Thursday 10 December 2020

দ্যা করোনা ডায়রী অফ তাতা ফ্র্যাঙ্ক – আটই ডিসেম্বর

দ্যা করোনা ডায়রী অফ তাতা ফ্র্যাঙ্ক – আটই ডিসেম্বর প্রিমিয়ে রুতে এ পর্যন্ত করোনা ভাইরাসে নেদারল্যান্ডসে দশ হাজার মানুষ মারা গেছে যেটি খুবই দুঃখজনক। যেহেতু সংক্রমনের হার নীচের দিকে যায়নি তাই ক্রিসমাসে আলাদা কিছু করা সম্ভব না, পার্শিয়াল লক ডাউন চলবে, বরং সংক্রমনের এই হার অব্যহত থাকলে ক্রিসমাসের আগে আরো স্ট্রিক্ট নিয়মনীতি আসতে পারে। হাঁচি, কাশি বা এধরনের যেকোন অসুস্থতায় বাসায় থাকবে, কুকুরের দেখাশোনা, কিংবা বাজার করা ইত্যাদির জন্যে হেল্প সেন্টারে যোগাযোগ করবে, সেগুলোর ব্যবস্থা করা হবে। আশা করা হয়েছিলো, মধ্য ডিসেম্বরের মধ্যে আইসিইউ রোগীর সংখ্যা প্রতিদিন দশ জনে পৌঁছতে পারবো, সেটি হয়নি এখন আশা করছি মধ্য জানুয়ারীর মধ্যে হয়ত সেটা সম্ভব হবে, আমরা এক মাস আমাদের পরিকল্পনা নিয়ে পিছিয়ে গেলাম। যদি মধ্যে জানুয়ারীর মধ্যে আমরা এই টার্গেটে পৌঁছতে পারি তবে ফুটবল স্টেডিয়াম, থিয়েটার, ইত্যাদি নিয়ে পরীক্ষা চালানো হবে। কত টুকু দূরে দাঁড়ালে কিংবা বসলে সংক্রমন নিয়ন্ত্রনে থাকবে, সেসব দেখা হবে। আস্তে আস্তে সব আবার নতুন স্বাভাবিক নিয়মে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। রেস্টুরেন্ট আর ক্যাফেকে আলাদা প্রনোদনা দেয়া হবে। সংক্রমনের হার নীচের দিকে নামলে রেস্টুরেন্ট খুললেও ক্যাফে আরো দেরীতে খুলবে, ক্যাফে থেকে সংক্রমন দ্রুত ছড়ায়। যুব সমাজের জন্যে আলাদা কম্পিটিশানের আয়োজন করা হবে, ফুটবল, সিনেমা, থিয়েটার প্রণোদনা পাবে। আঠারো থেকে সাতাশ বছরের জন্যে যদিও খেলাধূলার গ্রুপ প্র্যাক্টিস খুলে দেয়া হয়েছে। ভাইস প্রিমিয়ে হুগো দ্যা ইয়ং ছয়টি ভ্যাক্সিন কোম্পানীর সাথে চুক্তি করা হয়েছে, আর স্বাস্থ্য মন্ত্রনালয়ের সকল সেক্টরের সাথে পরিকল্পনা ও চুক্তি করা হয়েছে, কিভাবে পুরো দেশকে ভ্যাক্সিনের আন্ডারে আনা যায় দেখা হচ্ছে। প্রচুর প্রস্তূতির মধ্যে রয়েছে সবাই। ইউরোপে “ফেয়ার পলিসি”র মাধ্যমে টিকার পরিমান ভাগ করা হবে। প্রথমে বায়োটেক থেক হাফ মিলিয়ন ভ্যাক্সিন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু প্রতিদিন অন্য জায়গায় সব পরিকল্পনা আর সংখ্যা পরিবর্তন হচ্ছে তাই আমাদের গুলোও সে অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে। প্রতিজনের জন্যে দুটো ভ্যাক্সিন । প্রথমে টিকা পাবে সকল ক্ষেত্রের স্বাস্থ্য ও সেবা কর্মীরা, হাসপাতাল, কেয়ার হোম, ওল্ড এজ হোম ইত্যাদি সব জায়গার সবাই। দ্বিতীয় পাবে ষাটোর্ধ্ব আর স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতে থাকা মানুষেরা তারপর অন্যেরা, ধারনা করা হচ্ছে সামনের বছরের গরমের ছুটি পর সবার ভ্যক্সিনেশান সম্পূর্ন হবে।

No comments:

Post a Comment