Sunday, 27 November 2016

ডাচ এডুকেশান - ১

ডাচ এডুকেশান সিস্টেম এর ভক্ত আমি অনেক দিন থেকেই। সামান্য কিছুটা পড়াশোনা নিজে করেছি। তারপর মেয়ে যখন এখানে স্কুলিং শুরু করলো, গভীর ভাবে তাদের স্কুলিং সাথে আমাদের স্কুলিং এর পার্থক্য দেখেছি আর দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি। জ্বর, শরীর খারাপ কিছুতেই বাচ্চাদের বাসায় রাখা যায় না, স্কুলে যেতে তারা এতোটাই পাগল, আমি কখনো জানতামই না স্কুল এতো আনন্দের জায়গা। এ সব দেখে ভেবেছি অনেক কিন্তু জানি আমাদের ঘা এমন জায়গায় পৌঁছে গেছে কিছুতেই কিছু আর হয়ত হবার নয়, তাই নীরব থেকেছি।

মেয়ে এখন হাই স্কুলে, পড়াশোনা’র প্রকৃতি পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে এর সাথে পরিবর্তন হচ্ছে মনো জগতও। বছরে কয়েকবার করে বাবা-মা দের জন্যে “তথ্যমূলক সন্ধ্যের” আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এই বয়সের ছেলে মেয়ের মনো জগতে যে পরিবর্তন ঘটে, তাদের আচার আচরনে পরিবর্তন আসে, বাবা মা কি জানেন সেগুলো কী করে মোকাবিলা করতে হবে? শুধু পড়াশোনাই তো জীবন নয় এর বাইরেও তো তাদের বড় একটা জীবন আছে। নানা দিকে তাদের পদচারনা আছে, ভুল আছে, শুদ্ধ আছে, যার প্রভাব তাদের পড়াশোনা আর ভবিষ্যত জীবনের ওপপরতে পারে।

আমি এদের শিক্ষা ব্যবস্থা অবাক হয়ে দেখি। বাবা মা’কে কীভাবে প্রস্তূত করে সন্তানদের পরিবর্তিত মানসিক অবস্থা, বয়োসন্ধি, তাদের ভাল লাগা – মন্দ লাগা, তাদের সামাজিক অবস্থাকে সম্মান করে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে সঠিক পথে রাখার জন্যে। কয়েকদিন আগে ছিলো এমনই একটি সন্ধ্যে “সোশ্যাল মিডিয়াতে তোমার সন্তান”। বাবা মা’কে বিশদ ভাবে জানালো হলো এই বয়সের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যস্ত থাকে এবং তারা কী কী করে। কী কী সমস্যায় তারা পরতে পারে। বাবা মায়েরা তাদের সন্তানদের কীভাবে সেখানে সাহায্য করতে পারে।

স্কুল থেকে থিয়েটার গ্রুপ ভাড়া করা হয়েছিলো, তারা প্রতিদিনের জীবনে বাবা মায়ের সাথে সন্তানদের মত বিরোধের বিভিন্ন পরিস্থিতি অভিনয়ের মাধ্যমে তৈরী করে তারপর এক এক বার এক এক জন বাবা মা’কে ডাকছিলো, তুমি এই পরিস্থিতি তে তোমার সন্তান কে কি বলবে? একজন বাবা মায়ের প্রতিক্রিয়ার পর অন্যদের জিজ্ঞেস করা হচ্ছিলো, তোমরা কি এদের সাথে একমত? অন্য কেউ যখন বলছিলো, না, আমি হলে এটা বলতাম, তখন তাকে স্টেজে ডাকা হচ্ছিলো, ঠিকাছে তুমি এটা বলো, দেখি তোমার সন্তান কীভাবে প্রতিক্রিয়া করে? উপস্থিত কলাকুশলীরা দর্শক সারি থেকে উঠে আসা বাবা মায়ের মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন বাস্তবধর্মী প্রতিক্রিয়া দেখাচ্ছিলো যা সাধারণত প্রায় প্রতিটি সংসারে প্রতি দিন ঘটে থাকে। কোন কথার বা আচরনের কী প্রতিক্রিয়া হতে পারে সন্তানের ওপর তার এমন হাতে কলমে শিক্ষা, না দেখলে কখনো ভাবতেই পারতাম না।


কোন দেশের সরকার তার শিক্ষা ব্যবস্থা, তার ভবিষ্যত নাগরিকদের প্রতি কী ধরনের যত্নবান হতে পারে, তার জন্যে কি কি ধরনের অভিনব ব্যবস্থা নিতে পারে তা নিজে অংশ গ্রহন না করলে হয়ত অনুধাবনই করতে পারতাম না। আমাদের দেশে কিছু ফুল নিজ গুনে, নিজ দায়িত্ব ফোটে। কিন্তু এখানে গুনে গুনে সার দিয়ে, পানি দিয়ে অনেক যত্ন করে ফুল ফোটানো হয়। কত কি এদের থেকে শেখার আছে, জানার আছে। সভ্যতা, ভদ্রতা কিংবা উন্নত রাষ্ট্র আর উন্নত জীবন ধারন কী টাকা পয়সা থাকলেই সম্ভব হয়? টাকাটা কোন খাতে খরচ করলে কি পাবো, কি জানবো সেটাও তো আমাদের জানতে হবে।

২৭-১১-২০১৬ 

No comments:

Post a Comment