Thursday 28 December 2017

যায়ে তো কাহা যায়ে

নিউজফীডে বার বার এক কিশোর আর কিশোরীর মুখ ভেসে আসছে। গৃহভৃত্য হিসেবে কৈশোরে প্রাণ দিলো এই বেচারী বালকটি। জীবন কি, পৃথিবী কি জানার আগেই চির বিদায়। মানুষের জীবন এত সস্তা! হবে হয়ত। একশ একটি দোরা’র কারণে মৃত্যু হয়েছে এই বালিকা’র। নিতান্তই বালিকা, আহারে।

আচ্ছা, ভারতীয় উপমহাদেশের পরিবার গুলো যদি তাদের নিজেদের মেয়েদের পাশে দাঁড়াত তাহলে পারিবারিক নির্যাতন কোন পর্যায়ে থাকত? ছেলেরা যেহেতু জানেই, একবার বিয়ে করে নিয়ে এলে কেউ ধরতে আসবে না, বলতে আসবে না, সামাজিক এবং ধার্মিক পদ মর্যাদায় তারা তাদের স্ত্রীদের প্রভু, তাহলে পছন্দ না হলে কিংবা ইচ্ছে হলে স্ত্রীকে যে কোন ধরনের শাসনে বাধা কোথায়? প্রতি বছর কত মেয়ে মারা যায় নির্যাতনের শিকার হয়ে? কত মেয়ে আত্মহত্যা করে?

শিক্ষিত, অর্থনৈতিক ভাবে স্বচ্ছল, ক্ষমতাশীল, সচেতন কোন পরিবারটি তাদের মেয়ের পাশে দাঁড়ায়? টেলিফোন করে কাঁদতে কাঁদতে যখন মেয়ে বলে, বাবা, আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে, তাও বাবা কি নিতে আসে? কত হাজার বছর ধরে কত মেয়ে তার বাবাকে, ভাইকে আর্তনাদ জানিয়ে আসছে সমাজে নিজেদের প্রতিষ্ঠা ধরে রাখতে এবং পূন্য লাভের উদ্দেশ্যে সহমরনেপাঠিয়ে দেয়া সংস্কৃতির মানুষ তো আদতে আমরা, মেয়েরা কি শুধু শাশুড়ি, ননদের হাতেই পুড়েছে, বাবা – ভাইদের হাতে কি পোড়েনি?  মেয়েরা কোথায় না বলির শিকার, কার কাছে না উটকো ঝামেলা? কে চায় সেধে কাধে দায় নিতে?

যে মেয়ে গুলো বিভিন্ন কারণে পারিবারিক ভাবে নির্যাতিত হয়ে হাসপাতাল বা পুলিশ পর্যন্ত যায় তাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, পরিবার জানতো, জেনেই মরতে ছেড়ে দিয়ে রেখেছিল। অর্তকিতে ঘটে যাওয়া কোন দুর্ঘটনা নয় এগুলো। মরে গেলে তখন পুলিশ, মামলা কিন্তু বেঁচে থাকতে মেয়ে’র পাশে নেই। আত্মজার কান্না, আত্মজার যন্ত্রণা কত সহজেই উপেক্ষা করা যায় নিজের বাবা মায়েরই যেহেতু মন গলে না, অন্যের মা-বাবার কাছ থেকে সহানুভূতি পাওয়ার আশা তো বাতুলতা মাত্র কি অদ্ভূত সেলুকাস এই পৃথিবী, কি বিচিত্র এর মানুষেরা। রাষ্ট্র নির্লিপ্ত, নির্লিপ্ত পরিবারও, যাবে তো কোথায় যাবে। ঠোঁটে হাসির ক্যামোফ্ল্যাজ ধরে রেখে, কষ্টের দাগ লুকাবে। তারপর একদিন নিউজফীডে চেহারা আসবে ........................

