Tuesday 21 November 2017

মনামি

এখানে জয় পরাজয়ের কিছু নেই
আছে পাশাপাশি চলা
হাতে হাত রাখা
আর ভালবাসা।
আছে কিছু চাওয়া পাওয়া
ভুল বোঝাবুঝি
অশ্রু হতাশা
আর কিছু প্রেম।
আছে ধুন্ধুমার ঝগড়া চ্যাঁচাম্যাচি
আক্রমন প্রতিআক্রমন
ভুলে যাওয়া জমা রাখা
ক্লান্তি আর ক্লেদ।
আছে কিছু বৃষ্টি আর রোদ
হাওয়া আর মেঘ
জেনে রেখো
তবুও হবে না বিচ্ছেদ।




তানবীরা তালুকদার এর অপ্রকাশিত কাব্যগ্রন্থ “তোর পিঠে আমার কিল, শালা” থেকে একটি ভ্যা-ডে কবিতা
খুব ব্যস্ত আছিস অন্য কোন কাজে
ভাবছি আমি তবুও রয়েছি তোর মনের মাঝে
কিংবা এলোমেলো করছিস কিছু আমায় আড়ালে রেখে 
ভেবে নিচ্ছি ক্লান্ত তুই ঘুমোচ্ছিস নাক ডেকে।

লিখছিস কিছু ফালতু স্ট্যাটাস দিয়ে আমায় ফাঁকি
চুপিচুপি দিচ্ছি তোর ঘাড়ের পেছন উঁকি
করিস যদি তালবাহানা ফোনের চার্জ নিয়ে
রইবো আমি লুকিয়ে দূরে তোকে আড়ি দিয়ে।
না ছুঁয়েও ছুঁয়ে থাকা এই তো প্রেমের খেলা
যেতে চাইলেও যায় না যাওয়া ফেলে একলা।

No comments:

Post a Comment