Friday 10 December 2021

তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলায় যারা বগল বাজিয়েছিলেন আওয়ামী লীগের একাউন্টে দশ পয়েন্ট যোগ হল বলে তাদের জন্যে পরদিনই দুঃসংবাদ। মানবতা বিরোধী অপরাধের দায়ে বৃটেন, কানাডা আর এমেরিকা ছয় জন বাঘা বাঘা সিনিয়র খাস সরকারী উচ্চপদস্থ কর্মকর্তার তাদের দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করেছে। বিএনপি আর জাপা’র একাউন্টে আবার ছয় ইন্টু দশ ইক্যুয়ালটু ষাট পয়েন্ট যোগ হলো। কারণ তাদের শাসনামালে বাংলাদেশের কোন খাস সরকারী কর্মকর্তারা এরকম নিষেধাজ্ঞার কবলে পরে নাই। অবশ্য এটিকেও জাস্টিফাই করার জন্যে “কোয়াড”কে টানার চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। কিন্তু ক’দিন আগে বাইডেনের “ডেমোক্রেসি সাম্মিট” এও বাংলাদেশকে কেন ডাকা হয়নি তা নিয়ে এখনো জাস্টিফিকেশান আসেনি। যেকোন ইস্যুতে জাস্টিফায়েড লীগারদের একটাই যুক্তি থাকে, জাতীয় পার্টি আর বিএনপির তুলনায় যেহেতু আওয়ামী লীগ ভাল করছে, জনগনের এতেই তুষ্ট থাকা উচিৎ, এরচেয়ে ভাল কিছু আশা করা ঠিক না। কিন্তু ভোট চাওয়ার সময় তারা সেটা বলে না। তখন তারা ঢাকাকে লস এঞ্জেলস আর সিলেটকে ম্যানচেষ্টার বানিয়ে দেয়ার ওয়াদা দেয়। বারো বছর ক্ষমতায় থেকেও যখন তাদের ব্যারোমিটার বদলায় নাই তাহলে আমি সাজেস্ট করি, ক্রিকেট - ফুটবল খেলার প্লেয়ার, কোচ যেমন বিদেশ থেকে আনা হয়, তেমনি বিদেশ থেকে সৎ, দক্ষ পলিটিশিয়ানস এজ ট্রেনার বাংলাদেশে আনা হোক। তারা বাংলাদেশে এক্সপার্ট এন্ড ফেয়ার প্রশাসনের একজাম্পল সেট করুক। জনগনের চয়েস লিস্ট এলাবোরেট হওয়া এখন সময়ের দাবী, নতুন ব্যারোমিটার তৈরী হোক, লেবার পার্টি নাকি কনজার্ভেটিভ, পিভিডিএ না ভিভিডি। নইলে “রাজনীতি আর দুঃশাসনের দুষ্ট চক্র” থেকে এই দেশ, এই জাতি কখনো মুক্তি পাবে না। জেনারেশান বাই জেনারেশান আমরা এসব অসৎ রাজনীতিবিদদের অপশাসন আর তারপর সেটাকে জাস্টিফায়েড লীগ দিয়ে প্রমোট করার ভুক্তভোগী থেকেই যাবো। আর বস্তাপচা ডায়লগতো আছেই, “বিকল্প নেই”। বিকল্প না থাকলে দেশ আর জাতির অস্তিত্বের প্রয়োজনেই সুচিন্তিতভাবে সুস্থ বিকল্প তৈরী করা হোক। বিকল্প নাই বলে, অত্যাচারের বিরুদ্ধে দেশে প্রতিরোধ, প্রতিবাদ নেই আর এর ফল হলো, বিদেশীরা ধরে ধরে এখন সাইজ করে দেবে।

No comments:

Post a Comment