Wednesday, 22 April 2015

স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে বৈশাখ উদযাপন নয়
স্বাধীনতা মানে রমনা টিএসসি নয়
স্বাধীনতা মানে নাভির নীচে শাড়ি পড়া নয়
স্বাধীনতা মানে বেপর্দা নয়
স্বাধীনতা  মানে প্রেমিকের জন্যে অপেক্ষা নয়
স্বাধীনতা মানে ভাই সন্তানের সাথে ঘুরতে বেরোনো নয়
স্বাধীনতা মানে কপালে টিপ পরা নয়
স্বাধীনতা মানে অসাবধানে ওড়না সরে যাওয়া নয়
স্বাধীনতা মানে হাত ভর্তি কাঁচের চুড়ি নয়
স্বাধীনতা মানে মন ভর্তি আতঙ্ক আর এক রাশ ভয়

স্বাধীনতা মানে অবিশ্বাস করতে শেখা
স্বাধীনতা মানে মানুষ নয় পুরুষ চেনা
স্বাধীনতা মানে 'বিধর্মী নারী গনিমতের মাল' জানা
স্বাধীনতা মানে ধর্মের নাম নিয়ে পশুপ্রবৃত্তি চাড়া দেয়া (jabin)

স্বাধীনতা মানে ছাত্রলীগ
স্বাধীনতা মানে শামীম ওসমান
স্বাধীনতা মানে পদ্মা সেতু
শফী হুজুরের হাতে অভিজিতের প্রাণ (me)

তানবীরা
২০/০৪/২০১৫
No comments:

Post a Comment