Tuesday, 30 April 2013

রানী যায় রাজা আসে




আজকে ৩০শে এপ্রিল ২০১৩তে সরকারীভাবে নেদারল্যান্ডসের রানীর রাজত্ব শেষ হয়ে আবার রাজার রাজত্ব শুরু হলো। ৩০শে এপ্রিল “কুইন্সডে” হলেও এটা রানী বিয়াট্রিক্সের জন্মদিন ছিল না। তাঁর জন্মদিন ছিল ৩১শে জানুয়ারী। ৩০শে এপ্রিল ছিল তার মা রানী জুলিয়ানার জন্মদিন। কিন্তু ৩১শে জানুয়ারী যেহেতু আবহাওয়া খারাপ থাকে, জনগন আনন্দ উৎসব করতে পারে না আর ৩০শে এপ্রিল সাধারণত একটু আবহাওয়া ভাল থাকে, চারদিকে ফুল আর পাখির গান তাই সর্বসম্মতিক্রমে বিয়াট্রিক্সের মায়ের জন্মদিনই এতোদিন কুইন্সডে হিসেবে পালিত হয়ে আসছে। তবে নতুন রাজা উইলাম আলেকজান্ডার এর জন্মদিন ২৭শে এপ্রিল, তাই আশাকরি কিংসডে পালন করতে বেশি অসুবিধা হবে না। রানী বিয়াট্রিক্স অনেক জনপ্রিয় ছিলেন কারণ তিনি বেশি রয়ালিটি মানতেন না। তাকে প্রায় এদিকে ওদিকে জীন্স পরা অবস্থায় সাইকেল চালাতে দেখতে পাওয়া যেতো। খুব বেশি বডিগার্ড সিকিওরিটি এগুলোর ধার ধারতেন না।

পাঁচ মিলিয়ন ট্যাক্সের টাকা খরচ করে উইলাম আলেকজান্ডার রাজা হলেন। জনগনের ট্যাক্সের টাকায় অথচ শোনা যায় তারা নাকি পৃথিবীর ছয় নম্বর ধনী পরিবার। আর আমরা একটা কাঠি লজেন্সও পেলাম না। অফিস থেকে দুটো কমলা টমপুজ খাওয়ার বন দিলো। ২০০২ সালের ০২ ফেব্রুয়ারী যখন উইলিয়াম বিয়ে করলো তখনও শনিবারে বিয়ের তারিখ ফেলা হলো যাতে সরকারী ছুটি ঘোষনা না করতে হয় আর বিয়ের খরচ কম লাগে। আরে আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ছেলের বিয়েতেও স্কুল কলেজ ছুটি দেয়া হয়, সারা গ্রামের লোককে ভোজ খাওয়ানো হয়। এখানে রাজার বিয়ে উপলক্ষ্যে জনগন একটা বাতাসাও পেলো না। তাও আর্জেন্টিয়ান মেয়ের বাপকে বিয়ের সরকারী অনুষ্ঠানে আসতে দিবেন না কারণ তিনি আর্জেন্টিনার সামরিকজান্তার কৃষিমন্ত্রী ছিলেন কিন্তু বাকি সব পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। রাজার অভিষেক অনুষ্ঠানও এতো সাদামাটা হলো, আমাদের দেশের চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানও এর থেকে জমকালো হয়। পাঁচ মিলিয়ন ইউরো কোথায় খরচ করলো কে জানে? নিজেদের আলখাল্লা সাইজ জামা বানাতে নাকি? চার্চের মধ্যে যেয়ে শপথ নিয়েছে। এই নাকি রাজকীয়তা? বংগভবনের প্রেসিডেন্টের শপথগ্রহন দেখা দরকার ছিলো এদের। রাজকীয়তা কাহাকে বলে, কতো প্রকার আর কি কি জানতো। কতো লোক আসলো সেখানে আর এখানে পরিবার পরিজন নিয়ে শপথ নিয়ে ফেললো তারপর বাইরে এসে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানিয়ে শেষ। রানী বৃদ্ধা হয়েছেন, অসুস্থ ছোট পুত্রের সেবা করবেন তাই বড় ছেলেকে রাজত্ব বুঝিয়ে দিয়েছেন।



বর্তমান রাজার তিন মেয়ে, বিবাহিত আকর্ষনীয় কিছু না। ১২৩ বছর পর আপাতত রানীর রাজ্য শেষ হলেও ঘুরে ফিরে আবার রানীর রাজ্যেই ফিরে আসবে নেদারল্যান্ডস। সেদিন হয়তো আমরা থাকবো না অভিষেক অনুষ্ঠান দেখার জন্যে।


শীতনিদ্রা থেকে ফিরে আসার চেষ্টায় বহুদিন পর লেখালেখির খাতায় আঁকিবুঁকি কাটা
০১/০৫/২০১৩

No comments:

Post a Comment