Thursday 9 November 2017

বাংলাদেশ জাতীয়তাবাদী মুসলিম ক্রিকেট দল

যদিও “মাশরাফি-শুভাশীস” প্রসঙ্গে কেউ আমার মতামত চায় নাই তথাপি একজন একনিষ্ঠ, কর্মঠ, দায়িত্বশীল, নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ ফেসবুকার হিসেবে আমি এই “জাতীয় ইস্যু”তে আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না  

বাংলাদেশ দুটি ক্রিকেট দল থাকা দরকার ঃ ক) বাংলাদেশ জাতীয়তাবাদী মুসলিম ক্রিকেট দল খ) বাংলাদেশ অ-জাতীয়তাবাদী হিন্দু-খ্রীস্টান-বৌদ্ধ-আদিবাসী ক্রিকেট দল (নন মুসলিম’রা নিজেদের যতই বাংলাদেশি বলে ভাবুক না কেন, মুমিন’রা তা যেহেতু মানতে নারাজ, তাই “গায়ে মানে না আপনি মোড়ল” সাজা’র কোন দরকার নেই, অ-জাতীয়তাবাদীই তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুসলিম ক্রিকেট দলঃ বলা বাহুল্য, তারা ক্রিকেট সমাজের দন্ডমুন্ডের কর্তা থাকবে। তারা গালি দিবে, তারা ক্ষমা চেয়ে ভিডিও আপ করবে, তারা মহান। তারা খেলার মাঠের উত্তেজনা, স্ট্রেস, অভিব্যক্তি, আনন্দ সব কিছু করতেই পারমিটেড। এমনকি সুবিধা বুঝলে ম্যাচ ফিক্সিং ও।

বাংলাদেশ অ-জাতীয়তাবাদী হিন্দু-খ্রীস্টান-বৌদ্ধ-আদিবাসী ক্রিকেট দলঃ তোমরা যে বাপু জন্মের পর থেকে হাড্ডি আস্ত রেখে স্কুল-কলেজ পাড়ি দিতে পেরেছো এটাই বেশি। আবার ক্রিকেট কিসের, শুনি? ক্রিকেট খেলায় যে তোমাদেরকে নেয়, সেটাই তোমাদের চৌদ্দ পুরুষের ভাগ্য। মাঠে নিজের উত্তেজনা, স্ট্রেস, রাগ, কষ্ট, কান্না সব চেপে রেখো। নইলে বাগে পেলে কুপিয়ে ভিটেয় ঘু ঘু চড়িয়ে দেবে বাছারা। যতই জান দিয়ে “বাংলাদেশে”র হয়ে খেলো না কেন, বাংলাদেশ তোমাদের না, এ দেশ শুধু মুমিনদের। মুমিন’রা ক্রিকেট ম্যাচ ফিক্স করেও এত গালি খায় না যত তোমরা কোন খেলায় একটা ক্যাচ মিস করে খাও।

খেলার মাঠে খেলোয়ারদের মধ্যে মারামারি, হাতাহাতি, উত্তেজনা চিরন্তন ব্যাপার। বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট, অলিম্পিক কোথায় না থাকে সে সব?  হাজার হাজার ক্যামেরার সামনে মা-বোন তুলে গালি, অশ্লীল অঙ্গভঙ্গি কি না হয়? কিন্তু ধর্মের ভিত্তিতে গালাগালি শুধু বাংলাদেশেই সম্ভব।


তাই বলি, শুধু ক্রিকেট কেন? সর্বক্ষেত্রেই এই বিভাজন অফিসিয়ালি ঘোষনা করে মেনে চলা হোক।

http://seralekha.com/news/-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%A6%E0%A6%B2-!-

09/11/2017  

No comments:

Post a Comment