Friday 25 September 2020

ডাক নাম

লং ড্রাইভ থাকলে গাড়িতে বসে দার্শনিক প্রশ্ন করা মেঘমালার ছোট বয়সের স্বভাব। তার জগত, তার স্কুল, তার বন্ধু সব মাল্টিকালচারাল। এবারের প্রশ্ন হলো, সব মানুষ একটা নাম পায়, বাংলা মানুষ কেন দুটো নাম পায়? মেঘের বাংলা এই রকমই। আমি কখনো এই দিকটা ভাবিনি, জন্ম থেকেই এতে অভ্যস্ত, তাই হয়ত। যদিও আমার নন-বেংগলি ভারতীয় বন্ধুরা এই নিয়ে প্রায়ই বলতো। ভারতেও শুধু বাঙালিদের দুটো নাম কিন্তু মোর অর লেস বাকি সব জাতিদের একটিই নাম। নাম থেকে পেট নেম অহরহ হয়, বারবারা হয় বার্বি, ক্যাথিলিন – ক্যাথি, জেনিফার – জেন কিংবা রুডলফ – রুডি। বেশ কয়েকটি নামের সংমিশ্রণে হয় আফ্রিকান, এরাবিয়ানদের পুরো নাম যার থেকে একটি নিয়ে সবাই ডাকে। কিন্তু উত্তর মেরু টু দক্ষিন মেরু ডাক নাম আর ভাল নাম কি শুধু বাঙালিদেরই হয়? উদাহরণ, সুজাতার ডাক নাম পলি, রঞ্জনের ডাক নাম হারুন ইত্যাদি। এক নামের সাথে অন্য নাম রিলেট করা যায় না। এজ প্রমিজড টু মেঘ, অন্তর্জালে এই নিয়ে গুতাগুতি করলাম, কাছের জ্ঞানী বন্ধুদের জিজ্ঞেস করলাম, অনেকেরই নিজের ব্যাখ্যা আছে, যুক্তি আছে, কিন্তু আমি যেটা চাইছি, ডাক নাম প্রচলনের ইতিহাস, কোথা থেকে এই প্রচলন এলো, কেন এলো, কিসের প্রয়োজনে এলো? ভারতবর্ষ বারবার তার নিজস্ব সাংস্কৃতি হারিয়েছে দখলদারদের কাছে। মুগল, ইংলিশ সবাই অনেক অনেক দিন শাসন করার ফলে বাইরের অনেক জিনিসই সংস্কৃতিতে স্বতঃসিদ্ধ হয়ে ছড়িয়ে গেছে যা আদৌ ভারতীয় নয়, বিরিয়ানীর মত। কেউ যদি এই নিয়ে কিছু জানেন, আলোকপাত করেন, বাধিত হবো। অগ্রীম ধন্যবাদ।

No comments:

Post a Comment