Monday 24 September 2012

কৃষ্ণে করলে লীলা




মের্থে নামে একটি স্কুল পড়ুয়া মেয়ে ফেসবুকে তার ষোল বছরের জন্মদিন উদযাপন করার জন্যে ২১শে সেপ্টেম্বর সন্ধ্যার ইভেন্ট ক্রিয়েট করে তার বন্ধুদের দাওয়াত করেছিল। বেচারী মেয়েটি ভুলে গেছিলো তার ইভেন্টে “প্রাইভেট অপশন”টা ক্লিক করতে। এর ফলশ্রুতিতে ২৪০০০ হাজার ডাচ নাগরিক নিজেদেরকে তারা মের্থের সুইট সিক্সটিন উৎসবে নিজেদেরকে দাওয়ার করে নিয়েছেন। যার মধ্যে থেকে ২৪০০ বলেছেন তারা সে উৎসবে যোগ দিবেনই। জন্মদিন উৎসবের নাম হয়ে গেলো সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমার নামানুসারে “প্রোজেক্ট এক্স”। এতে ভয় পেয়ে মের্থে তার বাবা মাকে নিয়ে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেলো জন্মদিন উদযাপন করার জন্যে। পুলিশকেও খবর দেয়া হয়েছিল। পুলিশ বললেন, তখন তাদের কিছু করার নেই, ভানুর মতো মোঁচে তা দিয়ে বসে রইলেন “দেখি না কি করে”। ফলশ্রুতিতে যা হওয়ার তাই হলো। “হারেন” নামের উচ্চবিত্তদের বসবাসের গ্রামটিতে যেখানে সর্বসাকুল্যে চারহাজার মানুষের বাস সেখানে এক সন্ধ্যায় তিন হাজার বাউন্ডুলে যেয়ে উপস্থিত হলো। 


পুলিশ বাধা দিয়েও তখন কুলাতে পারছিল না। ৮৪ বছরের এক বৃদ্ধের বাগান নষ্ট করছিলেন কিছু তরুন উল্লাসে, তাতে বাঁধা দেয়াতে সেই বৃদ্ধকে তার বাড়িতে মেরে রক্তাক্ত করে আহত করে রেখে গেছেন তারা। জায়গায় জায়গায় আগুন ধরিয়ে দিয়ে, সাইকেল ভেঙ্গে, দোকান - সুপার মার্কেট ভেঙ্গে, লুটপাট করে তাদের আনন্দ উল্লাস উদযাপন করেন তারা। সিনেমার পুলিশের মতো ডাচ পুলিশও এখানে শেষ দৃশ্যে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন। অনেকেই সমালোচনা করছেন প্রথমেই কেনো সেই গ্রামের মেয়র তৎক্ষনাত ব্যবস্থা নেয়া যায়, এমন কোন আইন বলবৎ করলেন না, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেন না। প্রশাসনের প্রাথমিক নিশ্চুপতা আর গ্রাম জুড়ে তরুন্দের সীমাহীন তান্ডব এখন “টক অফ দ্যা কান্ট্রি”। তান্ডবকারী ত্রিশ জন আহত অবস্থায় নিজেদেরকে হাসপাতালে এডমিট করিয়েছেন। প্রকৃত আহতদের সংখ্যা জানা নেই। বিশ জনের মতো তরুনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এখন সবাইকে বলছেন যাদের কাছে তান্ডবের যতো ছবি, ভিডিও আছে তা জমা দিতে পুলিশের কাছে, তা দেখে দেখে অপরাধী সনাক্ত করা হবে। আর সবার ক্ষয়ক্ষতির পরিমান জানাতে বলছেন পৌরসভা।





