Sunday, 7 May 2023
(দ্যা ওয়ার উইল এন্ড) --- মূলঃ মাহমুদ দারবিশ ভাষান্তরঃ তানবীরা হোসেন
তারপর একদিন যুদ্ধ থেমে যাবে।
নেতারা নিজেদের মধ্যে হাত মেলাবেন।
বৃদ্ধা মা তার মৃত ছেলের পথ চেয়ে অপেক্ষায় বসে রইবেন।
প্রেমময় স্বামীর প্রতীক্ষায় রাত জাগবে মায়াবতী স্ত্রী।
বীর বাবার পদধ্বনির জন্যে প্রহর গুনবে তাঁর সন্তানরা।
কে বিক্রি করেছে আমার মাতৃভূমি, জানি না আমি
কিন্তু কারা এর মূল্য দিয়েছে, সেটা দেখেছি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment