Wednesday 10 March 2021

ডাচ সাধারণ নির্বাচন ২০২১

সামনের সতেরই মার্চ নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচন। আমাদের বাঙালিদের জন্যে খানিকটা অদ্ভূদ ব্যাপার। এ কেমন দেশ যেখানে নাহি মিছিলের ছটা জনসভার ঘনঘটা নাহি শ্লোগান নাহি পোস্টারিং এর রেশ হ্যাঁ, দৈনন্দিন কাজ ফেলে এখানে বক্তৃতা শুনতে যাওয়ার ফুরসত মানুষের কম, আর তাই ডিবেট চলে টিভিতে আর আজকাল সোশ্যাল মিডিয়ায় লাইভ। বাসায় বাসায় প্রতিদ্বন্দ্বীদের তালিকা পাঠিয়ে দেয়া হয়েছে। ঠিক যেভাবে বুথে থাকবে সেইভাবে। প্রতি চার বছরে নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচন হয় আর এখানে কোন এলাকাভিত্তিক ব্যাপার নেই, যেকোন এলাকার লোক, যে কাউকেই ভোট দিতে পারে। আমস্টার্ডামে বসবাসকারীর যদি হেগের প্রার্থী পছন্দ তাকেই ভোট করতে পারে কিংবা উল্টোটা। ভিভিডি আছে এক নম্বর কলামে আর তার এক নম্বর প্রতিদ্বন্দ্বী মার্ক রুতে। ডাচ ডিপ্ল্যোম্যাট সিগ্রিট কাখ তার টেলিভিশিন ডিবেট থেকে আলোচনায় উঠে এসেছেন। যদিও তিনি মার্কে রুতের মন্ত্রীসভায় বৈদেশিক বানিজ্য ও উন্নয়ন মন্ত্রী ছিলেন কিন্তু তিনি এখন প্রতিদ্বন্দ্বীতা করছেন ডিসিক্সটি সিক্স থেকে। পৃথিবীতে মেয়েরা কোথায় সবচেয়ে নিরাপদে এবং ভাল আছে তারওপর ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট ২০২০তে ডেনমার্ক আর সুইডেনের পরেই নেদারল্যান্ডসের মেয়েদের অবস্থান তারপরও জেন্ডার ইনইক্যুইলিটি, জেন্ডার ডিসক্রিমিনেশান তার ক্যাম্পিং এর প্রধান বিষয় যেটা মেয়েদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। নেদারল্যান্ডসের হিলারী ক্লিনটন বলা চলে। ধারনা করা হচ্ছে, রুতের সাথে কাখের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তিনি আছেন লিস্টের চার নম্বর কলামের এক নম্বরে। কে কয়টা রাস্তা বানিয়েছে, কার্পেটিং করেছে কিনা, গাড়ি গ্রামের বাড়ি অব্ধি যায় কিনা এটা নিয়ে এখানে ভোটাভুটি হয় না। এই পৃথিবীর সমস্যা অন্য। এখানে বাচ্চাদের ডেকেয়ারে সরকার কতটুকু সাবসিডি দিবে, মিনিমাম বেতনের পরিমান এখন বাড়িয়ে দেয়া উচিৎ, পড়াশোনায় সরকার কতটুকু সাবসিডি বাড়াবে ইত্যাদি ইত্যাদি পয়েন্টে হবে ভোটাভুটি। আমার নজর কেড়েছে এই পয়েন্টগুলো অতীতের দাসপ্রথার জন্যে নেদারল্যান্ডস সরকারের প্রকাশ্য ক্ষমা প্রার্থণা করা কি উচিৎ? এই বছরের থার্টি ফাস্টে ফায়ার ওয়ার্ক্স করার সুযোগ দিতে হবে যারা মাংস কিনবে/খাবে তাদের বেশি/এক্সট্রা ট্যাক্স দিতে হবে এই ডাচ নির্বাচনে বাংলাদেশেরও একজন প্রার্থী আছে, আমাদের ছোটবোন সুকন্ঠী গায়িকা শম্পার বর নীলস (Niels van den Berge) আমাদের বাংলাদেশের জামাই। খ্রুনেলিঙ্কস আছে লিস্টের পাঁচ নম্বরে আর নীলসের নম্বর হলো বারো। আর অন্যসবার মত শম্পাও নির্বাচন নিয়ে অনেক টেনশানে আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এবং তরুণ জেনারেশানের কাছে খ্রুনেলিঙ্কস বেশ জনপ্রিয়। জলবায়ু-পরিবেশ রক্ষা আন্দোলন ছাড়াও তারা কথা দিয়েছে, তারা ক্যাবিনেটে গেলে, ছাত্রছাত্রীদের “বেসিক স্কলারশিপ সিস্টেম” আবার ফিরিয়ে আনবে। স্টুডেন্টদের আর জিরো পার্সেন্ট রেন্টে লোন নিয়ে পড়াশোনার পুরো খরচ টানতে হবে না। যাদের ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে আছে তাদের জন্য অত্যন্ত সুখবর। কে ক্ষমতায় যাবে সেটাই শুধু গুরুত্বপূর্ণ নয়, বেশি সিট পেলে ক্যাবিনেটে অন্তত তর্ক করতে পারবে, ভেটো দিতে পারবে, লড়তে পারবে অধিকারের জন্যে। আলু ভর্তা আর ডাল নীলসের প্রিয় খাবার, নিজেই রাঁধতে পারে। আমাদের বাংলাদেশের জামাই বলে সব বাঙালিদের ভোট নীলস পেতেই পারে। ভেরি বেস্ট উইশেস নীলস আর শম্পা। বাঙালি ভোটারদের জন্যে করা নীলসের বিশেষ ভিডিওটি মন্তব্যে জুড়ে দিলাম। কে কি গুরুত্বপূর্ন ভাবো, তার ওপরে ভিত্তি করে দল নির্বাচন করতে চাও, সেজন্যে প্রতিবারের মত এবারও নির্বাচনী মেনিফেস্টোর ওয়েবসাইট লিঙ্ক বানানো হয়েছে। মন্তব্যের ঘরে আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিও। সবাই নিজের পছন্দমত ভোট দেয়াটাই ভাল, কারণ এখানে সাধারণতঃ একক কোন পার্টি ক্যাবিনেট বানানোর মত সংখ্যাগরিষ্ঠতা পায় না, বেশীরভাগই কোয়ালিশন হয়। লেখাটা মূলত তাদের জন্যে যারা বলো, আপু আপনি একটু ফেসবুকে লিখে দিয়েন <3 https://tweedekamer2021.stemwijzer.nl/#/

No comments:

Post a Comment