলতে পারে না,বুঝতেও পারে না।বাবা তার বিয়ে দেওয়ার চেষ্টা করলেও সফল হয় না। এর মধ্যে শারিরীক লক্ষণ ধরা পড়ে রাবেয়ার শরীরে এবং শেষে গর্ভপাত ঘটাতে গিয়ে মারা যায় সে। এই ঘটনায় মন্টু মাস্টারকে দায়ী করে ও কুপিয়ে মেরে ফেলে। আদালতের রায়ে ঠান্ডা মাথার খুনের অপরাধে মন্টুর ফাঁসি হয়।
বইয়ের শেষ লাইনগুলো, "ভোর হয়ে আসছে।দেখলাম চাঁদ ডুবে গেছে। বিস্তীর্ণ মাঠের উপরে চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎস্নাটা আর নেই।" একটি পরিবারের অসহায়ত্ব আর করুণ চিত্রের যেনো এক বিমূর্ত প্রতিচ্ছবি।

কল্পবিজ্ঞানসাহিত্যের এই ধারাটি বাংলাদেশে প্রায় উপেক্ষিত ছিলো যতদিন না মুহাম্মদ জাফর ইকবাল এসে কিশোর কিশোরীদের কথা ভাবলেন। তার লেখা অসংখ্য কল্প বৈজ্ঞানিক গল্প উপন্যাসের মধ্যে কপোট্রনিকের সুখ দুঃখবেশ জনপ্রিয়। তিনিও তার প্রথম লেখা দিয়েই পাঠক কূলের মন জয় করতে সমর্থ হন। এই গল্প গুলো লেখেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। গল্প গুলো মূলত একটি একটির সাথে যুক্ত, তাই পড়তে গেলে একটি কাহিনী বলেই মনে হয়। একজন খেয়ালি বিজ্ঞানীর নানা কর্মকান্ড নিয়ে গল্প গুলো লেখা। স্ত্রী বুলার সাথে তার প্রেম, বিয়ে আর সন্তান টোপনের জন্মের মধ্যে দিয়ে গল্প গুলো বিস্তৃত হয়েছে। সময়ানুসারে গল্প গুলো সাজানো হয়েছে বইতে। মানুষ ও রোবটের সম্পর্ক নিয়ে গল্প গুলো। সময়ের সাথে সেই সম্পর্ক জটিল থেকে জটিলতর হয়েছে। প্রমিথিউস নামে একটা রোবট তৈরি করেছিলেন। সেটি ছিল পৃথিবীর প্রথম মানবিক আবেগসম্পন্ন রোবট, কিন্তু সে নিয়ে গর্ব করার কোন সুযোগ হয় নি। রোবটটি তার স্ত্রীর প্রেমে পড়েছিল এবং হাস্যকরভাবে কপোট্রনের কন্ট্রোল টিউবে গুলি করে আত্মহত্যা করেছিল। আইজ্যাক আসিমভের তিনটি রোবোটিক্স সূত্রের কথাই সম্ভবত জাফর ইকবাল এখানে বলতে চেয়েছেন। যদিও রোবটের মানবিক ব্যবহার, সময় ভ্রমণ, কৃত্রিম বুদ্ধিমতা প্রতিটি গল্পেই বারবার উঠে এসেছে। কল্প কাহিনী ভালবাসে এমন যেকোন বয়সী পাঠককে মুগ্ধ করে রাখে এই বইটি।

উপন্যাস নয় কিন্তু বাংলাদেশকে উপস্থাপন করতে কিংবা কোন একটা নির্দিষ্ট সমাজ বা সময়কে সঠিক ভাবে ধরে রেখেছে এমন কয়েকটি বইয়ের কথা উল্লেখ না করলেই নয়। আজও বাঙালির সবচেয়ে অর্জন বলতে আমরা মুক্তিযুদ্ধকেই জানি। সেই যুদ্ধদিনের প্রতিটি উল্লেখযোগ্য ঘটনা তারিখ দিয়ে লিখে রেখেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম তার একাত্তরের দিনগুলিবইটিতে। যুদ্ধ পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে জানতে চাইলে এটি একটি দলিল হিসেবে কাজ করবে। আশির দশকের শেষ দিকটা কিংবা নব্বই এর প্রথম দিকে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীর অবস্থানের সাদা কালো দিকটা কিছুটা তুলে ধরেছে তসলিমা নাসরিনের নির্বাচিত কলামবইটি একদিকে যেমন ব্যাপক নিন্দিত হয়েছে তেমনি নন্দিত হয়েছে, সমালোচনা যতই থাকুক, একই সাথে সারসত্যও অস্বীকার করার কোন উপায় নেই। মহান মুক্তিযুদ্ধের একটি বিরাট ক্ষতিগ্রস্ত অংশ ছিলেন আমাদের বীরাঙ্গনারা। তিন লাখ বীরাঙ্গনা যেনো সমাজ থেকে এক লহমায় নাই হয়ে গেলেন। তাদের পরিবার পরিজন, সমাজ কোথাও তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া গেলো না। কোথায় গেলেন তারা, কি ঘটেছিল তাদের সাথে স্বাধীন বাংলাদেশে? নীলিমা ইব্রাহিমের, আমি বীরাঙ্গনা বলছি বইটি লিখে রেখেছে সেই দুঃখ গাঁথা।

এই লেখায় আলোচনা করা হয় নি কিন্তু অনায়াসে আলোচনা করা যায় এমন কিছু উপন্যাসের নাম উল্লেখ না করলে এই লেখাটি অসম্পূর্ণ থেকে যায়। উদাহরণস্বরূপঃ আনিসুল হকের মা, শহীদুল জহিরের সে রাতে পূর্ণিমা ছিল, নাসরীন জাহানের উড়ুক্কু, জাকির তালুকদারের মুসলমানমঙ্গল, শাহরিয়ার কবিরের একাত্তরের যীশু, মাহমুদুল হকের খেলাঘর, সেলিম আল দীনের চাকা, রিজিয়া রহমানের বং থেকে বাংলা, হুমায়ূন আজাদের শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, আহমদা ছফার আত্মজীবনীমূলক উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, হাসান আজিজুল হকের আগুনপাখি, শওকত আলীর দক্ষিণায়নের দিন, শওকত ওসমানের জননী, রশীদ করিমের আয়েশা, ফেরদৌসী প্রিয়ভাষিণীর নিন্দিত নন্দন, ইমদাদুল হক মিলনের নূরজাহান, সেলিনা হোসেনের হাঙর  নদী গ্রেনেড, আলাউদ্দিন আল আজাদের তেইশ নং চলচিত্র, আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত, রাবেয়া খাতুনের মধুমতি প্রমুখ উল্লেখযোগ্য।
08/02/2019

Monday 4 March 2019

কেইস নোটেবোমের কবিতা

জোয়ারভাটা

এ তামাদি সব আমি নিজেই ভেবেছি
এই নৃত্য এই জল
গাড়ি, আইসক্রীম

কেবল তুমি আলাদা, তোমাকে ভাবতে পারিনি। 
একদিন স্বচ্ছ সময়ে তোমার আগমন ছিল ধ্বনি,
হয়তো যেমন আমি চেয়েছিলাম, হয়তো অন্যরকম।
লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীকে তুমি
ডিমের খোলসের মতো পেছনে ফেলে গিয়েছিলে
আর এখন!
আদি পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছো,
দাঁড়িয়ে আছো।

শীতকালের প্রজাপতি তুমি।

এখন মুহূর্ত অব্দি ভাঙছে, বিরতি নিচ্ছে লাজুক
আর আমাদের খাচ্ছে
আরো নিজেকে পরিপাক করে ফেলছে মেঘ-সমান
যেন এটি সবকিছুর চেয়েও বড়।

আসলে কোনো কিছুর চেয়েই বড় নয়।
কাব্যগ্রন্থ : কবিতা পড়ার টেবিল

প্রণয়িনী হেমন্ত
ছায়াময় কুয়াশা ঘিরে আছে আজকের সন্ধ্যা
শরীর শিরশির করা মরা গাছগুলোর পেছনে চাঁদ ডুবে গেছে
এখন তো বড় রাজা এসে গেছে
একটি হেমন্ত, একটি মৃত্যু, একটি অমানবিক বিলাপন