১৮/১২/২০১৭


Monday 18 December 2017

এন আনসেন্ট লেটার টু মাই ডিয়ারেস্ট ডটার

গুনে দেখলাম, এটা তোমার তৃতীয় জন্মদিন যে দিনটিতে তুমি আমি এক সাথে নেই, সামনে হয়ত আরও অনেক বেশী হবে তুমি বন্ধুদের সাথে স্টাডি ট্যুরের আনন্দে আছো আর আমি আছি তোমার প্রতীক্ষায় ………………

এই দিনটি যতটা তোমার প্রিয়, ঠিক ততোটাই আমারও প্রিয় তুমি অনেকভাবে সেলিব্রেট করতে ভালবাস, আমিও যদিও আমি তোমাকে কথা শোনানোর ওপরে থাকি, এত টাকা খরচ হচ্ছে তোমার জন্যে, এতো কাজ করতে হচ্ছে তোমার জন্যে ইত্যাদি ইত্যাদি কথা না শুনলে ভয়ও দেখাই, পার্টি ক্যান্সেল। এখন তুমি একটু বড় হয়েছো, আর ভয় পাও না, তুমি জেনে গেছো মা এসব কিছুই মীন করে না, তুমিও মজা পাও, আমিও

তাড়াতাড়ি ফিরে এসো মা সোনা কলিজা আমার কার্ডের জবাবে তোমার কার্ডটা খুউউউউব মিষ্টি হয়েছে জীবনের নিয়ম মেনে তুমি আমার থেকে দূরে যাবে, ঠিক যেমন আমি ফেলে এসেছি আমার মাকে, ব্যস্ত থাকবে নানা কাজে, আমাকে এমন কার্ডে অভ্যস্ত হয়ত হতে হবে কার্ড পেয়েই তোমার গন্ধ পাওয়ার সাধ মেটাতে হবে, তবুও কার্ড হলেও তোমাকে চাইই

যখন তুমি আরো ছোট ছিলে, তোমার এখনের চেয়েও অনেক বেশিমামিপেতো গুটুল গুটুল হাত দুটো বাড়িয়ে আমাকে বলতে, “আমার ইট্টু মামি পেয়েছে”এখন দিন বদলেছে, অনেক ব্যস্ত তুমি, ইনস্ট্রাগ্রাম, হোয়াটসএ্যাপ কিংবা স্ন্যাপচ্যাটে। সেই তুলতুলে হাত দুটো, সেই বেড়াল বাচ্চা সম নরম “হাগ” মা অনেক মিস করি। এখন মায়ের অনেক বেশি “মেঘ” পেয়ে যায়।

যেমন বলি ঠিক তেমনই বলছিশূচি শুভ্র স্নিগ্ধ থেকোআনন্দে থেকো --- হাজার হাজার বছরের আয়ু নিয়ে ---- উজ্জল হয়ে থেকো আমি যেখানেই থাকিতোমাকে দেখবোভালবাসব

ভরা কলসির পানি ঢালার সময় যেমন থেকে থেকে একটা মিষ্টি সুন্দর আওয়াজ সৃষ্টি হয়তুমি যখন মাআআআআআমিডাকো তেমনি আমার কান পেতে শুনতে ইচ্ছে করে যখন তুমি ক্লান্ত বা ব্যস্ত, কথা বলতে চাও না, আমি অনেক গল্প করিআমার যে তোমার কথা শুনতে ইচ্ছে করে, তুমি রাগ করো, সেটাও মিষ্টি লাগে মিসিউ মা মিসিউ


 লাভিউ - এত্তো গুলো



Thursday 14 December 2017

হোক্স ইন সোশ্যাল মিডিয়া স্পেসিফিক্যালি ইন এফ বিঃ

কয়দিন ইনবক্সে খুব গুরুত্বপূর্ন একটা বার্তা আসতে থাকলো। অমুক যদি আপনাকে “ফ্রেন্ড রিকোয়েস্ট” পাঠায়, এক্সেপ্ট করবেন না। সে ফ্রেন্ড হলে আপনার চৌদ্দ গুষ্টি’র খবর নিয়ে আপনাকে ব্যাঙ্ক ক্রাফট করে ছাড়বে, আপনার জমি জমা হাতাবে, ফেসবুকের ফার্মভিলের মালিকানা নিয়ে নেবে ইত্যাদি ইত্যাদি। যতদিন না আরিফ জেবতিক ভাই, তার যুগান্তকারী স্ট্যাটাস দিলেন, অমুকের সংগে আমি বন্ধুত্ব করমু, চা খামু, চ্যাট করমু, আড্ডা দিমু, সেলফি তুলমু, আপনের কি? ততদিন চললো এই সতর্কবার্তা।

