Monday, 25 March 2024
ইমানুয়েল হিলের দুটি কবিতা
https://www.deshrupantor.com/497671/%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE
ওহ, আমার প্রেম, এসো!
কতবার দুঃখে কেঁদেছি
এমন নির্জনতায়:
আমার কোলে এসো, স্বর্ণকেশী মেয়ে!
তোমার স্পর্শে আমি আপ্লুত
বুকে এসো আমার!
তুমি যে আমার খুব প্রিয়,
আমার আদরের বাচ্চাটা,
চুমু খাও আমায়, বাতাসের মতো,
ফুলের মতো- সুবাসিত চুমু
চুমু খাও আমায়,
আমার স্বপ্নের পারাপার
আমার রূঢ় বাস্তবতায়
তোমাকে চাই, সোনাটা!
জলদি এসো হৃদয়,
সুর তোমাকেই ডেকে যাচ্ছে
চলে এসো, সোনা!
ভালবাসা হারিয়ে যায় না
নেই দুরন্ত যৌবন, ক্লান্ত এই প্রাণ
হারিয়েছি প্রেম আকাঙ্খার সেই গান;
তবুও প্রেম আমায় রাখেনি দূরে
রেখেছে আজও তার উষ্ণতায় ধরে।
নরম কোমল স্বপ্ন দেখায়, লোভ জাগায়
তবু বাস্তবতার চোখ পারি না এড়াতে;
বিবেকের যুক্তি এসে জড়িয়ে ধরে হাতে।
হায় জীবন! এ টানাপোড়েন অনেক ভোগায়।
হৃদয়ে আজ বন্যা আর অঙ্গে ফুলের আভা
স্বর্গ, মর্ত্য বুঁদ হয়ে রয়েছে প্রেমের লাভা
মন ডুবে আছে তার কথা ভেবে
এই নরক যন্ত্রণার নিরাময় কে দেবে?
ভালোবাসা! মেলে কি যুক্তি দিয়ে
কান্নাকাটি, অভিযোগ যাই এড়িয়ে
সবার মনে আসুক আলো, সবার মনে শান্তি
উদার বসন্ত সূর্যের ভোর দূর করুক সকল ভ্রান্তি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment