Sunday 29 July 2018

গরমের ছুটি

বছরের সবচেয়ে সুন্দর সময় এটা। চার ধারে ছুটি ছুটি আমেজ। রাস্তায় গাড়ি নেই বললেই চলে। পাড়াটাও নিঃশব্দ, প্রায় অনেকেই চলে গেছে তাদের ক্যারাভান নিয়ে, কেউ জঙ্গলে, কেউ সমুদ্র তটে। ছয় সপ্তাহ পরে ফিরবে, আবার নিত্য নৈমিত্তিক দিন যাপনে কিন্তু এখন অবকাশ যাপন। অফিসের পাশের মাঠে এক পাল ভেড়া আসে প্রায়ই, তাদের গরমের দিনের বিশেষ পান ভোজন সারতে।


দূরের আশপাশের বাসা থেকে খুটখাট শব্দ ভেসে আসে, অনেকেই বাড়িতে কাজ করাচ্ছেন। নির্মান শ্রমিকদের এখন আকাশ ছোঁয়া চাহিদা। সন্ধ্যে লাগা নরম কমলা বিকেল মেখে থাকে বার্বিকিউ এর ঘ্রাণ। ভোর তিনটে না পেরোতেই চারধার আলো আর সাথে নাম না জানা হরেক রকম পাখিদের কলকাকলি জাগিয়ে দেয়, জানিয়ে দেয়, আলসী মেয়ে ঘুমিয়ে কেন আছো? কটা দিন রোদ উঠেছে, প্রাণ ভরে বাঁচো।


গরমের সময় গোটা ইউরোপের চেহারাটাই বদলে যায়। স্থানীয় অধিবাসীরা সবাই অন্য কোন নির্জনতায়। এরা নির্জনতা খুব উপভোগ করে। আর দর্শনীয় সব স্থান বহিরাগত দিয়ে পূর্ণ। অনেকেরই সাধ থাকে জীবনে অন্তত একবার একটা ইউরোপ ট্যুর, লাইফ টাইম অপুরট্যুনিটি।


ছুটির গন্তব্য ঠিক হয়ে গেলে আমারও খুব ভাল লাগে। দৈনন্দিন ক্লিশে জীবন পেছনে ফেলে কোথাও অবশেষে যাচ্ছি যাচ্ছি ভাবনাটা মনটাকে খানিকটা সতেজ রাখে। গরমের ছুটির দিকে তাকিয়েই তো আদতে পুরোটা বছর কাটে। কোথায় কোথায় যাবো, কি কি করবো, কি খাবো ভাবতে ভাবতে কখন যেনো শিশু হয়ে যাই।


আস্তে আস্তে ফেসবুকের হোম ফীড ভরে যাবে রঙ বেরঙের ছুটির আনন্দের ছবিতে। ভরা থাক স্মৃতি সুধায়, সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার এই মাধ্যমটি খুবই অনন্য। কাছের দূরের সব বন্ধুদের গরমের ছুটির শুভেচ্ছা। আনন্দ করে ছুটি কাটাও। দেখা হবে আবার ছয় সপ্তাহ পরে, যার যার আপন ঘরে। নিরাপদে সবার প্রত্যাগমন কামনা করছি।

১১/০৭/২০১৮

No comments:

Post a Comment