শোনো, এই পৃথিবী ঘুরছে নিঃশ্বাস নিচ্ছে হারানোর বেদনা নিয়ে
বুকে নিঃশ্বাস আর বেদনা নিয়ে মানুষকে বাঁচিয়ে রাখছে 
গরুগুলো যেনো আরো তাজা আরো শব্দহীন হয়ে যায়
যেমন ঝিনুকগুলো, সমুদ্রের শরীরে দ্রুত বড় হয়ে ওঠে
কিংবা জীবন্মৃত হয়ে থাকা সেই মানুষগুলো,
একই সাথে বাঁচতো, একই সাথে বলতো।
কাব্যগ্রন্থ : মৃতরা চলেছে বাড়ির খোঁজে

প্রলোভন
পুঁজি কখনো আমায় ভোলেনি,
ভুলিনি আমিও পুঁজিকে,
নিঃসঙ্গ আমি, নিঃসঙ্গ কবিতাটিও,
আর সব পোকায় কাটা,
শব্দরা যেখানে মানে খুঁজে পায় সেখানে দাঁড়িয়ে আছি আমি,
বই, চিঠি, বার্তা,
আর অপেক্ষা।
অপেক্ষা করেছি আমি সারাবেলা।

আলো ও অন্ধকারের শব্দেরা,
বদলে দিয়েছে আমাকেও—আলো ও অন্ধকারে।
কবিতারা আমাকে ছুঁয়ে চলে গেছে
আর নিজেকে চিনেছি আমি।
দেখে যাই শুধুই দেখে যাই আমি।

কোনো পরিত্রাণ নেই এই আসক্তির।
এস্কাদারের কবিতারা আজও তাদের কবিকে খুঁজে বেড়ায়।
কারো পথ দেখানোর অপেক্ষায় তারা ঘুরে বেড়ায় অভিজাত
শব্দের মহলে
আর প্রত্যাশার প্রলোভন তাদের নির্ভুল।
মিলিত, কবিতা, সৃষ্টি করে
এবং অলঙ্ঘনীয় আকৃতি।

বৃষ্টির মত
বৃষ্টির স্বভাব হলো সারাবেলা গলে যেতে চাওয়া
আর চারাগুলো মাটিকে জোরে চেপে ধরে থাকতে চায়

এভাবেই ভেসে আসে সমুদ্রের নরম বাতাস
সাথে কুহেলিকা তুমি বয়ে যাও আমার তীর ধরে,
তোমার বিষণ্নতা প্রতিনিয়ত আমাকে ছুঁয়ে যাচ্ছে
ওই সেই বৃষ্টির স্বভাবমতো সারাবেলা গলে যেতে চায়।

এখন খুব আস্তে আস্তে তিক্ততা আসে, কিন্তু আসে, এবং
অবাক করা চাঁদের খেলার সাথে তারা শোভিত—
এটা আমার প্রতিদিনের মৃত্যু সুধা হয়ে আছে,
তুমি এবং আমি যেনো মৃত নাকি তারও বেশি অবসন্ন।  
কাব্যগ্রন্থ : উদাসীন কবিতাগুলো 

এমনও তো হতে পারে
এমনও তো হতে পারে
এই সকালে চাই অশ্লীল কিছু চাই কিছু নোংরামো,

ওই যে আঁকা গোলাপ
ইচ্ছের ম্যাগনাম ওপাস।

ছোটটির ইচ্ছে করে এখনও
আরো ছোট রাস্তায় বেরিয়ে পড়তে।

বড়টিকে সবাই কিনে নিতে চায়
অঢেল সব জিনিসের সাথে।

নিজেকে আটকে রাখা খুব কঠিন,
প্রজাপতি দেখলেই, বড় হয়ে যাবে আবার,

ফুলেরা যেভাবে মাটিকে উস্কানি দেয়,
আর পোকারা সাপকে।

এটাই তো ভর
থালার সমতা রক্ষা করে।

সেখানেই সকলের অস্ত্বিত্ব
সময়ের সাথে কেশ-বিন্যাস
ঈশ্বরের তৈরি করা যেনো এক ভঙ্গুর বিশ্ব।

এটাই প্রিয় বন্ধু, এটাই জীবন।
আর এই ছিলো এবং এই আছে।

#এনআনসেন্টলেটারটুমাইডিয়ারেস্টডটার

পার্ট টু
মেঘবালিকা, ও মেঘবালিকা
কত স্বপ্ন কথা ছিল তোমার সাথে
অথচ ক্লান্তিহীন পথচলা থামেনা থামেনা
বেড়ে চলে জীবনের নীরবতা
বছর ঘুরে আবার এসেছে তোমার জন্মদিন, তুমি এবারও স্কুল ট্রিপে আর আমি বসে তোমার কথা ভাবছি -----তোমাকে চিঠি লিখছি। এখনও আশা করছি, একদিন তোমার বাংলা পড়াটা ভাল হবে, তুমি এই চিঠি গুলো পড়তে পারবে।
জন্মদিন তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রায় অফিশিয়াল এজেন্ডা মেইনটেইন করো তুমি, কে কে তোমাকে উইশ করলো কিংবা করলো না, কে কে তোমাকে উপহার দিলো নাকি দিলো না। কতক্ষণে কে তোমাকে উইশ করবে তা নিয়ে মহা ব্যস্ততায় তোমার দিন যায় আর আমাকে একটু পর পর শুনতে হয়, আমি অনেক স্পেশাল, হ্যাঁ না মা? আমাকে সবাই অনেক ভালবাসে, হ্যাঁ না মা? মেয়ের উজ্জল মুখের দিকে চেয়ে সেই মুহুর্তে বলা যায় না, এই পৃথিবীর প্রতিটি বাচ্চাই তার পরিবার, নানা-নানী, দাদা-দাদী, ফুপু, মামা, খালাদের কাছে ভেরি ভেরি স্পেশাল।
ফিরে এসে মায়ের ফেসবুক চেক করবে, কে কে উইশ করে পোস্ট দিলো, কে দিলো না, কেন দিলো না, সব জানতে চাওয়া চাই। গতবারের স্ক্যানিয়ে বাবা ধরা পরলো, বাবার টাইম লাইন চেক করে অভিমানী গলায় বললো, তুমি আমার জন্মদিন নিয়ে কিছু বললে না!
রাত বারোটা বাজার দশ মিনিট আগে থেকে ফোন হাতে নিয়ে উত্তেজনায় রীতিমত কাপতে থাকে, একবার নিউইয়র্ক থেকে ফোন আসতে তিন-চার মিনিট দেরী হলো, বার বার মোবাইল দেখছে আর বলছে, হয়ত ভুলে গেছে, মা, আমি করি?

আমি আশ্বাস দিলাম, কিছুতেই ভুলতে পারে না, মনে হয় ঘড়ি স্লো, কিন্তু সে কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছে না। উইন্টার টাইমিং এর কারণে এই ফোনটাই সব চেয়ে আগে আসে। নিরুপায় হয়ে আমি বললাম, আচ্ছা আচ্ছা কর। ফোন পেয়ে বম্মা, বার বার সর‍্যি বললো। আর আমাকে বললো, বিশ্বাস করো, আমি ফোন হাতে নিয়েই ঘুরছি, বারোটা হলেই ফোন করবো, জাস্ট ভাবলাম, কথা বলতে বসার আগে একটু গুছিয়ে বসি।
লাস্ট ইয়ার স্কুল ট্রিপে হোস্ট ফ্যামিলির সাথে ছিলে, তারাও তোমার জন্মদিন সেলিব্রেট করেছে, স্কুল থেকেও তোমার জন্মদিন সেলিব্রেট হলো তারপরও কত আয়োজন তোমার। বম্মা’র হোয়টসএপ নেই আর মেঘের নেই ম্যাসেঞ্জার। হোস্ট ফ্যামিলির ওখানে বসে স্কাইপ ডাউনলোড করে বম্মাকে কল করেছো, একা ফ্ল্যাটে বম্মাকে কাঁদিয়ে ছেড়েছো তুমি।

