Thursday 19 May 2016

জার্ণাল মে ২০১৬

১. আজকাল কথায় কথায় লোকে ফতোয়া দিচ্ছে, রাষ্ট্রদোহী-নাস্তিক! নাস্তিকরা কী রাষ্ট্রদোহী? রাস্ট্রের প্রতি আনুগত্য থাকতে হলে কী ধর্মপ্রাণ হতে হবে? নাস্তিকতা কী তাহলে রাষ্ট্রদোহীতার শামিল? কোন প্রতিষ্ঠানে বিশ্বাস না রাখা কী তাহলে বাংলাদেশের সংবিধানে অপরাধ? সংবিধানের কোন অনুচ্ছেদে আছে এটি? বেগম রোকেয়া, রাজা রামমোহন রায়, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, আরজ আলী মাতুব্বর, আহমেদ শরীফ, আহমেদ ছফা, হুমায়ূন আজাদ, অজয় রায় তারা কি তবে অপরাধী? তারা দেশদ্রোহী হলে তবে দেশ প্রেমিক কারা?

২. মাইকে ঘোষনা দিয়ে, নামাজ, জানাজা, কিংবা বন্যা দুর্গতদের সাহায্য, ঘূর্ণি ঝড় আক্রান্তদের সাহায্য, আগুনে পুড়ে যাওয়া মানুষকে সাহায্যের জন্যে ডাকা হলে কেউ আসে না। শুধু আসে যেখানে লাঠি সোটার কারবার আছে। অথচ আমি হলফ করে বলতে পারি, আজ যদি এমেরিকা, সুইডেন, নরওয়ে, জার্মানী, নেদারল্যান্ডস বলে, বাংলাদেশ থেকে আমরা নাস্তিক কিংবা হিন্দু – খ্রিস্টানদের নিয়ে আসবো, পাকা পায়খানা মানে রাজনৈতিক আশ্রয় দিবো দেখা যাবে এই সব মাইক ওয়ালা মুমিন বান্দারা, লুঙ্গি খুলে প্যান্ট পরে, বাবা – দাদার পরিচয় বদলে সবার আগে নাস্তিকের সার্টিফিকেট নেয়ার লাইনে এসে দাঁড়াবে ... জান বাজি রেখে নাস্তিক সাজার হুল্লোড় লেগে যাবে। বেহেস্তের মায়া পকেটে রেখে পশ্চিমের মায়ায় দৌড়াতে থাকবে

৩. বাংলাদেশে ইসলাম রক্ষা করতে শেখ পরিবারের পরে সবচেয়ে যোগ্য হলো ওসমান পরিবার,  তাতে কোন সন্দেহ নেই। ইসলামের মত দুর্বল বস্তু, আল্লাহ নিজে রক্ষা না করে তাদের হাতেই ছেড়ে দিলেন কেন সেটাও বোধগম্য নয়। ওসমান পরিবারের সাথে শেখ পরিবারের গিরিঙ্গিটা ঠিক কোথায়, পরিস্কার হচ্ছে না। পার্সেন্টেজের সমস্যা? আপায় বিদেশ গেলো আর হুড়মুড় করে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীরা একে একে ন্যায় আর নীতির বাক্য আওরাতে শুরু করলো! ঘটনা কী, এতো দিন এতো নৈতিকতা আর্দশ কোথায় তেল নিতে গেছিলো! পুরাই, ডি।এম।কে।কে কেস

৪.  আইভি আপা কী নারায়নগঞ্জে নাই? ঢাকায় নাই? বাংলাদেশে নাই? পৃথিবীতে নাই? মহাবিশ্বে নাই?

৫.  ধর্ম ব্যবহার তো সবে জমতেছে ...খেলা আর বহুদূর যাবে। নাস্তিকের কল্লার পরও আরো কল্লা আছে ... এই কল্লা  নিয়ে যাবে সেই কল্লার কাছে

২০/০৫/২০১৬


No comments:

Post a Comment