Thursday 25 March 2021

দ্যা করোনা ডায়রী অফ তাতা ফ্র্যাঙ্ক – তেইশে মার্চ

কুইন জুলিয়ানা তারপর কুইন বিয়াট্রিক্স, লং হিস্ট্রি অফ উইম্যান এম্পাওরমেন্ট। সিগ্রিড কাখকে নিয়ে আবারও উইম্যান এম্পাওরমেন্টের দিকে ঝুঁকে ছিলো নেদারল্যান্ডস। কিন্তু ইতিহাসের অংশ হয়ে গেলো সতেরই মার্চের এই নির্বাচন। পরপর চার বারের মত ভিভিডি লীডিং এবং মার্ক রুতে প্রাইম মিনিস্টার, মিডিয়ার মতে, এই বিজয়ের পুরো কৃতিত্ব মার্ক রুতের। ইউরোপে সবচেয়ে বেশী দিন জনপ্রিয়তার সাথে সার্ভ করে যাওয়া লীডারের খাতায় এখন রুতে। ডাচেরা এই নির্বাচনে পরিবর্তনের চেয়ে দেশের অর্থনৈতিক স্থিরতা-অগ্রগতিকে বেশি গুরুত্ব দিয়েছে। নেদারল্যান্ডসের ঐতিহ্য ধরে রেখে কোয়ালিয়শন সরকার, তবে আশার কথা সমভাবাপন্ন চিন্তার দলগুলোর মধ্যে কোয়ালিয়শন, এক্সট্রিম লেফট আর এক্সট্রিম রাইটের মধ্যে নয়। পুরো ইউরোপ ভ্যাক্সিন নিয়ে অরাজকতায় তার মধ্যে নেদারল্যান্ডসের অরাজকতা সীমাহীন। “ল্যান্ড অফ লজিস্টিক” বলা হয় যাদের তারা ঠিক করে কোম্পানী প্রোডাকশান অনুপাত দেখে ভ্যাক্সিন অর্ডার করতে পারে নাই, যাও মজুদ আছে তাও সবাইকে ঠিক করে দেয়া হয় নাই, এক তৃতীয়াংশ ভ্যাক্সিন বাক্সের মধ্যে এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। রুতে সাহিত্যিক ভাষা প্রয়োগ করে জনতাকে শান্ত রাখার চেষ্টা করছে। লাইডেন ইউনিভার্সিটি জনসন এন্ড জনসনের সাথে “ইয়ানসেন” ভ্যাক্সিন আনছে, সব ঠিক থাকলে ডাচ এই ভ্যাক্সিনটি হবে পৃথিবীর চতুর্থ করোনা ভ্যাক্সিন, আঠারো বছরের ওপরে সবাইকে একটি ডোজ দিতে হবে, আমরা সাধারণ জনগন হয়ত খাঁটি ওলন্দাজ ভ্যাক্সিন পাবো। প্রিমিয়ে মার্ক রুতেঃ লোকে বলে সুন্দর সময় “এখন”, আমি বলছি না, সুন্দর সময় সামনে আসছে, গরমের সময়, আশাকরি এরমধ্যে ষাটোর্ধ্ব আর দুর্বল স্বাস্থ্যের সবাইকে ভ্যাক্সিন দেয়া শেষ হয়ে যাবে। দু’সপ্তাহ আগে বলেছিলাম, ইস্টারের আগে কিছু নিয়ম শিথিল করা যায় কিনা সেটা নিয়ে কথা বলবো। দুঃখের সাথে জানাতে হচ্ছে, সংক্রমণের হার কমেনি, আইসিইউ এবং হাসপাতালে ভীড় আরো বেড়েছে তাই লকডাউন আর কার্ফিউ বিশে এপ্রিল অব্ধি বাড়াতে হচ্ছে তবে আমরা ডে-লাইট সেভিং এ যাচ্ছি বলে একত্রিশে মার্চ বুধবার থেকে কার্ফিউর সময় রাত নয়টার পরিবর্তে রাত দশটা থেকে ভোর সাড়ে চারটা করা হলো। সমস্ত পৃথিবীর করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্র্যাভেল ব্যান পনেরই মে পর্যন্ত বাড়ানো হলো। সামনের ছুটির দিনগুলোতে সবাইকে নেদারল্যান্ডসেই ছুটি কাটাতে অনুরোধ করা হচ্ছে, আপাতত দেশের বাইরে নয়। অতি প্রয়োজন ছাড়া কেউ নেদারল্যান্ডসে আসলে কিংবা নেদারল্যান্ডসের বাইরে গেলে ছয় হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। ছোট ব্যবসায়ীরা যারা আজকের সন্ধ্যায় আবারও আশাহত হয়েছেন তাদের বলতে চাই, সরকার থেকে আপনাদের সাহায্য দেয়া অব্যাহত থাকবে, বন্ধ করে দেয়া হবে না, শুধু ক্ষতি পুষিয়ে নিতেই সমর্থণ দেয়া হবে না, নতুন করে আবার শুরু করতেও সমর্থণ দেয়া হবে। তেরোই এপ্রিলের প্রেস কনফারেন্সে পরবর্তী পরিস্থিতি জানানো হবে। স্বাস্থ্যমন্ত্রী হুগো দ্যা ইয়ংঃ জুনের শেষের দিক আশা করা হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ত্রিশ বছরের মধ্যে যারা আছেন তাদেরও ভ্যাক্সিন দেয়া হয়ে যাবে। আশাকরছি জুলাইয়ের মধ্যে বিশ বছর বয়সীসহ সবার প্রথম ডোজ নেয়া হয়ে যাবে আর দুই তৃতীয়াংশ মানুষের ভ্যাক্সিন কোর্স পুরোই শেষ হয়ে যাবে বলে আশা করছি। বারোই এপ্রিল সেলফ টেস্টের প্রথম কিটের লট পাওয়া যাবে আশা করা হচ্ছে সেটা প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে তারপর ছাব্বিশে এপ্রিল থেকে সবাই নিজে নিজেই টেস্ট করতে পারবে, উচ্চশিক্ষা থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্র পুরোপুরি খুলে দেয়া হবে। দুই হাজার বাইশের প্রথম কোয়ার্টারের জন্যে ভ্যাক্সিনের অর্ডার দেয়া হয়ে গেছে। আমাদের ধারনা দুর্বল স্বাস্থ্যের মানুষদের রক্ষা করতে ভ্যাক্সিন দিয়ে যেতে হবে। সাংবাদিকঃ ইলেকশানের আগের স্পীচে বলেছিলেন, ইস্টারের আগে ক্যাফে, রেস্টুরেন্ট এসব খুলে দেয়ার কথা ভাবা হচ্ছে, এটা কি তবে নির্বাচন জেতার একটি কৌশল ছিলো? প্রিমিয়ে রুতেঃ প্রত্যেকে ইতিবাচক আশা করে আমিও তাই করেছিলাম এবং এখনো করি। নির্বাচনের জন্যে ছিলো না। সাংবাদিকঃ প্রিমিয়ে রুতে আপনি বলেছেন বাসায় একজনের বেশি অতিথি এলাউড না, কিন্তু ভিভিডি জেতার আনন্দে আপনারা সবাই বড় পার্টি করলেন? আপনার উদাহরণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে না? প্রিমিয়ে রুতেঃ ওটা ব্যক্তিগত অনুষ্ঠান ছিলো না আর আমরা যতটা সম্ভব অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি। মীটিং ছিলো, পার্টি না। সাংবাদিকঃ এই লকডাউন আর কার্ফিউ কিশোর আর তরুণদের মানসিক সমস্যা প্রকট করে তুলছে, সেটা আপনারা জানেন বারবার বলছেন কিন্তু তাদেরকে সাহায্য করার কোন পরিকল্পনার কথাতো বলছেন না। আতঙ্কের ব্যাপার হলো করোনার কারণে তাদের ডাক্তারের নাগাল পেতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। হুগো দ্যা ইয়ংঃ আমরা এটা নিয়ে মিউনিসিপ্যালটিতে কথা বলছি, চেষ্টা করছি আর দেখছি কি করে দ্রুত, কার্যকরী কিছু পরিকল্পনা নেয়া যায়। টাকা পয়সার দিকটাও দেখতে হবে। অনেক বেশি টাকা যেহেতু জীবন বাঁচানোর কারণে খরচ করতে হচ্ছে, তাই অন্য পরিকল্পনাগুলো কিছুটা ধীরে এগোচ্ছে। সাংবাদিকঃ জুনের ইউরোপীয়ান কাপ ফুটবলের প্রস্তূতি নিয়ে আপনারা ব্যস্ত? হুগো দ্যা ইয়ংঃ আমরা সমস্ত কিছু পরীক্ষা করে দেখছি, করোনা এপ, তাৎক্ষণিক করোনা কীটের দ্বারা পরীক্ষার মাধ্যমে কি করে সবার জন্যে ফুটবলকে সামনে নিয়ে যাওয়া যায়। গতকাল একুশে মার্চ হল্যান্ডে একশো পনের হাজার করোনা টেস্টের এপয়ন্টমেন্ট হয়েছে, সর্বোচ্চ রেকর্ড। বাচ্চা আর কিশোরদের সংক্রমণের হার অত্যাধিক। সাংবাদিকঃ ইইউ টপ আর ব্রাসেলসে ডিসিক্সটি সিক্স্যের জয় নিয়ে অনেক আলোচনা হয়েছে আর তারা আপনার সমন্ধে মন্তব্য করেছে, আপনি আর একটু সামাজিক আর আন্তরিক হবেন। প্রিমিয়ে রুতেঃ আমি নিজেকে যথেষ্ঠ সামাজিক, আন্তরিক মনে করি, অভিনন্দন ছাড়া কোন সমালোচনা আমার কানে আসেনি, এ ব্যাপার নিয়ে এখন আর আলোচনা চাই না। “বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি” হলো এই প্রেস কনফারেন্স। প্রিমিয়ে আর স্বাস্থ্যমন্ত্রী সব মিলিয়ে বক্তৃতা দিয়েছে বারো-চৌদ্দ মিনিট আর সাংবাদিকরা তার ওপরে প্রশ্ন করেছে এক ঘন্টার ওপরে। “বাল কি খাল নিকাল না” তো কোই ইনসে পুঁছে, এদের এই প্রশ্নোত্তরে কোথাও একটি কমা, সেমিকোলন পরিবর্তন হবে না জেনেও, ওয়ার্ড চেঞ্জ আর টুইস্ট করে একই কথা বলেই যেতে থাকে। ক্যাবিনেট যা ডিসাইড করবে তাই, কারো কথায় হিলার পাত্র তারা না কিন্তু তারা দমবে না।

No comments:

Post a Comment