Tuesday, 29 May 2012

আপা একটু তাকান, প্লিইজ লাগে


৩০মে তারিখের বাংলাদেশনিউজ২৪ এর জাতীয় থ্রেড এর নীচে নিম্নোক্ত এই লিঙ্কগুলো পেলাম।
আবারো পুলিশের হাতে সাংবাদিক নির্যাতিত http://www.bangladeshnews24.com/2012/05/29/38679.htm
পুলিশের বিরুদ্ধে বিচারপ্রার্থী নারীকে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদকারীকে লাঠিপেটা
বরিশালে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, এএসাই বরখাস্ত
চরফ্যাশনে পুলিশ দস্যু বন্ধুক যুদ্ধে পাঁচ দস্যু নিহত
যেভাবে পুলিশ শুরু করেছে তাতে কি দেশে গুন্ডা বদমাইশের আদৌ আর প্রয়োজন আছে? গুন্ডা বদমাইশরা লজ্জা পাচ্ছে পুলিশের পারফর্মেন্স দেখে। তারাতো পুলিশের কাছে হেরে যাচ্ছে। মানুষতো পুলিশ শব্দের সাথে গুন্ডা বদমাইশ শব্দার্থ গুলিয়ে ফেলছে।
“খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে
এখন পালটে হবে,
খোকা ঘুমালো পাড়া জুড়ালো পুলিশ এলো পাশে”
ক্ষমতার দাপট কি জনগন হাড়ে হাড়ে টের পাচ্ছে আপা। প্লিইইজ লাগে আপনার উর্দি পরা পোষা গুন্ডার দলকে একটু থামান। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কিছুই বুঝতে চাই না। কর দিচ্ছি জানে খাটা পয়সা থেকে তার বদলে নিরাপত্তা চাই শুধু নিরাপত্তা। বাড়ি থেকে বের হয়ে বাইরে গেলে সুস্থ শরীর বেঁচে ঘরে ফেরার নিরাপত্তা। যাকে ইচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যাকে ইচ্ছে গুম। যাকে ইচ্ছে মেরে ফেলে দিচ্ছে। সাংবাদিক থেকে কূটনীতিক। কোন সভ্য সমাজের অঙ্গ কি আমরা? জঙ্গল হয়ে যাচ্ছে। একশ বছর আপনারাই ক্ষমতায় থাকেন। আপনারা কিংবা কোন দল ক্ষমতায় থাকে তা দিয়ে সাধারণ জনগনের জীবনের চার আনা লাভ কিংবা পরিবর্তন হয় না। শুধু কতোগুলো স্থাপনার নাম পরিবর্তন সূরা দোয়া কালামের মতো আমাদের মুখস্থ রাখতে হয়। তাও সই, গত চল্লিশ বছর তাই করেছি, ভবিষ্যতেও করবো। শুধু আমাদেরকে প্রাণে মেরেন না। যা নেয়ার নেন আমাদের প্রাণ ভিক্ষা দেন। আমাদের সম্মান ভিক্ষা দেন।


No comments:

Post a Comment