Friday, 30 April 2021
প্রস্থান
বাবু,
এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷
এক বিকেলে মতিঝিলের সর্বনাশা আন্দোলনের
গায়ের ব্যথা পূর্ণিমাতে বেড়ে গেলে পত্র দিয়ো৷
রুহানী বাপ মামুনুলের কোন বিয়েটায় ব্যথিত হও
সুন্দরীরা ডাগর চোখে যখন দেখে, পত্র দিয়ো৷
কোন প্রলোভন অষ্টপ্রহর কেবল বাজে মনের কোনে
জান্নাতুলের উস্কানিতে ভাসতে থাকো প্রেমের বানে
বাবু আমার, লাইনে এসো, তাড়াতাড়ি লাইনে এসো।
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷
বেহাত হবে রেলের জমি? এসে গেছে কার কী তাতে?
তুমি না হয় আন্দোলনে পথে নেমে ভুল করেছো
নামলে ষড়যন্ত্রে আবার মিথ্যে আশার পরাগ দেখে!
সতেরো জন রুহানি পুত খুন হয়েছে, কী আসে যায়?
জীবন এত সস্তা, আরও নষ্ট হবে,
জান্নাতেরা কতোটা আর কষ্ট দেবে!
তেলাল হাপিস
'যে তেলে দেশ জ্বলে'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment