Monday, 26 October 2020
দ্যা করোনা ডায়রী অফ তাতা ফ্র্যাঙ্ক – তেইশে (অক্টোবর)
পুরো ইউরোপই করোনায় জর্জরিত তার মধ্যে নেদারল্যান্ডস ও আছে। প্রতিদিন প্রায় দশ হাজার করে মানুষ সংক্রমিত হচ্ছে। কোন আশার আলো নেই। হাসপাতালের করোনা ডিপার্টমেন্টে আর জায়গা নেই, আইসিইউ ও প্রায় ভর্তি। স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা ভেঙে পরেছে। রোগীদের এক শহর থেকে অন্য শহরে পাঠানো হচ্ছে। জার্মানীতে কিছু করোনা রোগী পাঠানো হয়েছে, জার্মানীকে অসংখ্য ধন্যবাদ প্রতিবেশীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্যে। আমি প্রেসিডেন্টকে ফোন করে নেদারল্যান্ডসের জনগনের তরফ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি।
কিন্তু এই রেখাটিকে বদলাতে হবে। তেরো তারিখের পর মানুষজনের মধ্যে সচেতনতা বেড়েছে কিন্তু তার ফলাফল দেখার জন্যে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। লকডাউন চালু থাকবে নাকি শিথিল হবে না আরো কিছু যোগ করতে হবে এই নিয়ে আমি আর হুগো দ্যা ইয়ং সামনে কথা বলবো। রাজার পূর্ব পরিকল্পিত হেমন্তকালীন ছুটি নিয়ে সারাদেশে কথা হচ্ছে। রাজার ছুটি বিষয়ে আমি অবগত ছিলাম। আবারও জানাচ্ছি, ভুল অনুমানের ওপর পরিকল্পনা করা হয়েছিলো। রাজা নিজেও সেটা বুধবারে সবাইকে জানিয়েছে যেটাকে আমি সম্মান করি।
ফ্রীডম অফ স্পীচ নিয়ে ফ্রান্সে যা ঘটে গেলো তা অমানুষিক। আমি ফ্রান্সের প্রেসিডেন্টে এমানুয়েল ম্যাক্রোর বুধবারের ভাষণের পর তার সাথে ফোনে কথা বলেছি। আমরা একবার নীরবতা পালন করেছি, সামনের মংগলবারে ক্যাবিনেটে স্যামুয়েল প্যাটির জন্যে আবার নীরবতা পালন করবো, আমরা ফ্রান্সের জনগনের পাশে আছি।
প্রতিদিন দশ হাজার সংক্রমণ, আপনার ধারনায় ছিলো? সেপ্টেম্বরে দেয়া নিয়মগুলো যথেষ্ঠ ছিলো না প্লাস কম্পিউটার সিস্টেম আপডেটেড হয়েছে তাই আসলেই কি প্রতিদিন দশহাজার নাকি আগের হিসেবে এডজাস্টমেন্ট ঠিক ঠিক বলা যাচ্ছে না।
নেদারল্যান্ডস কি আরো কঠিন লকডাউনের দিকে এগোচ্ছে? তেরোই অক্টোবরের ফলাফল এখনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এরপর সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবো আমরা। ইউরোপের মধ্যে আমরাই প্রথম এত কঠিন পদক্ষেপ নিয়েছি, আমাদের পর ফ্রান্স, আয়ারল্যান্ড আর বেলজিয়ামও কঠিন পদক্ষেপের দিকে এগিয়েছে। পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার অনেক কমেছে, রাস্তায় লোক সমাগমও কম। প্রতিটি পদক্ষেপের প্রচন্ড একটা অর্থনৈতিক প্রভাব রয়েছে তবে যা দরকার হবে তাই করতে হবে।
প্রায় প্রতিটি সাংবাদিক মার্ক রুতে কে জিজ্ঞেস করেছেন কিংবা বলেছেন, নেদারল্যান্ডস কি সিদ্ধান্ত নিতে দেরী করছে না কিংবা দেরী করে ফেলছে না?
বুধবারে রাজার ভাষণ দেয়ার পেছনে কি আপনার উপদেশ ছিলো? একদমই নয়, নিয়মের মধ্যে আছে, রাজা যদি চায় এবং সেরকম উল্লেখযোগ্য কারণ থাকে রাজা ভাষণ দিতে পারেন। রাজা তার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে তার অনুভূতি থেকে, নিয়মের মধ্যে থেকেই ভাষণ দিয়েছেন।
আপনি রাজ পরিবারের ছুটি এবং রাজ পরিবারের অন্যান্য নিয়মিত জিনিস নিয়ন্ত্রণ করে থাকেন, আপনি আর রাজা দুজনেই ভুল করলেন? তাহলে কি এটা দুই গুন ভুল হলো? আর রাজা বুধবারের ভাষণে কি আপনার ভুল সিদ্ধান্তের কারণে ক্ষমা চাইলেন?
সরকারী প্লেন কেন সন্ধ্যা সময় নেদারল্যান্ডস থেকে গ্রীসে খালি উড়ে গেলো আবার ফেরত আসলো? প্রিন্সেস কেন তার দুদিন পর ফিরলেন? এর প্রতিটিই রাজপরিবারের ব্যক্তিগত তথ্য সুরক্ষার মধ্যে পরে, আমি এর কোন জবাব দিতে অপারগ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment