Tuesday, 31 January 2012

তোমাকে ছাড়া বেঁচে থাকা

তোমার দীর্ঘ অনুপস্থিতি আমাকে

তোমাকে ছাড়া বেঁচে থাকা শিখিয়েছে

তোমার নির্দয় চলে যাওয়া আমাকে

চোখে জল নিয়ে মুখে হাসি দিয়েছে

হাত বাড়িয়ে তোমাকে ছুঁতে না পারার

বেদনা শীতল নিজেকে গোটানো দেখিয়েছে।

জানিয়েছে এভাবেও বেঁচে থাকা যায়

অসহ্য যন্ত্রনায় তোমার বুকে কাঁদতে না পেরে

শিখেছি কান্না কি করে গিলে ফেলতে হয়

জীবনের প্রতিটি আঘাত আমাকে আরো দৃঢ় করেছে

আজ আমি জানি জীবন কাটবে জীবনের নিয়মে

ভালবাসা হারিয়ে যাবে ভালবাসার নিয়মে

তারপরো অপ্রত্যাশিত কোন আশা মনে নিয়ে

রোজ সকালে আমি চোখ মেলি।

প্রতিদিন আমি পথ চলি।

তানবীরা

৩১/০১/২০১২

No comments:

Post a Comment