Monday 10 August 2015

বাবা বলে দিলো



বাবা বলে দিলো
আর কোনদিন লেখালেখি করো না
প্রাণে বেঁচে থাকো
সন্তানের কি কোন হয় তুলনা?

লেখাপড়া যদি পৃথিবীতে নাই থাকতো
কলম্বাস কি করে আমেরিকা খুঁজে পেতো
যে মানুষগুলো একাত্তরে মারা গিয়েছিলো
তাদের নিয়ে কেন তবে এতো লেখালেখি হলো?

চিরদিন কেন তবে জেনে এলাম
জ্ঞানের চেয়ে বেশী কিছুর নেই কোন দাম।

দরিদ্র কৃষকেরা কেন বারে বারে
সন্তানকে পাঠায় জ্ঞান অর্জনের তরে?

প্রতিদিন বিদ্যালয়ের দ্বারে দ্বারে
নিত্য নতুন দিশা হাত তবে নাড়ে?

বিজ্ঞান, গবেষনা, যুক্তি যদি থেমে থাকে
জেনে রেখো আটকে রেখেছো নিজেকেই বাঁকে
সব গবেষক যদি পিছিয়ে যায় কাল
এই বিশ্বে আমরা লাড্ডু থাকবো চিরকাল।


 https://www.youtube.com/watch?v=cDo8cQKgFEY






No comments:

Post a Comment