Wednesday 25 June 2014

তুমি আর আমি





আমায় পড়বে মনে
অনেক খেলার বেলায়
অনেক কথার মালায়
কারণে কিংবা অকারণে।

অনেক হাসি-কান্না
রেখে গেলাম জমা
অনেক দুঃখ অন্যায়
করে দিও ক্ষমা।

অলস দুপুর ক্ষণে
ক্লান্ত তুমি শুয়ে
সুর তান বাজবে
একলা ঘরের কোনে।

বৃষ্টির ধারাপাতে
গনগনে রোদে ছাঁদে
তারাজ্বলা আকাশে
আমার গন্ধ মাখা সে।


যতো দূরে রই
পাবে আমার ছোঁয়া
অভিমান ভালবাসা
অশ্রুজলে ধোঁয়া।  


 ২৬/০৬/২০১৪




2 comments:

  1. সুজন ভৌমিক11 July 2014 at 03:10

    অসাধারণ...

    ReplyDelete
  2. আমি আপনার কবিতার একনিষ্ঠ ভক্ত...

    ReplyDelete