Thursday 13 February 2020

ভ্যালেন্টাইন ডে ২০২০

আজকে “বিশ্ব ভালবাসা” দিবসে যাদের ভালবাসার নির্দিষ্ট কোন সো কলড “ভালবাসার মানুষ” নেই, তারা আরও উদার হতে পারো। একজনের জন্যে এক জায়গায় ভালবাসার অপচয় না করে, প্রকৃতি,
পশু-পাখি, আর্ত-দুঃস্থদের ভালবাসার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো। “প্রেম” নেই এজন্যে দুঃখ না করে এর ইতিবাচক দিকগুলো যদি দেখো, তাহলে দেখবে, এই একদিনের আনন্দের জন্যে বাকি তিনশো পয়ষট্টি দিন তুমি নিজেকে এই যন্ত্রণা দেবে কিনা।


*প্রেম নেই মানে, হুদাই ফোন চেক করার কোনো টেনশান নেই।
*টাইমলি ম্যাসেজ রিপ্লাই দেয়ার ঝামেলা নেই।
*ঝগড়া নেই, বকাবকি নেই। ভাব করার কিংবা উপহার দেয়ার ঝামেলা নেই।
*রোজ রোজ সেলফি তোলারও ইস্যু নেই, তোমার ইচ্ছা হলে, তুমি তুলবা নইলে না।
*তোমাকে সিগারেট খাওয়ার কথা বলে কিংবা মীটিং বা ব্যস্ততার কথা বলে, অনলাইনে থেকে অন্যদের সাথে
ফুটুর ফুটুর করছে সেই নিয়ে তোমার মেজাজ খারাপ করার কিছু নেই।
*যখন ইচ্ছে ঘুমালে – উঠলে, ডেটে যাওয়ার বা গুড মর্নিং বা গুড নাইট বেবি করার ইস্যুও নেই।
*ইয়েস, দামড়া কাউরে বেবি বলার যন্ত্রণা থেকেও মুক্ত।
*ক্রিকেটে বাংলাদেশের পার্ফমেন্স নিয়ে তুমি প্রচন্ড হতাশ আর বিরক্ত, সামনে কিছু পেলে কাঁচা খাইয়া ফেলা হবে মুহূর্তে, কৃতার্থ মুখ নিয়ে, পার্টনারের সাথে বসে লেইম গান শুনতে হবে। ইয়ারফোনের একটা তোমার কানে অন্যটা তার কানে! চিন্তা করতে পারো?
*সেরকম কঠিন পার্টনার বা প্রেম হলেে হয়ত তার মন রক্ষার্থে অনন্ত জলিলের সিনেমাও দেখতে হতে পারে।
*সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়ায় "বাবু খাইসো টাইপ" যন্ত্রণা থেকেও মুক্তি।


এসব যন্ত্রণার কারণে মানুষ সাধু-সন্ন্যাসী হয়ে যায়, বানী দেয়, “ "জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর"
সুতরাং লাইনে আসো।

হে মানবজাতি, তারপরও কি “ভ্যালেন্টাইন-ভ্যালেন্টাইন্” খেলার জন্যে প্রেমের মত কিছুতে নিজেকে জড়াতে চাও!!!!

এছাড়াও প্রেম ভালবাসা খুবই শরমের ব্যাফার, মুরুব্বীদের কাছে লুকিয়ে রাখতে হয় কিন্তু প্রেম-ভালবাসা হলো খানিকটা "ইনফেকশনের" মত, ভেতরে থাকলে, জ্বর হয়ে, ব্যথা হয়ে, চুলকানি হয়ে, বাইরে জানান দেবেই

No comments:

Post a Comment