Tuesday 7 April 2015

আমাদের প্রিয় ঢাকা

আমাদের প্রিয় ঢাকা চলে এঁকেবেঁকে
সারাবেলা গাড়ি সেথা গিট্টু লেগে থাকে।
পার হয়ে যায় ঠেলা পার হয় নারী,
দুই ধারে জমে থাকে লাইনভর গাড়ি।

কচ কচ ওড়ে বালি, সব লাগে ধাঁধা,
ধুলো পড়ে চারধার হয়ে থাকে সাদা।
গিজগিজ করে সেথা মানুষের ঝাঁক,
দূষণ বাড়িয়ে চলে শত হাঁকডাক।

তার সাথে পাল্লায় সিটি লাইফ চলে
শপিং মলের সারি, ফ্ল্যাট বহুতলে।
ফুটপাতে ফুটপাতে পশরার ঢাল
হরদম জনগণ ভুগিয়া বেহাল।

সকালে, বিকালে গাড়ি ইঞ্চি না নড়ে
গড়িয়ে গড়িয়ে লোকে নিজ গৃহে ফেরে।
গালি দেয় দেশেরে, মাথার চুল ছিঁড়ে
নেই কোনো চেঞ্জ তাতে, ভিড় শুধু বাড়ে।

দিন দিন পরিস্থিতি আরো ঘোরতর
হরতাল, অবরোধে প্রাণ থরথর
পেট্রোল বোমাতে জ্বলিয়া হয় কালা
শহরে পোহাতে হয় হায় শত জ্বালা।

http://www.samakal.net/2015/04/02/128460

No comments:

Post a Comment