Thursday 4 June 2020

প্রাপক: জাস্টিন ট্রুডো (প্রিয়তমেষু)

প্রতিদিন কি ভাল হতে ইচ্ছে করে! থাকে না কিছুদিন, যেদিন কোন কাজে মন লাগে না। মেইল ভর্তি কিউরি থাকে, প্রশ্ন থাকে, ইস্যুস থাকে, খুলে পড়তে ইচ্ছে করে না, মনে হয়, মরুক সব, আমার কি। টিম মিটিং এর সব আপডেট কানের এপাশ থেকে ওপাশে ঘুরে যায়, কানে ঢোকে না, এটেনশান থাকে না, মাঝে মাঝে বস জিজ্ঞাসাও করে, আর ইউ দেয়ার!
কোন কিছু ভাল লাগে না, ক্লান্ত লাগে। কাজ করতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, বই পড়তে ইচ্ছে করে না, মা হতে ইচ্ছে করে না। সবকিছু ছেড়ে অচেনা অসীমে হারিয়ে যেতে ইচ্ছে করে, দুষ্ট হতে ইচ্ছে করে, স্বার্থপর হতে ইচ্ছে করে। কিন্তু হারাবো কোথায়! না, সেটাও জানি না। ইচ্ছেরাও তো ডানা মেলে ওড়া ভুলে গেছে।
শুক্রবার সপ্তাহের সবচেয়ে বেঈমান দিন, সিভিয়ার কনসেনট্রেশান প্রবলেম। সামনের দুদিন শনিবার-রবিবার এটাই কি এই চিত্ত চাঞ্চল্যের কারণ? সামনের আশাই মনের পেন্ডুলাম দুলিয়ে দেয়।
যেসব কথার কোন মানে হয় না, অর্থহীন সেসব কথা জড়ো করে বিশাল লম্বা একটা চিঠি লিখে ফেলতে ইচ্ছে করে না? মাঝে মাঝে সত্যিই করে না?
"এই বাস স্টপ, কেউ নেই, তুই ভেসে আসা গান
দলছুট পাখিদের, তুই হলি খোলা আসমান"

No comments:

Post a Comment