তারপর এলো, মায়ানমার’কে রক্ষা করার হুজুগ। ইউনুস নবী মাছের পেটে আটকে ছিলেন, এই দোয়ায় বের হয়েছেন সো এখন মায়ানমার’কে সুকী’র পেট থেকে বের করতে হবে। যত জন নিষ্ঠার সাথে এই দোয়া এগারোজন কে পাঠিয়েছেন তাদের কত জন নিজে এই দোয়াটা মায়ানমারের জন্যে পড়েছেন, আমার খুব জানতে ইচ্ছে করে। দোয়া পাস করেই সওয়াব হাসিল করে ফেলবে কিংবা মায়ানমার’কে রক্ষা করে ফেলবে। বাঙালি জাতি’র মত এত শর্টকাটে বেহেস্ত যাওয়ার রাস্তা এই পৃথিবীতে অন্য কোন জাতি জানে কিনা সন্দেহ আছে।

এবার এলো ব্লু হোয়েল --- ইহা কি বস্তু ঠিক করে জানার আগে, নানা পোস্ট শেয়ার আর বার্তা এসে গেলো। এই অত্যাচারও মোটামুটি নীরবেই হজম করলাম।

তারপর শুরু হলো “অপারেশান” নিয়ে। যারা যারা ম্যসেজ ইনবক্স আর শেয়ার করছেন, তাদের কাছে জানতে চাই, নিউজটি’র অথেনটিসিটি চেক করেছেন? কেই এই শিশু? তার বাবার আসলে কি সমস্যা? কি অসুখ?

কি কারণে একটাকা কম বেশি না, পুরো এক কোটি টাকা লাগবে? কে বলেছে এই টাকার অঙ্ক? টাকা’টা কোথায় পাঠাবো, তার ঠিকানা কি? ওদের সাথে যোগাযোগ করবো, তার নম্বর কি? ঠিকানা কি? ফেবু’তে শেয়ার দিয়েই এক কোটি টাকা তুলে চিকিৎসা হয়ে যায়?

সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কয় টাকা দিয়েছেন? নাকি টাকা দেবে অন্যরা আপনি শুধু লোকের ইনবক্সে পাঠাবেন? একটা বাচ্চার ছবি এভাবে ব্যবহার করা হচ্ছে, কোন কমন সেন্স ও তো কাজ করা উচিত, নাকি? আর ছবি দেখে ও তো বোঝার উপায় নেই, মেয়েটির হাতের কাগজে আসলে কি লেখা? পেছনের ক্যালেন্ডার দেখে, সন তারিখ বোঝার উপায় নেই, যেমন বোঝার উপায় নেই জায়গাটা কি বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, মায়ানমার না ভূটান।

শেয়ার দিয়ে যদি কোটি কোটি টাকা উঠানো যেতো, তাহলে বহু “ট্যাটনা” ফেবুতে বসে আছে, নানা রঙের ফটো দিয়ে সয়লাব করে, শেয়ার দিয়ে কোটি’র কোটি পতি হয়ে যেতো। “চিলে কান নিয়ে গেছে” শুনলে কবে আমরা চিলের পেছনে দৌড়ানো’র আগে কানে হাত দিয়ে কবে দেখবো? বিশ্বব্যাপী বাঙালি’রা চিলের পেছনে অবিরাম ছুটে চলছে। 

এখন শুরু হয়েছে, ডাঃ গীতা কৃষ্ণামী’র নাম দিয়ে হৃদরোগে আক্রান্ত হলে কি কি পদক্ষেপ নিতে হবে তার বিস্তারিত বর্ননা। ভাই, নিজে হৃদরোগে আক্রান্ত হয়ে চিন্তা ভাবনা করে, কিংবা সব স্টেপ মনে রেখে ডাক্তার পর্যন্ত যাওয়া খুব অসম্ভব ব্যাপার। নিজেরটা পরের কথা, পরিবারের কেউ হৃদরোগে আক্রান্ত হলে, এত মিনিট গরম পানি খাইয়ে তত মিনিট অবস্থার গুরুত্ব পর্যবেক্ষণ করার মত মানসিক শক্তি খুব কম মানুষেরই থাকে। এসব জিনিস পঁচিশ জন কে পাঠিয়ে তাদেরকে ত্যাক্ত করা থেকে বিরক্ত থাকুন।


সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মত আদৌ ম্যাচুর কি হয়েছি আমরা? 

Thursday 7 December 2017

ডুবিয়াছে যে তরণী

মাঝখানে প্রখ্যাত আন্তর্জাতিক চিত্র পরিচালকের সিনেমার কারণে শাওন আর হুমায়ূন আহমেদকে নিয়ে আর এক দফা হয়ে গেলো। ফেসবুক তো সব সময় ইস্যু খুঁজে আর এগুলো হলো হিট ইস্যু, লিখলেই হিট। তখন থেকেই কিছু কথা মাথায় ঘুরে যাচ্ছিলো, লিখবো কি লিখবো না সেই দ্বন্দ্বে ভুগছিলাম, আগুনে ধোঁয়া দিতে ইচ্ছে করে না, এখন তো পরিস্থিতি কিছুটা ঠান্ডা, তাই লিখছি।

শাওন নিজে একজন স্থপতি, ভাল গান জানে, নাচ জানে, তার বাবা বাংলাদেশের নামকরা একজন শিল্পপতি এবং মা রাজনীতিতে সক্রিয়, বর্তমানে ক্ষমতাশীল রাজনৈতিক দলের এম।পি। বাংলাদেশের প্রেক্ষাপটে শাওনের অবস্থান থেকে হুমায়ূন আহমেদের মত কোন একজন বর পাওয়া কি খুব কঠিন ব্যাপার ছিলো? শাওন চাইলে কিন্তু শুধু জনপ্রিয় কথা সাহিত্যিক অংশটুকু বাদ দিয়ে বাকি এ সকল গুন সম্পন্ন, কিংবা দু একটা গুন আরো বেশি আছে এমন একটি পাত্র পেতে পারতো।

হুমায়ূন আহমেদ বিবাহিত ছিলো, তাঁর স্ত্রী ছিলো, চার সন্তান ছিলো। এসবের দায়িত্ব ছিলো তাঁরশাওনের তো নয়। সংসার ভাঙলে হুমায়ূন আহমদে ভেঙেছে, শাওন তো ভাঙেনি। শাওনের ওপরে সবার এত রাগের কারণ কি তবে? শাওনের কারণে তো কিছু ভাঙে নি, ভেঙেছে হুমায়ূন আহমেদের প্রেমের কারণে আর এটাই যেহেতু বাস্তবতা তাহলে তো এটা যে কারো কারনেই কি ভাঙতে পারত না? প্রেম তো একজনে আটকে থাকতো না যেমন গুলতেকিনে থাকে নি, শাওন সাড়া না দিলে অন্য কেউ দিতো, অন্য কোথাও গড়াত এই প্রেম।

হুমায়ূন আহমেদের সাথে শাওন সম্পর্ক করে অনেক ফায়দা নিয়েছে বলে তার সমালোচনাকারীরা প্রায় সবসময়ই বলে থাকে। শাওন নিজেও প্রচন্ড মেধাবী, এখন হুমায়ূন আহমেদ নেই, সিনেমা পরিচালনা, ব্যবসা, সংসার সব সামলে সে নিজের দক্ষতা ও মেধার প্রমান  দিচ্ছে। লাইম লাইটে শাওন আসতে চাইলে কি হুমায়ূন আহমেদই একমাত্র রাস্তা ছিলো? এত এত মেধাবী ছেলে মেয়ে গান গাইছে, নাটক করছে, সিনেমা করছে সবাই হুমায়ূন আহমেদের হাত ধরেই এসেছে? তার হাত ধরেই সবাই সাফল্য পেয়েছে? আমার মতে এই সম্পর্কে শাওন বরং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো দেশের রক্ষনশীল মানসিকতায় ধাক্কা দিয়েছে যার জন্যে দেশ শুদ্ধ সবাই তার শক্র হয়েছে রয়েছে। এত তরুণ বয়েসে তিনি এখন একা, দুটো বাচ্চার দায়িত্ব তার ওপর। আর সব মেয়ের মত তারও একা লাগা স্বাভাবিক। কাউকে চাই পাশে, এটা আমি বুঝতে পারলে তিনি কি বোঝে না? কিন্তু তিনি চাইলেও সহসা হয়ত কাউকে সঙ্গী করতে পারবেন না, পুরো দেশের কওমী জনগন আবার তেড়ে উঠবে, পাবলিক সেন্টিমেন্ট বুঝে আবার হয়ত তাকে চরম খলনায়িকা দেখিয়ে ডুবের সিক্যুয়াল তৈরী হয়ে যাবে।

এ প্রসঙ্গে প্রায়ই আমার তসলিমা নাসরিন এর লেখাটা মনে পরে, সকল গৃহ হারালো যার--
আমার লেখার কারণে শাস্তি এক আমাকেই পেতে হয়, অন্য কাউকে নয়৷ আগুন আমার ঘরেই লাগে৷ সকল গৃহ হারাতে হয় এই আমাকেই৷

প্রেমের কারণে শাস্তি শাওনই পাচ্ছে তবু লোকে সকাল বিকাল তাকেই দোষে। একজন শিক্ষিতা, সুন্দরী, অসংখ্য গুনের অধিকারী, আত্মনির্ভরশীল মেয়েকে সমাজ কোন পর্যায়ে নিগ্রীহিত করতে পারে, শাওন তার এক উজ্জল উদাহরণ। তার নিজের কর্মের, জীবনের দায়িত্ব তিনিই নিয়েছেন কিন্তু নিস্তার নেই তার। সে তুলনায় বয়সে বড় হুমায়ূন ধোয়া তুলসী পাতা। পুরুষ মানুষ করতেই পারে কিন্তু মেয়েরা! মেয়েরা করবে কেন?


২৭/১১/২০১৭




হুমায়ূন আহমেদ আর শাওনের সম্পর্ক সমর্থন করতে পারি না কারণ এগুলো সমাজে ভারসাম্য নষ্ট করে

রিয়েলি!!!!

সৃষ্টির আদিকাল থেকে দাদার বয়সী বুড়োরা নাতনী বয়সী মেয়ে বিয়ে করে গেছে এবং আজও যাচ্ছে তার বেলায়? মুহাম্মদ (সাঃ) নিজে পঁচিশ বছরের যুবক থাকা অবস্থায় চল্লিশ বছরের খাদিজা কে বিয়ে করেছেন আর পঞ্চাশোর্ধ অবস্থায় ছয় বছরের বালিকা আয়েশাকে বিয়ে করেছেন, সেগুলো? রাধা কৃষ্ণ বয়সে বড় ছোট আর সম্পর্কে মামী ভাগ্নে, তারা পূজনীয়?

দক্ষিন ভারতে আপন ভাগ্নীকে বিয়ে করা রেওয়াজ মুসলমানদের মধ্যেও নিকট আত্মীয় বিয়ে করা রেওয়াজ আর রোজ দিন মামা-কাকা-দাদা দ্বারা তো শিশু নির্যাতন হয়েই চলছে, তার কি ব্যাখা আছে আপনার কাছে? সমস্তই নিশ্চয়ই শাওন আর হুমায়ূন আহমেদ কারণ নয়?

তবে আপনার নিজের রক্ষণশীল এই মানসিকতাও সমাজেরই দান