Friday, 13 May 2022
হৃদস্পন্দন বন্ধ হলেই বুঝি মৃত্যু হয়?
বুক ধুকপুক বন্ধ হলেই বুঝি মৃত্যু হয়?
দু'চোখের কাছের জন দূরে চলে যায়, মোম নরম আব্দারের গলাটা কর্কশ হয়ে যায়, গালের তিলের মত যাওয়া-আসার পরিচিত পথটা বদলে যায়, মিহি বোন চায়না বিশ্বাস ভেঙে যায়, পত্রিকা উল্টানোর রোজকার অভ্যাস বদলে যায়, কারণে অকারণে টম এন্ড জেরীর খুনসুটি হতো সেখানে আমাজনের দূরত্ব এসে যায়, মিষ্টি তেঁতুল শখের যেসব তুচ্ছ জিনিস না পেলে জীবন বৃথা মনে হতো তা অর্থহীন হয়ে পরে। বার্বি প্রিয় মানুষকে ছুঁতে না পারা, অমরেশপুরী স্মৃতি তাড়া করবে বলে প্রিয় গান,কবিতা, সিনেমা এড়িয়ে যাওয়া, ডিম্পল-রাজেশ দুজনের নির্জনের স্বপ্ন হারিয়ে যাওয়া, সঘন আবেগের ডায়রীর পাতা ছিঁড়ে ফেলা, তুলতুলে প্রিয় ছবির ফ্রেম হারিয়ে যাওয়া
আরো কত বলতে না পারা সমুদ্র নীল বেদনা, এও কি মৃত্যুই নয়?
০৫/১৩/২০২২
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment