রাস্তাটা চেনা খেলাগুলোও জানা
শাড়ি গয়না আর রান্না
ঘুষে কাজ না হলে কান্না
কিছুদিন চমক তারপর নিশানা
প্রতিনিয়ত নতুন মক্কেল
পুরনোরা যে পাত্তা দেয়না।
মুখোশ খুলে গেলেই
বেহুশ দিওয়ানা।
চাই আমার সব একা চাই
কাউকে কিছু দিব না
বহুবার ফিরেছি খালি হাতে
কিন্তু লজ্জা আর শিক্ষা হয় না।
ধরেছি শেষ না করে ফিরব না।
চকচক করলেই
যে সোনা হয় না
পড়েছি সবাই বইয়ে কিন্তু
কাজের বেলায় মনে পড়ে না।
তানবীরা
২২.১০.১১
No comments:
Post a Comment