Sunday, 3 January 2021
The Corpse of Anna Fritz
অবশেষে, স্প্যানিশ মুভি The Corpse of Anna Fritz [2015] দেখলাম। সহকারী লেখক ও পরিচালক Hèctor Hernández Vicens। প্রথমে মনে হচ্ছিলো, সুস্মিতা সেনকে নিয়ে সৃজিত মূখার্জীর বানানো “নির্বাক” (২০১৫) এর কাছাকাছি। কিছুদিন আগে খবরে পড়েও ছিলাম, মৃত লাশের সাথে নির্যাতনের ঘটনা। এর আগেও পড়েছিলাম, কবর থেকে তুলে লাশকে নির্যাতনের ঘটনা। অনেক মেয়েই দুঃখ করে বলেন, মরলেই শান্তি। আসলে মরেও মেয়েদের শান্তি নেই, কবরে যতদিন দেহাবশেষ আছে ততদিনও নয়। মনে হচ্ছে যথেষ্ঠ স্পয়লার দেয়া হয়েছে? আচ্ছা, সিনেমাটা দেখার পর না হয়, জানাবেন।
দুই হাজার পনেরর পনেরই মার্চে টেক্সাসের সাউথ বাই সাউথওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অক্টোবরে স্পেনে সিনেমাটি রিলিজ দেয়া হলে নয় হাজার জন দেখে। দুই হাজার ষোল সালের ফ্রেব্রুয়ারিতে পরিচালক দেখেন, ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে ফিলিপাইনে সিনেমাটি অবৈধভাবে পাঁচ থেকে সাত মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। তাকে এই নিয়ে আইনের আশ্রয় নিতে হয়েছে। যথেষ্ঠ ভাল রিভিউ পেয়েছে সিনেমাটি তবে, অনেকেই একে শর্ট ফিল্মের ক্যাটাগরীতে ফেলেছেন। দুই হাজার উনিশে একই প্লটে Husma নামে একটি সিংহল সিনেমাও বানানো হয়েছে।
স্প্যানিশ ভাষায় বানানো সিনেমাটি ইংরেজি সাবটাইটেল সহ নেটে এভেইলেভল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment