Wednesday, 9 December 2020
রুবিক্স কিউব
আচ্ছা, উনিশো ছিয়াশি সালের তেসরা মে বেলা বারোটায় তুমি কি করছিলে?
স্কুলে ছিলাম, ইংলিশ সেকেন্ড পেপার ক্লাশ ছিলো।
টিফিন ব্রেকের আগে ইংলিশ ক্লাশ হতো।
সেদিন কি বার ছিলো?
দাঁড়াও, হুম, শনিবার ছিলো, তাহলে স্কুলে যাইনি, বাসায় ছিলাম।
তখন কি শনিবারে স্কুল বন্ধ থাকতো?
তাইতো! বৃহস্প্রতিবার হাফ আর শুক্রবারে ছুটি।
তাহলে স্কুলে ছিলাম, ইংলিশ সেকেন্ড পেপার ক্লাশ ছিলো।
ওকে, সেবছর রোজা কবে ছিলো?
ওয়েট, দেখছি, ওহ, মে মাসে তো রোজা ছিলো।
তাহলে স্কুল বন্ধ ছিলো।
আর আমরা বাড়িই ছিলাম।
ভাল কথা, দেখোতো ঈদ কবে ছিলো?
গুগল বলছে, সৌদিতে তেরোই জুন।
তবে রোজা ছিলো না, স্কুল খোলাই ছিলো।
আমরা স্কুলেই গেছিলাম
তাহলে আমি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাশেই ছিলাম।
০৫/১১/২০২০
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment