Saturday, 17 July 2021
প্রেম - অপ্রেম
প্রেমঃ
চেনা সুরে মোবাইলটা গেয়ে উঠতেই চমকে উঠলো নন্দিনী, এত রাতে! তাড়াতাড়ি ফোন তুলে বললো,
কিরে, ঘুমোসনি এখনও!
আহ্লাদী গলায় বললো শুভংকর, সারাটাদিন এত ব্যস্ততায় গেলো, কিন্তু তোর গলা না শুনলে কি ঘুম আসবে?
অপ্রেমঃ
আজ চারদিন হতে চললো, ঠিক করে কথাই হয়নি শুভংকরের সাথে। অস্থির লাগছে, নন্দিনী আর থাকতে না পেরে ফোন দিয়ে বললো, কিরে কই ছিলি সারাদিন?
কেজো গলায় শুভংকরের জবাব, আর বলিস না, অনেক ব্যস্তরে, সময়ই পাই না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment