Friday, 17 April 2015

সেকাল - একাল

পাহাড় কিনবে এট্টা?
চুড়োয় বাড়ি হবে পাইন আর বার্চগাছের মাঝখানে?
একটা ছোটো ঝর্না থাকবে যেটায় নাইবো সব দিনেরাতে?
পূর্ণিমায় সেখানে রুপোলি ফিতে ঝলমলাবে আর পশুরা আসবে জল খেতে?
ফুলবাগানে নানা রকমের পাখি আসবে, তাদের গানে মুখর থাকবে নীরবতা।
একটা উঁচু ওয়চটাওয়ার থাকবে, তাতে চড়ে অনেক দূর অবদি দেখবো?
নানা রঙের তক্তার জোড়াতালি দেয়া ঘর হবে বাচ্চাদের। ট্রি টপ হাউজ।

********


পাহাড় কিনবো, খুউউউব বড় একটা
সেখানেতে প্রচুর কাঠের জন্যে গাছ লাগাবো, কিছু সব্জি আর ফলও সাথে
একটা ওয়াটার পাম্প লাগবে, পানির সুবন্দোবস্ত করতে হবে
সিকিউরিটি রাখতে লাগবে, পূর্নিমা অমাবস্যায় যেনো
কোন পাহাড়িও কাছে ঘেঁষতে না পারে আমাদের পাহাড়ের
পাখিও যেনো কিছু খেতে না পারে, নিছদ্র ভাবে ঢেকে দিতে হবে সব
বন্দুকওয়ালা ওয়াচম্যান হলে সবচেয়ে ভাল হয়
তার থেকে যা আসবে তা দিয়ে প্রতি বছর আমাদের
বাচ্চাদের নিয়ে একটি রঙীন ফরেন  ট্যুর হয়ে যাবে।
১৮/০৪/২০১৫No comments:

Post a Comment