Wednesday 5 May 2021

বিল গেটস আর মেলিন্ডা ফ্রেঞ্চ

বিল গেটস আর মেলিন্ডা ফ্রেঞ্চ, বিয়ের পর সাতাশ বছর। এই দীর্ঘ পথ পাড়ি দিতে রচনা হয়েছে কত আনন্দ-বেদনার কাব্য। তিনটে সন্তান বড় করেছেন। বৃষ্টিতে ভিজেছেন, জোস্ন্যায় হাত রেখে হেঁটেছেন। হাজারো মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এই পরিবারটি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একটি সাধারণ পরিবারের ডিভোর্সের মত সিদ্ধান্ত নিতে যখন অনেক সময় লাগে তখন এদের লেগেছে কত বছর! এরমধ্যে কত রক্তক্ষরণ হয়েছে, কত কিছু বুকে চেপে টিভির সামনে এসেছেন, ইন্টারভিউ দিয়েছেন, সুখী মানুষের, আর্দশ দম্পত্তির অভিনয় করেছেন, ভেবেছেন তারপরও যদি চালিয়ে নেয়া যায়। বাঙালি জাতির পরিবারটির প্রতি কোন সহমর্মিতা নেই। তাদের কাছে ইস্যু হলো একশো চব্বিশ বিলিয়ন ডলার। মনে হয়, বিল আর মেলিন্ডা তাদের পয়সা বাঙালি জাতির কাছে জমা রেখেছিলো, এখন ঈদের আগে বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভ ভেঙে এই টাকা তাদেরকে বিশেষ করে মেলিন্ডাকে পরিশোধ করতে হবে। এই জাতি বউ, মেয়ে খুন করে টানিয়ে রাখতে অভ্যস্ত, এদের এরকম কিছু হজম করা কঠিন। এক ঘরোয়া আড্ডায় এডভোকেট তারানা হালিম আপা বলেছিলেন, বাংলাদেশে কোন মেয়ে তার বরকে ডিভোর্স দিতে আর্জি দিলে, মেয়ের বিরুদ্ধে তার শ্বশুরবাড়ি চুরির কেইস দেয় নাই, এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে আজ অব্ধি নেই। আর সামান্য কাবিনের টাকা না দেয়ার অসামান্য টালবাহানাতো আছেই। কিন্তু বিদেশে সাধারণত ফিফটি ফিফটি হয় আর এতে পুড়ে যাচ্ছে বাঙালি জাতি তাও অন্যের টাকা। শুধু টাকায় কি সংসার হয়! প্রত্যেক কর্মজীবি মেয়ে সে দেশে হোক কিংবা বিদেশে সংসারে পুরুষদের চেয়ে অনেক বেশী শ্রম দেয়। ব্যতিক্রম বাদ দিলে। সেই অনুসারে ধরলে সেভেন্টি/থার্টি হওয়া উচিৎ। ঘরের বাসনটা কেনা, বাচ্চার এক্সাম, টিচারের সাথে কথা বলা, এই ইউরোপেও সকালের দৃশ্য আশির ভাগ মা বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছেন, অফিস থেকে ছুটি নিচ্ছেন বাচ্চার বিভিন্ন কারণে। বাঙালি জাতি এসবকে সব টেকেন ফো গ্র্যান্টেড ধরে নেয়। বারবার বিলের টাকা নিয়ে কষ্টে মরে যাচ্ছে, এটাকা বিল আর মেলিন্ডার টাকা, দুজনের টাকা, আপনার কষ্টের কোন কারণ নেই ব্রো। হিলারী রডহ্যাম ক্লিনটন, সাব্রিনা সোবহান, আমিনা ত্যাইয়িবা’র মত সংসার অন্তপ্রাণ নন বলে মেলিন্ডা ফ্রেঞ্চকে সাধুবাদ জানাই। যদিও তুলনাটা অসম তারপরও আবার মিল আছে। এই টাকার কারণেই অনেকে সারাজীবন কাটিয়ে দেয়। সুখী হোক বিল আর মেলিন্ডা তাদের সামনের দিনগুলোতে, ভালবাসা তাদের জন্যে এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়…

No comments:

Post a Comment