এধরনের একটা ঘটনা তৃতীয় বিশ্বে ঘটলেও ঘটতে পারে। সেখানে ছেলেমেয়েদের জীবনে আনন্দের অভাব। 
স্কুলে, কলেজে, হাসপাতালে, লাইব্রেরীতে যে পরিমান সুযোগ সুবিধা এখানে দেয়া হয় তাদের, আমাদের দেশের বিত্তশালী পরিবারের বাচ্চারাও তা চোখে দেখে না। এখানে যে পরিমান পকেটমানি তরুন তরুনীরা শুক্রবার – শনিবার পাবে খরচা করে, শুধুমাত্র বিয়ার খেয়ে, তা দিয়ে অনায়াসে বাংলাদেশের মতো এধরনের দেশে চার-পাঁচজনের একটা পরিবার মাস কাটাতে পারেন। তাহলে কিসের জন্যে, কি না পাওয়ার বেদনায়, কি কারণে এই উন্মাদনা? শুধুই তাৎক্ষনিক কিছু এক্সাইটমেন্ট? তাইই যদি হয়, বলবো, আমাদের দিকে নেতিবাচক দৃষ্টি দেয়া তাহলে পশ্চিমাদের এখন বন্ধ করতে হবে। এতো নিয়ম নীতির বেড়াছেড়া দিয়েও যখন তারা তাদের সন্তানদের এই তৈরী করেছেন তাহলে প্রযুক্তি, পয়সা, প্রার্চুয্য সবকিছুর অভাবে থেকেও আমাদের সন্তানেরা আরো উন্নত আচরন শিখেছে। কারো জন্মদিনের উৎসবের দিনে নিরাপত্তার অভাবে বাবা মাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণ হয়তো আমাদের গরীব দেশে এখনো ঘটেনি। আমাদের দেশে কোন বাড়িতে বিয়ে হলে পাড়াময় সবাই জানে। এই ধরনের “প্রোজেক্ট এক্স” উৎসবের তান্ডব শুরু হলেতো গুষ্টিশুদ্ধ বিয়ে বন্ধ করে মেয়ে নিয়ে বাবা মাকে পালিয়ে যেতে হতো। সব কথায় আমাদের দুর্নীতি, আমাদের দেশ, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তর আলোচনা আর সমালোচনা। সুযোগ পেলে তারা যে কি করবেন তাতো বোঝাই যায়। ইজতেমায় কিংবা ঈদে আমাদের রেলে চড়া যাত্রীদের ছবি ছাপিয়ে দিয়ে মজা করেন তারা। গরীবের সবটাই দোষ আর মজা। তাইতো কইতে হয়, কৃষ্ণে করলে সবটাই ভগবানের লীলা  



http://www.bdnews24.com/bangla/details.php?cid=4&id=198219

তানবীরা
২৪.০৯.২০১২

Sunday 23 September 2012

তিনশো টাকা

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=ee60fc9abd4f71aaf849f301975553f6&nttl=20120906041509137155




বইসা থাইকা থাইকা অধৈর্য্য হইয়া উঠছিল করম আলী বাদ জুম্মা সালিশ হওনের কতা, এহন বেইল আসরের দিকে গড়ায় গড়ায় কিন্তু মাতবর সাব আর ইমাম হুজুরের দেহা নাই না খাইয়া না দাইয়া তহন থাইকা বইসা রইছে এই ভাদ্দর মাসের গরম মাতায় লইয়া দেহ দেহি! করম আলী গরীব মানুষ তার ডাকা সালিশে মানুষ জন বেশী আসার কতা না ইটা এমুন মজার কুন সালিশও না চ্যাংড়া পুলা মাইয়ার পিরীতের কেস কিংবা পরের বউ লইয়া ইটিশ পিটিশ এর গটনা হইলে মানুষ বেশী হয় সালিশে তয় আজকে জুম্মাবার, বেশীর ভাগ মানুষই জুম্মা পইড়া, জুম্মার দিনের চাইরটা বালা মন্দ খাইয়া এট্টু গড়াগড়ি দিয়া হেরপর বাজারের দিকে কিংবা কামে কাজের সইন্ধানে বাইর হয় হেই হিসেবে আইজকার সালিশে লুক মন্দ হয় নাই মসজিদের উঠান ভইরাও, পুস্কুনির দিকে যাওনের রাস্তার কাছের কাডল গাছটা পর্যন্ত মানুষ হইছে তার আর তার বউয়ের মইদ্যের কাইজ্জার কথাডাতো অল্প বিস্তর হগলতেই জানে মজার না হইলেও গটনা ইটাও খারাপ না দেহার লাইগ্যা হগলতে আইসাই দুইডা বালা মন্দ কতা করম আলীরে জিগাইয়া নিজেদের মইদ্যে খুশগল্পে ব্যস্ত হইয়া পড়ে করম আলী বুঝে তার দিকে কারু টান নাই, অবসর আছে, তার আইছে মজা দেখতে তার দিকে যদি কারু টান থাকতো তাইলে কি আইজ আর তার সালিশ ডাইকতে লাগে? কিন্তু মাতবর সাব আর ইমাম সাব না আইলে ফয়সালা দিবো কেডা?

আইজ একটা ফয়সালা না লইয়া সে বাড়ি যাইপো না। আড় চুখে সে উলটা দিকে চাইলো। এহনো হারামজাদী বউটা তার দিকে পিছ দিয়া বইসা রইছে। ছাপার একখান রঙীন শাড়ি পড়া, মাতায় গুমটা টানা। এইপাশ থেইকা পিছনের শাড়ি আর হাতের কয়টা কাচের সবুজ চুড়ি ছাড়া কিছুই দেহা যায় না। বাপের বাড়ির দ্যাশের তন লগে বাউজ, বুইন লইয়া আইছে, তাগো লগে কতা বারতা কইতেছে। চড়াৎ করে গুস্বাটা তার আবার মাতায় উইঠা গ্যালো। মাতারি তোর এত্তো চুপা। বাতও খাইবি আমার আবার চুপাও দিবি আমারে। কিসসুটি কওয়া যাইপো না তারে। যদি দুইপরে খাইতে বইসা দেখছে তরকারীতে লবন কম, কইলেই খ্যান খ্যান গলায় মাতারী কইবো, তরকারীর লবন ঠিকই আছে, আপনার জিহবাতই লবন কম। কাহাতক আর দিন রাইত সইহ্য করা যায়? হাজার হোক করম আলী একটা পুরুষ মানুষ না? নিজের জমিও আছে, হোক অল্প কিন্তু আছেতো। তার কুনু ইজ্জত নাই এই হারামজাদীর কাছে। এই লাইগ্যাই মাজেই মাজেই চুলের মুঠিত দইড়া দেয় মনের সুখ মিটাইয়া দুই চাইরটা। তাইলেই শুরু হয় বিলাপ। আরে গেরামের কুন পুরুষ মানুষটা মাজে মইদ্যে তার ঘরের বউরে দুই চাইরটা না দেয়? তুই কি মিয়া বাড়ির বিবি, যে তোরে আপনে তুমি জিগাইতে হইবো? মাইর দিলেই এই মাতারী কানতে কানতে বাফের বাড়ি যায়। এদিকে ঘর সংসার কে দেহে?

বুঝলাম পুলাপাইন তিনটারে লগে লইয়া যাস। কিন্তু ওইটাই সংসারে সব? হাস মুরগা গুলারে খাওন দেয় কে? তুই বাড়িতে না থাকলে যে গেরামের পুংটা পুলাপাইন বাড়িত ডুইক্যা লাউটা, কলাটা চুরি কইরা লইয়া যায়, হেই গুলান পইড় দেয় কে? করম আলীরে দুইটা ভাত ফুটায় দিব কে, হেই চিন্তা মাতায় আহে না। স্বার্থপর মাইয়া মানুষ। চিন্তা করতে করতে বেফানা লাগলে করম আলী নিজেরে সান্ত্বনা দেয়, বাবা আদমরে যেই জাতি বেহেস্ত ছাড়া করছে, তাগো কাছে আর চাওনের কি আছে? বজ্জাত মাইয়ালুকের হাড্ডিরে শায়েস্তা করার জইন্যই আজকের সালিশ। হুজুর আইসা আইজকা বন্ননা দিবো, স্বামীর কতা যে সমস্ত ইস্ত্রীরি লুক শুনে না রুজ হাশরের ময়দানে তাদের কি কট্টিন শাস্তি হইবো। হাবিয়ার আগুনে পুড়বো, হাবিয়ার আগুনে

হঠাত সব্বাইরে লইড়া চইড়া বইতে দেইখ্যা করম আলী চাইয়া দেহে উত্তর পুব কোনার জমিনের শ্যাষ সীমানার তাল গাছের তলে সাদা পায়জামা পাঞ্জাবীর রেখ দেহা যায়। হুমম আট্টু নজর কইরা দেকলো মাতায় ছাতিও আছে। আইতাছে মাতবর সাব আর ইমাম সাব আইতাছে, এক লগেই আইতাছে। ইমাম সাব থাহেন মাতবর সাবের কাচারী ঘরের পাশে, উনারা ভদ্দরলুক মানুষ, উনারা এক লগেই চলাফেরা আর উটা বসা করেন। আবার আড় চুখে চাইলেন সামনের দিকে, উহহহ, এক হাত গুমটা টাইন্না নয়া বউ এর মতো বইছে এহন। কতো লাজরে। গলা ফাইরা ফাইরা যহন সারা পাড়ার কাক পঙ্খী উড়াইয়া ঝগড়া করছ তহন কুতায় থাহে এই লাজ? তাইর লেইগ্যা পাড়ার লুকে কতো দিন কইছে বউটারে এতো মারিস না করম, এতো মারন ঠিক না। ইজ্জতের কতা। গরের কতা সব পরে জানে। মারে কি আর সাধে? তাই চুপ থাকবার পারে না? করম আলীর এট্টু মাতাডা গরম হেইটাতো হগলেই জানে। তাই বইলা কি স্যা লুক খারাপ? সাতেই সাতেই কি আবার তার মাতা ঠান্ডা অয় না ? বউরে কি শাড়ি স্নু দেয় না স্যায়? ইমাম সাব মসজিদে ডুকনের আগেই সবাই সিদা হইয়া জায়গায় বইসা গ্যালো

হুজুর ডুকা মাত্রই সবাই দাড়াইয়া বড় সালামালকি দিলো। করম চেয়ার টাইন্যা ঠিক কইরা দিল একটা মাতবর সাবের আর একটা ইমাম হুজুরের। উনাদেরকে চেয়ার মাপ দিয়া এক্কেরে গাছের নীচের ছায়ার মইদ্যে দিল যাতে কারু গায়ে রোইদ না লাগে। উনারা গইন্য মাইন্য লুক, রোইদ বিষ্টির অইভ্যাসতো উনাদের নাই। উনাদের থিক্যা হাত পাঁচেক দূরে বড় একটা কাঠের বেঞ্চিতে হাই স্কুলের মাষ্টার সাব, পুষ্ট মাষ্টার সাব, আরো গেরামের মাতা যিনারা আছেন তারা বইসছেন। তিনাদের থিক্ক্যা আরো এট্টু দূরে মাটিতে হাটু ভাইঙ্গা করম আলী আর গেরাম বাসী বইছে। সবশেষে মহিলারা। সালাম দুয়া শেষ হইতেই ইমাম সাব গলা খাকারী দিয়া কইলেন, সময় বেশী নাই, বেশী দিরং করন যাইবো না। আসরের জামাত ধরতে হইবো সব মুসুল্লী ভাইদেরকে। এই সবে সময় নষ্ট কইরা নামাজ দিরং করলে আল্লাহ তালা গুস্বা করবেন। সালিশ কে ডাকছে? বিপদে পড়া গলায় করম কইলো, আমি হুজুর। করম আলী মনে মনে কয় এত্তো কইয়া হুজুররে দইড়া সালিশ ডাকাইলাম আর হুজুর কয় সালিশ কে ডাকছে! ইমাম সাব স্বাভাবিক সময়ের থাইক্যা আরো গম্ভীর গলায় কইলেন, কও তুমার আর্জি কও, শুনি, দাড়াইয়া কও

এইবার করম আলী দাড়াইলো সর্ব সম্মুখে। হাতের মইদ্যে এখন তার গলার গামছাটা। সাদারনত সে গেঞ্জী আর লুঙ্গী পইড়া থাকলেও আজকে তার নিজের সালিশ উপলক্ষ্য শ্বশুর বাড়ি বেড়াইতে গ্যালে যে পিরানটা পিন্দে সেই পিরানটা গাও দিয়া আইছে। দূর ছাতা, হাত ক্যান গামায়? গামছায় হাত ঘষতে ঘষতে করম কইলো হুজুর, আমি আবার বউরে কিছু কইতে পারি না, হ্যায় মুহে মুহে অনেক চুপা করে। কতায় কতায় গুস্বা কইরা বাপের বাড়ি যায়। সোয়ামীর খেদমত বলতে কিছুই করে না। আপনে এর এট্টা ল্যায্য বিচার করেন হুজুর। হুজুর সব শুনলেন তারপর কইলেন, একজনের কতায় বিচার করন ঠিক না। এইটা ল্যায্য অয় না। হুজুর গলাটা উঁচা কইরা কইলেন, করম আলীর বউ কি এইহানে উফস্থিত আছো? যদি থাহো তবে পর্দার মইদ্যে থাইক্যা তুমার কিছু কওনের থাকলে কইতে ফারো। করম আলীর বউ উইঠ্যা দাড়াইয়া মাতার গুমটা আবার ঠিক করলো, আরো লম্বা করলো। হুজুর আর মাতবর সাবরে আদাব দিয়া কাইন্দা কাইন্দা কইতে লাগলো, হেতানে বাড়িত আইসা আমারে যিতা মুক দিয়া না আহে হিতা কইতে থাহে। আমি কিছু কইবার গেলে আমারে মারতে আহে, পিডায়। হুজুর আর মাতবর সাব চুপ করে সফুরার কতা হুনলেন। তারা এহন মাতা লিচু কইরে চুখ বন্ধ কইরে ভাবতিছেন। গুরুত্বপুন্ন কতা কওনের আগে করম আগেও দেখিছে মাতবর সাব আর হুজুর চুখ বন্ধ কইরে ভাইবা লয়

করম আলী আরাম কইরা বসলো। এইবার হুজুর বালো করি সফুরারে ধুবেনি। বেশরম মাইয়া মানুষ, সোয়ামীর নামে নালিশ করে, দুজখে যাইবি নিগগাত দুজখ। করম আলী জানে সে অন্যায় কিছু করে নাই। হাদীসে আছে, বেয়াদ্দপ বউরে শাসন করা, মারা ফরজ। সেতো ধম্মের বাইরে কিছু করে নাই। এইবার ইমাম হুজুর শুরু করলেন তার বয়ান। বিচারের রায়ের আগে হুজুর সব সময় কুরানের আয়াত বয়ান করেন। হুজুর কুরান বন্ননা করলেন পরথমে, তারপর তার তফসীর কইরলেন। এবার হাদীসে কিতা কয় সেইগুলাও কইতেছেন। ইস্ত্রীর কি কমম করা দরকার, সোয়ামীর কি রহম ব্যভার করা উচিত এইসব এইসব। করম আলী আস্তে আস্তে আবার অধৈর্য্য হইয়ে উঠতে লাগলো, এইসব ভালু ভালু কতার লাইগ্যেতো সে সালিশ ডাকে নাই। সে আশায় আছে, কহন সফুরারে ধইরে সব্বাই তার পায়ের কাছে আনি ফেলবে, মাপ চাওয়াইবে। সে গাই গুই করপে মাপ দিবে কি দিবে না ভাব করবে। তহন হগলে তাকে চাইপে দইড়ে কবে ভুল তুট্টি সবার থাহে মিয়া, বউটারে মাফ কইরে দেও, গরে নিয়া চলো। সেই সুযোগে সে সফুরারে নিয়ে গরে যাবে। আইজ একটা মাস হইয়া গ্যালো সফুরা বাপের বাড়ি, কে রেন্ধে দেয়, কিভাবে খায় সে? খালি খালি ভাত আর একজন কদ্দিন খাইতে পারে? একজন মুনিষ্যিতো সে। রাইতে একলা ঘুমের কষ্টের কতাতো আর মুহে আনতি পারে না। তার উপড় পুলাপাল তিনটারেও মাস দইড়া চোহে দেহে না

করম ইট্টু পর পর উইঠে দাড়াইয়া হুজুরের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা কইরতে লাগল। করম খালি কইতে চায়, হুজুর আপনে সফুরারে এট্টু ইস্ত্রীর কইরতব্যটা কন। পিছন থাইক্যা সব্বাই তহন তারে থামাইয়া চুপ করাইয়া বসায় দেয়, সে তার কথা শ্যাষ করতে পারে না। রাগে গুস্বায় তার তহন ফাল পাড়তে মন চাইতেছিল। হালার পুত হুজুর তুমি জুম্মাবারে মসজিদে কতো ভালু ভালু খুতবা পড়ো, বয়ান দাও, খোদার পরে ইস্ত্রীর স্বামীরে সেজদা করা উচিত, যে ইস্ত্রীরি সোয়ামীর অব্যাইধ্য হয় ফেরেশতারা তারে অবিশাপ দেয় আর আইজক্যা তুমার জুবান খালি এই দিক হেই দিক কতা কয়? আমি আর বুঝি না, মহিলা দেকছে কয়টা, তাগো কাছ থিকা সময় অসময় বাড়িত যাইবার কালে, চালটা, ফলটা পায়, উনাগো নিয়া উনি আইজকে কিছু আর বইলবোনা। আর হুজুর কি কইতেছে ভদ্দরলুকের ভাষায় তার বেশীর ভাগতো করম আলীই বুঝবার পারতাছে না আর সফুরা বুইঝপে তার কচুটা। বেলা গড়াইয়া আসরের আজানের ওয়াক্ত হইয়া গ্যাছে দেইখ্যা হুজুর সালিশ শ্যাষ গুশুনা করতে চাইলেন। জিগাইলেন, করম, তুমার আর কিছু বলনের আছে? মনে মনে উত্তর দিলো আর কিছু? আরে আপনেতো কিছুই কইলেন না। কিন্তু মুহে কইলো, না হুজুর আর কিছু বলনের নাই। পাশে বসা মাতবর সাব কইলেন, সালিশ ডাকনের খরচা দাও তাইলে, সালিশ শ্যাষ করি। আইশ্চইয্য হইয়া মাতায় হাত দিয়া করম কইলো, সালিশের আবার খরচা কি মাতবর সাব? হুজুর গুয়ামুড়ি হাসি দিয়া কইলেন, আছে আছে খরচ আছে। দুনিয়াতে কুনু বালা জিনিস খরচ ছাড়া হয় নাকি, মিয়া? মাতবর সাবও সায় দিলেন, খাটি কতা, একদম ঠিক কতা। মাতবর সাব কইলেন তখন, তুমার বউতো সালিশে আসপার চায় নাই, তারে যে ইউনিয়ন বোর্ডের দফাদার পাঠিয়া ধরাইয়া আনলাম, নৌকা ভাড়া দিয়া তার খরচ কে দিপো, শুনি?

উফায় না পাইয়া কান্দা কান্দা গলায় কইলো করম, খরচ কতো দেওন লাগবো? হুজুর কইলো, তিনশো টাহা মাত্তর। এমনেতেই ভাদ্দর মাসের গরমে গা পুড়তে ছিলো আর এহনতো মনেও পুড়ানি শুরু হইলো। এক ফুটা বাতাস নাই কুন ধার থাইক্যা। করম হুজুর আর মাতবর সাবের দিকে চাইয়া কইল আমার বিচার এর কি রায় হইলো, বউকি যাইপো আমার লগে? হুজুর কইলো হ্যার যাইবার মন চাইলে হ্যায় যাইপো, আমরাতো আর তারে জুর কইরতে পারি না। টাশকি খাওয়া করম একবার মাতবর সাহেবের দিকে চায় আর একবার ইমাম সাহেবের দিকে। ভয়ে তেষ্টায় করমের বুক থাইকা গলা পর্যন্ত শুকাই গ্যাছে। তারপরও গলার জুর আইন্না আবার কইয়া উঠল, আমি গরীব মানুষ এত্তো ট্যাহা কুনখানে পামু? মাতবর সাব বিরক্ত গলায় কইলেন, কুতায় পাবি তার আমি কি জানি? তোর বউ আননের জন্য দফাদার পাঠাইলাম, তার উপর নৌকা বাড়া, এগুলো কে দিবো শুনি? এগুলা খরচ আছে না? লুঙ্গীর খুটার থিক্কা ট্যাহা নগদ একশো গুইন্না গুইন্না হুজুরের হাতে দিয়া করম বাকী টাকা সত্বর দিয়া দেয়ার অঙ্গীকারও করলো সবার সামনে মাতবর সাবের কাছে। কেউ দিশা পাইবার আগেই এরপর যাইয়া খপ কইরা সফুরার হাত দড়লো। কইলো, বউ গ্যালে গ্যাছে তিনশো ট্যাহা, তুইও বুঝছস আর আমিও বুঝছি। এইবার বাড়িত