Monday 4 March 2019

ইনবক্স সমাচার


আচ্ছা, ইনবক্স কত প্রকার?

প্রবাসী ইনবক্সঃ আপু দেশটা কেমন, পড়তে আসতে চাই, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করিয়ে দেন, চাকুরী পাওয়া যাবে, কাজের সুবিধা কেমন? ভিসা পেতে হলে কি করতে হবে, কতদিনে পাসপোর্ট পাওয়া যায় ইত্যাদি। কিংবা খুব অসুবিধায় আছি, কিছু টাকা পাঠাতে পারেন, দ্রুতই ফেরত দিয়ে দেবো

কাজের ইনবক্সঃ লেখা ছাপা হয়েছে, লেখা ছাপা হয় নি। আপু, আমার এই লেখাটা পড়ে আপনার মতামত দেবেন, প্লিজ। আপনার লেখাটা কি আমাদের সাইটে দিতে পারি কিংবা দিয়েছি এই যে লিঙ্ক। আমরা নতুন একটা পত্রিকা বের করছি, আপনার একটা লেখা চাই। শীতার্তদের সাহায্য করবো কিংবা বন্যা দুর্গতদের, আশাকরি আপনি পাশে থাকবেন ইত্যাদি

ফরোয়ার্ড ইনবক্সঃ বিভিন্ন ধরনের ভিডিও, মীম, কালী মাতা আজও জাগ্রত কিংবা এই দোয়াটি ত্রিশ জনকে না পাঠালে কালই আপনি চাকুরীচ্যুত হবেন ইত্যাদি। উত্তেজিত জনতা সাধারণত দেখা যায়, সামাজিক দায় থেকে, নিজের ইনবক্সে আসা মাত্র খুলে না দেখেই অন্যকে ফরোয়ার্ড করে দেয়

আবদারী ইনবক্সঃ ওয়ালে একটা কবিতা দিয়েছি আপু, একটা কমেন্ট করেন। নতুন ব্যবসা খুলেছি আপু, আপনার সহযোগিতা চাই। আমার এই লেখাটা কিংবা ড্রেসের পেইজটা আপনার ওয়ালে শেয়ার করেন

কৌতুহলী ইনবক্সঃ কেমন আছেন? কোথায় থাকেন? কি করেন? কি পড়েন? কিসে আছেন?

পারিবারিক ইনবক্সঃ এইটা কি ব্লাউজ পরছো! ক্ষ্যাতের চূড়ান্ত, তোমার রুচি এমন ডাউনগ্রেড হইছে! চুল আঁচরাও নাই ক্যান? আর হাতে ঐটা কি? কে দিছে তোমারে এসব?

সামাজিক ইনবক্সঃ আপু, ঐ উইকএন্ডে ফ্রী আছেন, বাসায় একটা গেটটুগেদার এরেঞ্জ করবো ভাবছি, কিংবা ভর্তা বানাবো নইলে হালিম, চলে আসেন। আফসোস এই ইনবক্সটা সবচেয়ে প্রার্থিত আর সবচেয়ে কম আসে। মাইনষের মনে মহব্বত কমে গেছে। কেয়ামতের আর দেরি নাই। আবার কিছু কিছু থাকে, অনুষ্ঠান করছি, আপনাদের উপস্থিত একান্ত কাম্য

খোঁজ খবর ইনবক্সঃ আপনি তো খবর লন না, কিংবা আপনের কুনু খবর নাই, দিনকাল কেমন যাইতেছে, দেশে আইবেন কবে ইত্যাদি ইত্যাদি

কূটনামি ইনবক্সঃ টাইমলাইনে লেখা পোস্ট করলে তাতে কেউ কমেন্ট করলে ইনবক্সে এসে অন্যজন বলে যাবে, ফেসবুকে বড় বড় কথা বলে, চিনি তো ওদের পরিবারসুদ্ধ। বাবা ঘুষ খেতো, বোনের এই হয়েছে, ভাইয়ের ঐ হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি

পরামর্শ ইনবক্সঃ আপু আপনার লেখাটা পড়লাম। আপনাকে আমার কেনো যেনো খুব আপন মনে হয়। আপনি যে ঘটনাটা লিখেছেন, সেরকম আমার সাথেও হয়েছে, আপু, কি করতে পারি, ওর সাথে কথা বলেছিলাম, সে ওটা পরামর্শ দিয়েছে কিন্তু ওটা করলে তো সেটা হবে ইত্যাদি ইত্যাদি

লেখার রিভিউ ইনবক্সঃ লেখাটা পড়লাম আপু। এত সত্যি কথা কি করে লেখেন আপনি। আমি আপনার লেখার বিরাট ভক্ত আপু। প্রতিটি লেখাই এত বাস্তব। এ বছর কোনো বই আসবে আপু? আমাকে বলবেন, আমি কিনবো, সবাইকে কিনতেও বলবো

হুমকি ইনবক্সঃ ঐটা কি লিখছেন, ডিলিট করেন নইলে ----------

প্রেম-ভালবাসামূলক ইনবক্সঃ আপনার প্রোফাইল পিকচারটা খুব সুন্দর। কিংবা আপনার হাসিটা খুব জীবন্ত, খুব মিষ্টি ইত্যাদি ইত্যাদি। এই লাইনে কথাবার্তা কিছুক্ষণ চালাইলে অন্য লাইনে যেতে পারে

*** এটা একটা স্যাটায়ার পোস্ট, প্লিজ ডু নট টেক ইট পার্সোন্যালি*** 



No comments:

Post a Comment