G – O – A – T মানে ছাগু। ছাগু করে নাদু তাতে উৎপন্ন হয় ছাগুনয়া। কিছু কিছু ছাগু আছে যাদের পক্ষে কোনটা চুল আর কোনটা বাল তা আলাদা করা অসম্ভব। কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রী পকেটে রেখে, সওদাগরি অফিসের নরম গদি গরম করে, মোটা মাইনেতে নিজে ও পরিবারকে তাজা করে ভাবে, আমি বুঝি না বা জানি না পিরথিমিতে এমন কিছু আবার আছে নাকি? ছাগু যতো না তার নাদির গন্ধে মুগ্ধ তার চাইতে তার পরিবার আরো বেশি মুগ্ধ। ভাবে, ওগো মোর ছাগু, কি সুবাসিত তোমার হাগু। কিন্তু তাতে যে পিরথিমির পরিবেশ খারাপ হচ্ছে সেটা বোঝার মতো অনুভূতি তাদেরকে দিয়ে প্রকৃতি তাদেরকে পিরথিমিতে পাঠায় নাই। তারা আসে তাদের ছাগুত্ব দিয়ে পৃথিবীর গড়া জিনিসকে নষ্ট করতে। ছাগুনয়া জিন্দাবাদ। ছাগু ও ছাগুত্ব অমর হোক।
তানবীরা
২২.১০.২০১১
No comments:
Post a Comment