Tuesday 27 October 2020

সর্বতো মঙ্গল রুতে বিনোদহীন গাই

দ্যা করোনা ডায়রী অফ তাতা ফ্র্যাঙ্ক – সাতাশে (অক্টোবর) সারা টুর্নামেন্টে ভাল খেলে, ফাইন্যালে যেয়ে বাই ডিফল্ট প্রতিবার হারা ওভারকনফিডেন্ট নেদারল্যান্ডসের জিনে আছে। আসেন দেখি কেমনে করে গোল খাইঃ আজকে বিশাল কোন সংবাদ সম্মেলন নয় শুধু সংক্ষেপে মূল জিনিসগুলো বলবো আর সর্বশেষ পরিস্থিতি সবাইকে জানাবো। চৌদ্দই অক্টোবর থেকে আমরা আংশিক লকডাউনে আছি এবং এখনও সময় আসেনি ঠিক করে বলার, আংশিক লকডাউন থেকে পূর্ণ লকডাউনে যাবো নাকি লকডাউন শিথিল করবো। সিদ্ধান্ত নিতে আরও একটু অপেক্ষা করতে হবে। ভাইরাসকে যেমন তাড়াতে চাচ্ছি তেমনি অর্থনীতিও সচল রাখতে চাইছি। এই দুইটির সমতা করতে চাচ্ছি। আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে। আমরা জিজিডি আর হাসপাতাল দুই জায়গারই পরীক্ষা পদ্ধতি আর চিকিৎসা পদ্ধতি খুঁটিয়ে পর্যবেক্ষণ করবো। আমাদের কাছে আরও বস্তুনিষ্ঠ তথ্য থাকবে। যদি সংক্রমণ সংখ্যা আরো বাড়াবাড়ির দিকে না যায় তাহলে সামনের মংগলবারে আবার গতানুগতিক সংবাদ সম্মেলন হবে নইলে আরও আগে হবে। আবারো বলছি, সমস্ত পরিস্থিতির তথ্য আমাদের কাছে আছে এবং এখন সেটির হিসেব নিকেশ চলছে। পুরোপুরি লকডাউনে গেলে শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, অর্থনীতির কি অবস্থা হবে, মানুষের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক জীবনে এর কি প্রভাব পরবে সবকিছু নিয়েই মূল্যায়ন চলছে। স্বাস্থ্যকর্মী আর আইন-শৃঙ্খলা বাহিনীর মানুষ ছাড়া সবাইকে বাড়িতে থাকতে হবে, মাঝে মধ্যে শুধু বাজার করার জন্যে বাইরে যেতে পারবে। তাই সবাইকে বারবার বলা হচ্ছে, নিয়মনীতি মেনে চলো, এতদূর যেতে বাধ্য করো না। ভাইরাসের নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতে। নিয়মনীতির দিকে কঠোর দৃষ্টিপাতের জন্যে আজকে দোকানমালিকদের সাথে কথা বলা হয়েছে। আপাতত সংক্রমণের মাত্রা এক দশমিক ছয়, যেকোন মূল্যে এটিকে একের নীচে নামিয়ে আনতে হবে। এখন লকডাউনে গেলে আপাতত হাসপাতালের ভীড় কমবে না তবে ভবিষ্যতের সংক্রমণের মাত্রা কমতে সাহায্য করবে। ক্যাবিনেট যা দরকার তাই করবে, কিন্তু সে পরিস্থিতি তৈরী করা কি ঠিক হবে? মার্চের ফলাফল থেকে আমরা জানি, আমরা চাইলে এই নিয়মগুলো পালনের মধ্যে দিয়েই আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। স্বাস্থ্যকর্মীরা আর কুলাতে পারছে না, সংক্রমণ রোধ করতেই হবে। আমাদেরকে আবার জুন-জুলাইয়ের পরিস্থিতিতে ফেরত যেতে হবে যেখানে কম সংক্রমণের পরিস্থিতিতে সবাই স্বাভাবিক জীবনের দিকে ফিরছিলাম। কিন্তু সেটার জন্যে সময় লাগবে। অন্তত ডিসেম্বর পর্যন্ত আংশিক লকডাউনের কোন পরিবর্তন