Wednesday, 17 October 2012

শারদীয় শুভেচ্ছা



আহা আমার ছেলেবেলা ------- গ্রামের বাড়ি, দুর্গা পূজা, ঢাকের শব্দ, ঠাকুর দেখা, ক্ষীরের সন্দেশ, কলাপাতা ভোগ, শিশিরভেজা সকালের ঘাস মাড়িয়ে হাটা, শিউলি ফুলের মালা গেঁথে গেঁথে হাত রঙীন করা ------ কে আমাকে ফিরিয়ে দিবে? 


অনেকবার ফিরে ফিরে গেছি ছোটবেলা খুঁজে পেতে সেই সে ফেলে আসা জায়গায়। কিন্তু ছোটবেলা ছোটবেলার সাথে হারিয়ে গেছে। এখন ক্ষীরের সন্দেশের জায়গায় চলে এসেছে হরেক রকম নাড়ু আর লাড্ডু। কলাপাতার ভোগ চলে গিয়ে নানা জাতের বাসন, শিউলি ফুলের গাছ অনেক অংগনেই খুঁজে পাওয়া দায়। গ্রামের বাড়ি তার গ্রাম্যতা হারিয়ে আধুনিকতার ছোঁয়ার পেতে উঠতি বয়সের চঞ্চলা সদ্য শহরে আসা কিশোরীর ন্যায় যেনো। যে সব আধুনিকতা এখনো রপ্ত করে উঠতে পারেনি কিন্তু চেষ্টায় আছে। 



ছবি কৃতজ্ঞতাঃ তারেকুল ইসলাম



তানবীরা
১৭/১০/২০১২

No comments:

Post a Comment