Tuesday, 10 January 2012

কি কথা সে রেখে যায় ......


দৈন্দদিন জীবন, একই রকম পথচলা
রোজ রোজ এলোমেলো টিভি দেখা
ফেসবুকে নিত্যনতুন উদ্ভাবনী স্ট্যাটাস পড়া
অভিজ্ঞতাসমৃদ্ধ জ্বালাময়ী ব্লগ পড়া
পড়ছি অনেক দেখছিও বহু
ল্যাপটপ বা টিভি বন্ধ করলে
স্ট্যাটাস আপডেটেড হয়ে গেলে
মনে থাকছে না কিছুই।

ভুলে যাই কি যেন কি ছিল
গানগুলো বাজে কিংবা
লেখাগুলো মূল্যহীন তা কিন্তু নয়
তারপরও কোথাও হারিয়ে যায়
হঠাৎ হঠাৎ এই মানেহীন গতানুগতিকতা
ভেঙ্গে, আচমকা কোন গানের দুটো কলি
কিংবা কারো একখানা এলেবেলে স্ট্যাটাস
নিজের অজান্তেই মাথায় গেঁথে যায়।

তারপর দিনভর অলস মাথাকে
নাড়া দিতে থাকে।
ভুলে যাওয়া অনেক কথাকে মনে পড়াতে
দিনভর লাইনদুটো ঘুরে ফিরে মনে আসে
মনে পড়ে কখনো এই আমি
হয়ত অন্য আমি ছিলাম
খুব সামান্য বৃষ্টিতেই খুশি হতাম
কিংবা অসামান্য জোস্ন্যায় ভেসে যেতাম।

তানবীরা
২৭/১২/২০১১

ডেকে যায়

No comments:

Post a Comment