হবে না। সবাইকে ধৈর্য্য ধরতে হবে। স্বাস্থ্যকর্মীরা, পরিচ্ছন্নতাকর্মীরা, সাহায্যকারীরা নিজেরা অসুস্থ হচ্ছেন, কেউ কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, কেউ কেউ কেয়ারন্টিনে আছেন। অনেক রোগী, অপ্রতুল স্বাস্থ্যকর্মী সবকিছুকে দ্বিগুন ঝামেলাপূর্ণ করে তুলেছে। কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, ফ্রন্টলাইনের কর্মীদের সম্মান করতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। পাব্লিক ট্রান্সপোর্টের কর্মী থেকে পুলিশ সবাই আমাদের সেবা দিচ্ছে, যার যার দায়িত্ব পালন করছে, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা বাঞ্চনীয়। গত উইকএন্ডেও অনেক বাসায় পার্টি হয়েছে, বড় বড় পার্টি হয়েছে এই নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই মিনিস্টার প্রেসিডেন্ট? দায়িত্বহীন, চরম দায়িত্বহীন কিন্তু আশার কথা হলো নেদারল্যান্ডসের পঁচিশটি শহরের মেয়র একসাথে বসে এই নিয়ে আলোচনা করেছে, কঠিন থেকে কঠিনতর ভাবে নিয়ম পালনের দিকে তারা দৃষ্টি রাখবে। কিছু কিছু হাসপাতালে তিল ধারনের ঠাই নেই, স্বাস্থ্যকর্মীরা কতদিন এভাবে সামলাতে পারবে মিনিস্টার ইয়ং? পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা আংশিক লকডাউনের ওপরও আরো কিছু নিয়মের কথা ভেবেছি, স্বাস্থ্যব্যবস্থা তথা স্বাস্থ্যকর্মীদের আমাদের রক্ষা করতে হবে। মিনিস্টার প্রেসিডেন্ট তেরোই অক্টোবর বলেছিলেন আজ জানাবেন, আজ আবার বলছেন সামনের মংগলবারে জানাবেন, আবার বলেছেন সব পরিস্থিতি আপনাদের জানা আছে, মূল্যায়ন চলছে, কিসের ভিত্তিতে বলছেন? তেরো তারিখে কি আপনি বা আপনারা সাতাশ তারিখের পরিস্থিতির হিসেব করে উঠতে পারেন নি? শুধু একটি বিষয়কে মাথায় রেখে হিসেব করা হচ্ছে না, সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে তাই পরিস্থিতি সারাক্ষণ যাচাই করা হচ্ছে। সামনেই উৎসবের দিন, সে নিয়ে কিছু ভেবেছেন? ডিসেম্বরের শুরুতেই সেন্ট মার্টিন আর সান্টা ক্লজের উৎসব, যদি পুরোপুরি লকডাউনে না যাই তবে তিনজন মেহমান নিয়ে প্রতিটি পরিবার উৎসব পালন করতে পারবে, আর পুরোপুরি লকডাউন হলে সেটিও সম্ভব হবে না। ক্রিসমাস নিয়ে এখনো ভাবি নি। ক্রিসমাস ভ্যাকেশান আর শীতকালীন খেলাধূলা নিয়ে কি ভাবছেন? খুব শীঘ্রই নেদারল্যান্ডসের ভেতরে ছুটি কাটানো কিংবা নেদারল্যান্ডসের বাইরে যাওয়া নিয়ে নিয়মগুলো জানিয়ে দেয়া হবে, আপাতত পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইটে যে ট্রাভেল এডভাইজ দেয়া আছে, সেগুলো অনুসরণের কথা সবাইকে বলা হচ্ছে। ডিসেম্বর পর্যন্ত কোন রেস্টুরেন্ট কিংবা ক্যাফে খোলার কোন সম্ভাবনা আপাতত নেই।

No comments:

Post a Comment