Tuesday, 14 March 2017

তোলা থাক কিছুটা সময় ..... ওসব উচিৎ অনুচিৎ..

কে তুমি?
ভয়াবহ শুদ্ধ সুন্দরেররূপ ধরে!
বরং এক চিলতে নেমে এসো অল্পকরে
অবান্তর আনন্দের অশোভনতায়
যেমন মাঝেমধ্যে শীতে গরম নেমে আসে
আর গ্রীষ্মে নেমে আসে শীত.......
তোলা থাক কিছুটা সময়
ওসব উচিৎ অনুচিৎ.......

১৫/০৩/২০১৭ 

No comments:

Post a Comment