Thursday 16 January 2020

এলোমেলো - ১


এই পৃথিবীতে জাতি হিসেবে “জাপানী”রা হলো বিন্দাস। ভাষা সমস্যার আকড়া এই ইউরোপে তারা বিনা দ্বিধায় জাপানী ভাষায় মেইল পাঠাবে। ইমেলের ডিসপ্লে নাম “জাপানী”তে লেখা, সিগনেচার জাপানী, সাবজেক্ট জাপানী, এটাচমেন্ট ও জাপানী ভাষায় শুধু বডিতে কষ্ট করে, দুই লাইন ইংলিশ।
এবং তারা খুব তড়িত্ব উত্তর আশা করছে এ কথাও মেইলে জানিয়ে দেবে।
পরিচিত কারো সাথে রেস্টুরেন্টে গেলে যদি বলে, আজকে তোমাকে আমি খাওয়াবো, তাহলে ঠিক করে খাওয়ার চিন্তা বাদ দিয়ে দেন।
তার ওপর সে নিজে অর্ডার না করে হাতে মেনু কার্ড ধরায় দিয়ে যদি বলে, তোমার যা ইচ্ছে নাও, খাও, তাহলে বেটার বাসায় এসএমএস করেন, আমার জন্যে কিছু রেখো, আমি বাসায় এসে খাবো।
প্রেম, বিয়ে, সংসার, বন্ধুত্ব কিংবা চাকরী সবই খুব আপেক্ষিক, আঁকড়ে ধরার কিছু নেই। একপক্ষ যতই লয়াল হোক না কেন, যত ভালই সার্ভ করুক না কেন, অন্যপক্ষ যেকোন সময় মত বদলাতে পারে।
বন্ধুত্ব, প্রেম, বিয়ে কিংবা যেকোন সম্পর্কই খানিকটা অন্তর্বাসের মত। কত দামী ব্র্যান্ড তার চেয়ে কতটা আরামদায়ক সেটা জরুরী, নইলে সারাবেলা হাঁসফাঁস লাগে মনে হয় কখন মুক্তি পাবো।
ক্রিসমাস বোনাসঃ (নেট থেকে পাওয়া, খানিকটা পরিমার্জিত)
সান্টাক্লজ কে কেন পুরুষ ভাবি?
আচ্ছা, কোন ভদ্রমহিলা প্রতি বছর একই দিনে একই জামা পরেন!

No comments:

Post a Comment