Sunday, 18 April 2021
এল।আই।জি চিত্র নায়িকা কবরী
বাবু সারোয়ারকে বিয়ে করে কবরী তখন নারায়নগঞ্জে থাকেন, আব্বুর সাথে বিয়ে হয়ে আম্মিও তখন নারায়নগঞ্জে কাছাকাছি ভাড়া বাসায় সংসার পেতেছেন। আব্বুর সাথে আম্মির প্রথম দেখা সিনেমা “নীল আকাশে নীচে” নায়িকা কবরী। আত্মীয় না হয়েও কত শত মানুষের সুখ-দুঃখের স্মৃতিতে তারকারা জড়িয়ে থাকেন।
সুচন্দা, শাবানা, ববিতা, শাহনাজ রহমতুল্লাহ, এদের মত তিনি নিজের কাজ নিয়ে, জীবন দর্শন নিয়ে দ্বিধায় ছিলেন না। জীবনের শেষদিন পর্যন্ত নিজের কাজকে ভালবেসেছেন, কাজ করেছেন, ব্যক্তিত্ব ধরে রেখেছেন, নায়িকার মত সেজেছেন, জীবনকে উপভোগ করেছেন, অন্যদের উপভোগ করতে সাহায্য করেছেন। শী ওয়াজ সো স্টিক টু লাইফ এন্ড লাইভ।
দুই হাজার নয় সালে নির্বাচনে আওয়ামী লীগের হয় সংসদ নির্বাচন করেছেন এবং এম।পিও হয়েছেন। সেসময় আমি দেশে ছিলাম। নির্বাচনের দিন মেজ মামীর সাথে ফোনে কথা হচ্ছিলো, ফোন ছাড়ার সময় মামী বললো, “যাই, কবরীকে ভোটটা দিয়ে আসি”। পুরুষভোটারদের দু-চারটে ভোট যদি অন্য প্রার্থী পেয়েও থাকেন, নারী ভোটারদের ভোট একচেটিয়া কবরী পেয়েছিলেন। কিন্তু নারায়নগঞ্জবাসীদের সেই ভালবাসা তিনি ধরে রাখতে পারেননি। তাদের ভাষায়, রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন নিতান্ত অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং অধনস্তদের সাথে প্রচন্ড তার দুর্ব্যবহার।
দুই-তিন বছর আগে প্রথম আলোতে যখন তার সাক্ষাৎকার ছাপা হয় “আমি একেবারে একলা মানুষ” আমার বুকের মধ্যে গিয়ে লেগেছিলো তার কথাগুলো। এই একাকীত্ব আমার বড্ড চেনা। আমি আমার চেনা বেশ কয়েকজনকে এই সাক্ষাৎকার লিঙ্কটি দিয়েছিলাম। যাদের নিয়ে হাজারো মানুষ স্বপ্ন দেখে, যাদের ছবি কতজনের ঘরে শোভা পায় তারা এক কাপ চা হাতে মন খুলে গল্প করার জন্যে একজন মনের মত সাথী হাতড়ে বেড়ায়। এদিক দিয়ে অনেকেই আছেন, ববিতা, রেখা, হেমা মালিনী, আফসানা মিমি আরো অনেকে। একাকী মানুষের সংখ্যা দিনে দিনে বেড়েই যাচ্ছে। নিঃসঙ্গ মানুষ বাঁচার জন্যে কাজকে আঁকড়ে ধরে, কাজ করতে ভালবাসে, কাজের মধ্যেই তাদের বসবাস, কবরীও এর ব্যতিক্রম ছিলেন না। সিনেমাতেই নিজেকে সমর্পণ করেছিলেন।
কবরী, ববিতা, সুবর্না মুস্তফা, আফজাল, আসাদ, আসাদুজ্জামান নূর, ফেরদৌসী মজুমদার, তারিক আনাম এদের সাথে আমাদের পুরো জীবন কেটেছে। কেউ না হয়েও তারা আমাদের। তাদের মৃত্যু, তাদেরকে হারানোর ব্যথা আমাদেরকে শোকাতুর করে নিতান্ত আপনজন হারানোর মতই। ভালবাসা কবরী আপনাকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment