Friday, 28 August 2015

ধর্ম মানে মানবতার পরাজয়

ধর্ম মানে ভূমধ্য সাগরে কোটি ডলারে
রাজ রাজার নীল উষ্ণ জলে স্নান
ধর্ম মানে দরিদ্র সিরিয়াতে শত শত
অবুঝ নিরীহ শিশুর রক্ত স্নাত প্রাণ।

ধর্ম মানে নাস্তিক ইউরোপে লক্ষ প্রাণের আশ্রয়
সমস্ত আরব কীভাবে চুপ আছে পৃথিবীর বিস্ময়
ধর্ম মানে যুদ্ধ, হানাহানি, লক্ষ প্রাণের ক্ষয়
ধর্ম মানে তরবারীর কাছে মানবতার নিদারুন পরাজয়।  

ধর্ম মানে বৃদ্ধার আর্তনাদ, পিতৃহীন অবোধ শিশু
সংসার ফেলে, প্রাণ নিয়ে ছেড়ে যাওয়া সব পিছু  
ধর্ম মানে রাজনীতি আর ডলার তেলের খেলা
ধর্ম মানে মানুষ নয়, যুদ্ধ যুদ্ধ খেলা।

28-08-2015

No comments:

Post a Comment