Thursday 12 March 2015

দীর্ঘ নীরবতা ............ দ্যা লং সাইলেন্স



নীরবতা স্বস্ত্বি আনে তাই নীরব থাকা শ্রেয় ... নিজেকে রক্ষা করো মোর প্রিয়
এর অন্য নাম কী কষ্ট
সমাজের দৃষ্টিতে যখন হতে না চাই নষ্ট
দোষ ত্রুটি এড়িয়ে যেতে চাই
নিজের অনুভূতি লুকিয়ে বেড়াই
নাকি এই নীরবতা নিরর্থক!
যখন মন চায় আলো
তখন লেখালেখিই কী ভাল?
নিঃশ্চুপ থাকলে মেঘ আপনি কেটে যায়
কিন্তু যার কারণে এই দশা সেকী জানতে তা পায়
যা হয় সব ভালোর জন্যে
ভাগ্যের কথা চিরকালই মান্য
আমি বলতে চাই না আমরা কাছাকাছি আসছি
হেরে যেতে চাই না এই খেলায়।
নীরবতার আর এক নাম কিন্তু দ্বন্দ্ব
এই সম্পর্ক কী খুব কিছু মন্দ?
নাকি নীরবে সব সয়ে যাওয়া
কখনো অভিমানের হাওয়া,
নীরবতার এক নাম কখনো হার না মানা
কখনো নিঃশ্চুপ থেকে যুদ্ধে ইতি টানা  


 মূল কবিতাঃ

Silence is golden so is silence, a way to prevent been drained ,
another name of pain,
another way of not being someone to blame,
a way of preventing committing a sin,
a way of signaling your feelings
but then silence is lame,
cause silence doesnt enforce,
better to keep writing another prose,
Silence is the way to keep things smooth,
not to gesture to whatever you choose,
we're going great,
i'll just follow fate,
we're winning, i dont speak much cause
i dont want us to loose.
Silence another name for confusion,
another way of dillusion,
another way for bearing,
sometimes another way of raging,
silence another name for rising,
sometimes another way of compromising.

ভাষান্তর ঃ 

তানবীরা
১১/০৩/২০১৫







No comments:

Post a Comment