Friday 30 October 2009

আজন্ম লালিত সাধ

জন্মের সাধ আমি সুশীল হবো
পরিস্কার পরিচ্ছন্ন কাপড় পরে
ব্র্যান্ডেড ঘড়ি আর সৌরভে
সুরভিত আলোকিত হয়ে
কেতাদূরস্ত ভাষায়
মহাজ্ঞানী মনীষীদের উদ্ধৃতিসহ
প্রান ভরে শান্তির কথা কব।

রাত বেড়ে গেলে সুশীল সাইটে লগ অফ হয়ে
নিজের মুখোশটা খুলে পাশে রেখে শুয়ে
চিত হয়ে কাত হয়ে নানা ভঙ্গীমায়
গরম ছবির নরম আবর্তনে
নিজের শরীর মনের জ্বালা জুড়াবো।
রাস্তার পাশে হঠাৎ কেঁদে ওঠা
ভিখিরীর ছেলের কর্কশ শব্দে
রাতের রোমান্টিকতার ছন্দ কাটে
দারোয়ান ডেকে কান্নার শব্দকে
বহু দূরে ছুঁড়ে ফেলে দিয়ে
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে
সুখ নিদ্রা যাবো।

সকালে শেভ করে
আবার ব্র্যান্ডেড কাপড়ে আবৃত হয়ে
সুশীল সেজে নতুন বিষয়ের সন্ধানে
তাজা খবরের কাগজএ চোখ রাখা
হঠাৎ নাকে দুর্গন্ধ আসতেই কপাল
কুঁচকে ভিখিরীর ছেলেকে দেখে হেঁকে দেয়া
যারা মানবেতর জীবন যাপন করছে
তাদের ধরা ছোঁয়ার বাইরে থেকে
শুধুই দিনরাত মানবতার কথা কবো
জন্মের সাধ আমি সুশীল হবো।

তানবীরা
০৬.১০.০৯

2 comments:

  1. বেশ জোরেসোরে চড় লাগিয়ে দিলেন!

    ReplyDelete
  2. চড় কাউকে দেইনি মুজিবদা, নিজেকে দিয়েছি। ভালো লাগলো আপনাকে আমার পোষ্টে দেখে

    ReplyDelete