Wednesday 30 September 2020

সতের কোটি ভেড়ার পালের, হে মুগ্ধ জননী বাই জো! যাই করে রেখেছো, মানুষ কর নি।

ফেবুতে এক আপা আছেন যিনি ইউরোপের শান, আপু নিজেই বলেন এই কথা, তো তিনি ভিডিও ব্লগ করেন, আজকাল ভিডিও ব্লগ বেশ জনপ্রিয়, বেশির ভাগই তিনি রান্না-বান্নার ভিডিও আপ্লোড দেন। তার ভিডিও মানেই অন এন এভারেজ বিশ হাজার লাইক আর দেড় হাজার কমেন্টের ছড়াছড়ি, সেটা ল্যাটকা খিচুড়ি থেকে মাংসের স্টেক কিংবা আপা বেড়াইতে বের হইছেন কিংবা দাওয়াতে গেছেন, বিষয় যাই হোক না কেন। আপা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেন, সম্ভবত এটিও তার জনপ্রিয়তার একটি কারণ। আপা বেশ সুন্দর করে সেজেগুজে পরিপাটি হয়েই ভিডিও করেন। সীমের বিচি দিয়ে আইর মাছ রান্নার ভিডিওর নীচে, সে সময় সেই পোস্টে নয়শ বাহাত্তরটা মন্তব্য ছিলো, বাঙালি এই রান্নার মধ্যে কি কি খুঁজে পেলো আর পেলো না সেই কৌতুহলবশত “নেই কাজ তো খই ভাজ” করে ভিডিওর নীচে কমেন্টগুলো পড়তে গেছি, মন্তব্য পড়ার পর হায় আমার দৃষ্টি নতুন দিশা খুঁজে পেলো। সাধারণভাবে মন্তব্যগুলোকে ছয় ভাগে ভাগ করা যায়ঃ সহমত মন্তব্যঃ রান্না ভাল হয়েছে আপু, পরের ভিডিও কবে দেবেন, আগের দিনে করলাটা মজার ছিলো, চিংড়ি দিয়ে ভিন্ডি রান্নাটা কবে দিবেন আপু, আপনাকে খুব ভাল লাগে আপু, চালিয়ে যান আপু, আমরা আছি আপনার পাশে ইত্যাদি ইত্যাদি। অনুভুতিমূলক মন্তব্যঃ এই যে বেপর্দা হইয়া রান্না’র ব্লক করতেছেন, পুরুষদেরকে নিজের চেহারা দেখাইতেছেন, হাশরের মাঠের কথা ভাইবেন আপু, এই দুনিয়াই দুনিয়া না। এসব যে ভিডিও করেন, আল্লাহ’র কাছে কি জবাব দিবেন? উপদেশমূলক মন্তব্যঃ ভাইয়াকে ভাল পাইয়া এসব কইরা যাইতেছেন, আপনার কথা শুনে আপ্নার জামাই তাই ইচ্ছামত নাচাইতেছেন তারে, এসব বাদ দিয়ে মন দিয়ে সংসার করেন আপু। আপু আপনাদের বেবি নাই? কতদিন হইছে বিয়ে হইছে আপু? বেবি কবে নিবেন? এসব ভিডিও দিয়ে কি করবেন, আসল কোন কাজ খুঁজেন, কাজ করেন। গঠনমূলক সমালোচনা মন্তব্যঃ আপু আমি সিলেটের, নোয়াখালীর ভাষা বুঝি না, নেক্সট ভিডিও সিলেটি ভাষায় করবেন প্লিজ। আর ভিডিও করার সময় ভাইয়াকে বলবেন আর একটু পাশ থেকে ক্যামেরাটা ধরতে তাহলে ঐপাশের ওটা আমরা ভাল দেখতে পাবো ইত্যাদি ইত্যাদি। অপমানজনক মন্তব্যঃ আপু খাওয়া একটু কমান, স্বাস্থ্যের অবস্থা দেখছেন নিজের, ভুটকি কুনহানকার। রান্নাবান্না নিয়ে ব্লক করতে চাইলে সুন্দর রান্নাঘর লাগে আপু, আগে বাসা বদলান, সুন্দর রান্নাঘর হইলে তারপর ভিডিও দিয়েন। আপু জবাব দিয়েছেন, সুন্দর বাসা খুঁজতেছি কিন্তু এখনও পাই নি, আই মাস্ট সে, আপু ইজ রিয়েল জেনারাস। আপু এসব হাড়ি পাতিল দিয়ে কি ব্লক চলবে? ভাল হাড়ি পাতিল কিনেন। আপনি তো আপু দেখি কেকা আন্টিকে ফেইল করিয়ে দিবেন। যদিও আপু নিজেও কেকা ফেরদৌসিকে নিয়ে সমানে ভ্যাংচাভ্যাংচি করেন তার ভিডিওতে। সবসময়তো দেখি মাইনষের বাসায় দাওয়াত খান, নিজের বাসায় তো ডাকতে দেখি না কখনো। খোঁজ-খবরমূলক মন্তব্যঃ কোন দেশে থাকেন আপু? কতদিন আছেন? পাসপোর্ট আছে? কাজ করেন? ভাইয়া কি করে? যেগুলো উল্লেখ করার মত সেগুলোই করলাম, ছাপার অযোগ্য মন্তব্যও আছে। বলাবাহুল্য এসব মন্তব্যের বেশির ভাগই পুরুষের ছবি ও নামওয়ালা আইডি থেকে করা। বাংলাদেশের ছেলেদের রান্নাবান্নার প্রতি এত আগ্রহ কবে থেকে জন্মালো! দেশতো তাহলে আসলেই বদলেছে! আপু যেহেতু আমার লেখার বিষয় না তাই সঙ্গত কারণেই তার নাম উল্লেখ করলাম না। অভিজিত ভাই খুন হওয়ার পর মাঝে মধ্যে মুক্তমনাদের লেখা বিডিনিউজে আসতো, তখন থেকে লেখার নীচে মাঝে মাঝে মন্তব্য পড়ার শুরু। লেখাটা নয় তার নীচের মন্তব্যগুলোই আমি ভাবি আসল বাংলাদেশ। এন্ড আই মাস্ট সে, সতের কোটি ভেড়ার পালের, হে মুগ্ধ জননী বাই জো! যাই করে রেখেছো, মানুষ কর নি।

No comments:

Post a Comment