Sunday 3 December 2017

কি কথা সে রেখে যায়

নরম কমলা রোদ হেমন্তে জানালা গলে ঢল নামল মাখন 
চঞ্চল বাতাসের ছায়া পর্দা হয়ে বিছানার চাদরের নাক ছুঁয়ে দিলো 
চোখের পাতায় যেন মেক-আপের ব্রাশ রেণু বিকেল রেণু প্রজাপতি। 
আলসেমী জড়িয়ে থাকো, এলেমেলো মাখো
নতুন প্রবল সকাল ফোন পাশ বিছানায় রাখো
বাজলো মেসেজে টিং, তোর সাথে কথা আছে নেস্টিং ডোভ
মেসেজের মন-সুর ঘর হারিয়ে পাখি হয়ে উড়ল
প্রতীক্ষায় ভ্যানিলা সকাল চকলেট দুপুরে থাকল
রঙের দুপুর গড়াল টিরামিস্যু বিকেল।
টোমপুস হেমন্ত কোকোনাট বাটার শীতে
আর শীত লেমন বসন্তে মোবাইলে ভরা ক্যানিয়নের নিস্তব্ধ,
হয়ত সে ভুলে গেছে অলুক্ষণে ব্যস্ততায় হয়ত সময় নেই,
ব্যস্ত সে অবিরাম বা বাসি ডাল ভাত ভেবে প্রয়োজন মনে করেনি
ভেবে পার করে সে সোনার কাঠি রুপোর কাঠি দিন রজনী।



01/12/2017

No comments:

Post a Comment