Friday 9 October 2020

নারী

ডিভোর্সডঃ স্বামী’র মন জুগিয়ে চলতে পারেনি। রেপডঃ কি জামাকাপড় পরা ছিলো? সন্তানহীন দম্পত্তিঃ সমস্যা মেয়েটিরই হবে। পুত্রসন্তানের জন্ম হয় নিঃ মায়ের গর্ভের দোষ, ছেলে জন্ম দিতে পারেনি। আত্মনির্ভর মেয়েঃ বেশ্যা। কুসন্তানঃ মায়ের দোষ, আদর দিয়ে নষ্ট করেছে। খেলাধূলায় আগ্রহঃ মেয়েদের আবার খেলাধূলা কি! ভবিষ্যতের কথা ভাবো। অবিবাহিত মেয়ে আবার গাড়ি চালায়ঃ পুরুষ চড়িয়ে বেড়ায়। নিজস্ব মতামত দেয়ঃ কি কর্তৃত্বপরায়ণ চল্লিশ অব্ধি বিয়ে করেনি? ঃ বেপরোয়া না দায়িত্ব নিতে অক্ষম? বিবাহিতঃ স্বামী যেভাবে খুশি হয় সেভাবেই চলো। স্বামীর পরকীয়া? বউয়ের দোষ, ঘরে শান্তি না পেলে পুরুষ কি করবে! বিধবাঃ সম্পত্তির লোভে স্বামীকে খুন করেছে। পুনঃবিবাহঃ স্বামী মরে গেছে কোন শোকই নেই দেখি! পারিবারিক নির্যাতনঃ মেয়েটা কি করে? শুধু শুধু কি আর হাত ওঠে গায়ে? সময় পেলে ভেবো, ভাবো ------------------এই পৃথিবীতে মেয়ে হওয়া কি এত সোজা! মেয়েদের নয় মানুষ হিসেবে মানুষকে সম্মান করো। সূত্রঃ ইন্টারনেট থেকে প্রাপ্ত, ভাষান্তর এবং ইষ্যৎ পরিমার্জিত (তানবীরা)।

No comments:

Post a Comment