Saturday 20 February 2021

“Beyond Rangoon” নো স্পয়লার

সামরিক জান্তা কিংবা সামরিক শাসন আর বার্মা কিংবা অধুনা মায়ানমার একে অপরের অন্য নাম।
(উনিশো পচানব্বই) সিনেমাটি যদিও সাহিত্যের চিত্ররূপ কিন্তু ভুক্তভোগীর অভিজ্ঞতার সত্যতার চিত্রায়ন এটি। এলেক্স ল্যাস্কারের চিত্রনাট্য, জন বুরম্যানের পরিচালনা সাথে প্যাট্রিসিয়া আর্কেটে আর ইউ উং কো এর দূর্দান্ত অভিনয় আপনাকে কিছুক্ষণের জন্যে নিজের বাস্তবতা থেকে দূরে রাখবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৃশংসতা আর ভয়াবহতা কিছুটা উপলব্ধি করা যায় এই সিনেমাতেও। মায়ানমারের বাস্তবতায় এবং ইতিহাসে এই ছবিটির অনেক প্রভাব আছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন। সমগ্র ইউরোপে সিনেমাটি কয়েক সপ্তাহ চালানোর পরে, বার্মিজ সামরিক জান্তা নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সু চিকে (ছবিতে চিত্রিত) কঠোর গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দিয়েছিলো। প্রখ্যাত গণতন্ত্র নেতা বিবিসির সাথে তার প্রথম সাক্ষাত্কারে চলচ্চিত্র নির্মাতাদের তার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছিলেন। কয়েক বছর পরে সু চিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল, তবে উনিশো আটাশির গণহত্যার ঘটনা ও সামরিক শাসকদের নিষ্ঠুরতার একটি "অদৃশ্য" ট্র্যাজেডির প্রতি বিশ্ব মনোযোগ বাড়াতে সহায়তা করেছিলো এই সিনেমা। দ্য নিউইয়র্কের সমালোচক ছবিটিকে "নির্ভীক মাস্টারপিস" বলে অভিহিত করেছিলেন, আর্কেটের অভিনয়ের প্রশংসা এবং বার্মার রাজনৈতিক দমনকে পরিস্ফুট করে তোলার স্বীকৃতি দিয়ে রজার এবার্ট ছবিটিকে চারের মধ্যে তিন দিয়েছিলেন। ছবিটি শুধুমাত্র ফ্রান্সে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, বাকি বিশ্বে অর্থনৈতিক সফলতার মুখ দেখেনি, এরজন্যে অবশ্য পরিচালক, বার্মিজ সরকার আর মালোয়শিয়ান সরকারের হস্তক্ষেপকে দায়ী করেছেন। চলচ্চিত্র সমালোচক তুলিও কেজিচ চলচ্চিত্রটির তুলনা রোসেলিনির ক্লাসিকের সাথে তুলনা করেছেন। উনিশো পচানব্বই সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি একটি অফিসিয়াল সিলেকশন ছিল। অং সান সূ চীকে পুরো সিনেমায় মায়ানমারের গনতন্ত্রের একমাত্র আশার আলো হিসেবে দেখানো হয়েছে। সিনেমাটির বেশিরভাগ অংশের চিত্রায়ন হয়েছে মালোশিয়ায়। অপরূপ নৈসর্গিক দৃশ্য। জন বুরম্যান নৈসর্গিক ও জঙ্গলের দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আলাদা একটি বিশেষ ভিজ্যুয়াল অনুভূতি রাখেন, এর প্রমাণ "দ্য এমেরাল্ড ফরেস্ট"। নৌকায় এবং পায়ে হেঁটে থাই সীমান্ত পথে যাত্রা করার ফলে, তিনি ইরাবতী নদীর এমন একটি বাষ্পীয় দৃশ্যের সৃষ্টি করেছেন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের সন্ত্রাস মিলেমিশে একাকার। সিনেমাটি আমাজন প্রাইম আর অন্যান্য ফ্রী ওয়েবসাইটেও আছে।

No comments:

Post a Comment