Monday 16 November 2009

পথের শুরু আর শেষ

যেখানে পথের শেষ মনে হয়
আসলে সেখানে নতুন পথের শুরু
অন্ধকারের পেছনেই থাকে
আলোর ঝর্ণা তরু
বুকের মাঝে ক্ষতের দহন
নোনা জলে সন্তরন
অপেক্ষার দীর্ঘতা
মূল্যায়িত করে প্রাপ্যকে
আকাশের বুক থেকে
তারার আলো
ঘিরে রাখে পৃথিবীটাকে
কখনো যদিও একা একা মনে হয়
আসলে কিন্তু কেউ একা নয়।

তানবীরা
১৬.১১.২০০৯

উৎসর্গঃ ব্লগের সূত্র ধরে চেনা কিন্তু একান্ত আপন কিছু সুহৃদ ভাই বন্ধুকে। যাদের কাছে ঋনের শেষ নেই।

No comments:

Post a Comment