তুমি বড় হয়ে ডাক্তার হবে না অর্থনীতিবিদ, কিংবা কেমিস্ট না সেলসে যাবে তা নিয়ে আমি ভাবি না। একটা কিছু তো হবেই, জীবন চলে যাবে। সেসব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আমি চাই পরিপূর্ণ একজন মানুষ হও। যতটা আনন্দ নিয়ে ঘুমাতে যাবে ঠিক ততোটা আনন্দ নিয়েই যেনো ঘুম থেকে জাগো। ঘুম থেকে জেগে ভোর দেখে যেনো তোমার মনে হয়, জীবনটা কত সুন্দর, বেঁচে থাকা কত মধুময়।
শুভ জন্মদিন মা। ঠিক এই উত্তেজনা, আনন্দ, পরিতৃপ্তি আর উচ্ছাস নিয়ে যেনো অনন্তকাল ঘুরে ফিরে প্রতিটি জন্মদিন তোমার জীবনে আসে বাচ্চা। হাজার বছর আয়ু হোক তোমার।

মার্ক বোঘের কবিতা

প্রতিদিনের করণীয়

আমি যে ভাস্কর্য হয়ে উঠেছি
তাকে প্রতিদিন সাজিয়ে রাখি:
জীবনকে আড়াল করে
পান করি আকণ্ঠ।

কফি থেকে শুরু করে
আগের দিনের যত পরিকল্পনা
ভেঙে চূর্ণ করি সবই
আবার অবিশ্বাসকে রাখি ঝুলিয়ে

আমি নিজেকে তোমার বিশৃঙ্খলায় সঁপে দিই
তোমার দুই চোখ
আমাকে এখনো ভাবে অপরিচিত

এখনো বেঁচে আছে সময়ের পূর্ণতা নিয়ে
তোমার আয়নায় আবারো আসবে হাজার সম্ভাবনা নিয়ে
আমি ঠিক জানি না
কিসে তুমি বিশ্বাস করো

তোমার প্রতিদিনের শিল্প দেখে যাই
আর কী অজুহাতে
তুমিও হয়েছো পাকা কারিগর

সেদিনের সন্ধ্যা থেকে মৃত আমরা
ভান করে পড়ে থাকি জীর্ণ বিছানায়
খুব চুপচাপ শুয়ে থাকার প্রতারণা করে চলি
কাব্যগ্রন্থ : প্রেমের সেই দিনগুলো

কুড়েমি
ঈশ্বরের মতো কুঠার চালিয়ে কুড়েমি-নাটক চলে
যেনো সময় সানন্দে ফুরায়—গান শুনে।

ধীরে তালে যা করেছি অস্বীকার—
প্রায় নিঃশব্দে ওই সুরের সৃষ্টি।

আমরা কী করতে পারি:
বারবার গোঙানি
কেউ ফিরেও তাকায় না
রুখে দিতে পারি সব বিহ্বল প্রতিবাদে— 
সবকিছু পেছনে থাকে পড়ে

কুড়েমি তার অস্পষ্ট গান গায়, আর
অসহ্য নীরবতা হাওয়ায় মিলায়

না, গানও লাগছে না ভালো!
সৌন্দর্য-পিপাসা আরো বেশি
দখলে নিয়েছে অনিচ্ছুক সত্তা—
পড়ে যাচ্ছি সময়ের মতো
কাব্যগ্রন্থ : কোথাও যেনো কিছু ঘটেছে

প্রণয়
আকাশ শুয়ে আছে মাটিতে
ওই দূরে, অদৃশ্য আর দৃঢ়

তুমি সেজেছো তোমার চুলেরই রঙে
তোমার চোখ, পোশাক আর কণ্ঠও তাই
দেবী তুমি
নিজেকে বিলিয়ে মরি
শিহরনে।

হয়ত তুমি অনন্যা
ক্ষমাহীন অধরা তুমি
যদি আমি পাখি হতাম

আমাকে চূর্ণ করে দেয়
তোমার স্পষ্টতা
বিশ্বাসের মতো
আমি তোমাকে দেখি আর
কেঁপে কেঁপে উঠি

তুমি বলো, আমি আছি নিশ্চুপ
গ্রহণ করো আমার কঠোরতা
গ্রহণ করো আমার স্থবিরতা
গ্রহণ করো আমার ভালোবাসা।


কাব্যগ্রন্থ : মহৎ শব্দের বিশ্বকোষ থেকে।

ঈশ্বর ও বালিকা

http://www.bhorerkagoj.com/print-edition/2019/01/18/232218.php?fbclid=IwAR0bylHUCuN8_d30HBsvVsKE1va39FSVhAWSopvMCPeKwz8U1D2HvP4nOkc

প্রতিদিনের মতো প্রাতঃ ভ্রমণে বেড়িয়েছে ঈশ্বর

স্ক্যান্ডেনেভিয়ান বিষাদ চোখে নিয়ে ছিপছিপে তরুণীটি আজও তীর ঘেঁষে বসা

আনমনা হয়ে কখনো ফিরে না আসা ঢেউয়ের চলে যাওয়া দেখছে

হরিণ ডাগর চোখ আর্দ্র কিন্তু দৃষ্টি নক্ষত্র স্থির।

চলে যেতে গিয়েও কি ভেবে যেন ঈশ্বর এগিয়ে এলো

স্পঞ্জ নরম রসগোল্লা গলায় ডাকলো, “বালিকা”

ঈশ্বরের গলার তুষার কোমলতায় সমুদ্র উত্থলিত হলো হৃদয়ে

ভীত কাকাতুয়া বালিকা তবুও এক পা এগোয় দু’পা পেছোয়

হিমালয় অটল ঈশ্বর নিজেই আরও দু’পা সামনে এগুলো

মাথায় হাত রেখে বললো, পরিপূর্ণতা তো দিয়েছি তোকে

তবে কোন সে ছোবলে তুই সারাবেলা নীল!

নিজেকে বাঁধলো না বালিকা কাঁটাতারে

ঈশ্বরের দিগন্ত উদাত্ত বুকে ঝাঁপিয়ে পড়ে বললো, কাকে বলে পরিপূর্ণতা?

আবেগি বালিকার ক্যাটারিনার টাল সামলাতে ঈশ্বর এখন টালমাটাল

“পাগলী তোমার জন্যে” মতো কাব্য করবে সেই জয় কই আমার

ময়ূর বর্ষা রাতে পিঠে পিঠ ঠেকাবো, আঙুলে আঙুল ঢুকিয়ে সুরে হারাবো, কোথায় পাবো আমার অনুপমকে

গলায় দু’পা জড়িয়ে চাঁদের আলোয় সমুদ্রের বালুকায় বুনো আদিম খেলায় মাতবো,

সেই বুনো সাঁওতালি প্রেমিক কি দিয়েছো আমায় ঈশ্বর!

লোভী ঈশ্বর পায়ে পায়ে এগিয়ে এসে ক্ষীণ ক’টি বালিকাকে তুলে ধরে

ঈশ্বরের কামুক স্পর্শে জ্বলে গেলো বালিকার তুন্দ্রা শরীর

ঈশ্বরের এক চুমুতে সে ভেজে

দ্বিতীয় চুমুতে অঝোর বৃষ্টি

আর তৃতীয় চুমুতে সর্বনাশা বন্যা

আজানু সমর্পিত বালিকা ঈশ্বরের মুখে মুখে ঢুকিয়ে জিহ্বা দিয়ে গলা হৃদয় স্পর্শ করতে চাইলো

প্রকৃতি কম্পিত হলো বীণার ঝংকারে, “খোদার কসম জান, ভালবেসেছি তোমায়”

নীলকণ্ঠ পান করে আকাশ স্থির হয়ে গেলো বালিকা

অতোটুকু ভাবেনি ঈশ্বর, স্থানু দাঁড়িয়ে আছে শ্বেতশুভ্র আল্পস হয়ে, ভেনিস বালিকা কোলে।